13/07/2025
দেশটা বাংলা ছবির মত হয়ে গেছে পাঁচই আগস্ট ফেসেস্ট আওয়ামী হিংস্র প্রাণীদের বিতাড়িত করেছে তাদের থেকেও বড় হিংস্র প্রাণী দেশে ঘাঁটি গেরেছে এই সবকিছুর জন্যই বাংলাদেশের ছাত্র সমাজ দায় ন্যায় বিচার ও অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে ভয় পায় তাদেরকে দেশের গুরুত্বপূর্ণ উপদেষ্টা পদে বসাইছে যারা লুটপাটে ব্যস্ত এই পরিস্থিতির মধ্যে প্রয়োজন বাংলাদেশ জামাত ইসলাম কারণ তারা আল্লাহ ছাড়া দুনিয়ার বুকে কাউকে ভয় পায় না,,??? copy post