
18/07/2025
🦃 "বেকার থাকা নয়, এখন সময় উদ্যোক্তা হওয়ার!" 🔥
একজন ছেলে, হাতে কোনো কাজ নেই, স্বপ্ন আছে শুধু একটা — নিজের কিছু করার।
হঠাৎ একদিন, এক বন্ধু বলল,
"ভাই, একটা টার্কি মুরগি নিবি? শুধু পাললে হাজার টাকায় বিক্রি করতে পারবি!"
❌ না সে সরকারি চাকরি পেয়েছিল
❌ না কেউ তাকে লোন দিয়েছিল
✅ শুধু নিয়েছিল সাহস আর একটা সিদ্ধান্ত — শুরু করব আজই!
১টা টার্কি থেকে শুরু।
৬ মাসের মাথায় ৫০ টার্কি।
আজ তার নিজের খামার, লোক রাখছে কাজের জন্য, গ্রামের অন্য বেকার ছেলেরাও এখন অনুপ্রাণিত!
💡 শুধু একটা টার্কি পালার আইডিয়া তার জীবন বদলে দিলো।
👉 তুমি যদি এখনো ভাবছো, “কিছুই তো জানি না, টাকা নাই, শুরু করবো কীভাবে?”
তাহলে মনে রেখো —
শুরু কখনো বড় করে হয় না, শুরু হয় সাহস দিয়ে!
📢 যারা সত্যিই শুরু করতে চাও, কমেন্টে লেখো:
"আমি শুরু করতে চাই"
আমি তোমাকে ফ্রি গাইডলাইন পাঠাবো — কোন খাবার, কিভাবে পালন, কোথায় বিক্রি — সব কিছু!
✅ এই পোস্টটা শেয়ার করো — কেউ একজন হয়তো তোমার মাধ্যমে তার জীবনের পথ বদলে ফেলবে আজ!
#টার্কি_উদ্যোক্তা #বেকারত্ব_মোকাবেলা #সফলতার_গল্প #উদ্যোক্তা #গ্রামীন_উন্নয়ন #টার্কি_খামার #বাংলাদেশ