17/10/2023
রবীন্দ্র কাছারি বাড়িতে এক দিন🥰
শাহজাদপুর সিরাজগঞ্জ!
—এখানে বসে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর (তালগাছ ছড়া ও আমাদের ছোটো নদী কবিতাটা লেখেন!)
আরো বিভিন্ন ছন্দ,কবিতা,ছড়া,ইত্যাদি বিষয়ে লেখেন।
—এখানে বেশ কিছু বছর বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জমিদারি দেখা শোনা করেন!