RN Riad 012

RN Riad 012 ☺️ Alhamdulilah ☺️
I am student nurse👨‍⚕️

21/02/2025
06/12/2024

কাশি, হাঁপানি, ব্রংকাইটিস, নিউমোনিয়া, হপিং কাশি হলে প্রচুর পরিমাণ পানিও পান করুন এবং গরম পানির তাপ নিঃশ্বাসের সাথে টেনে নিন (এতে শ্লেষ্ম তরল হবে)

08/09/2024

( BNMC ) বিএনএমসির কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও।
এবার প্লিজ থামেন ✋✋just stop

কিছু কথা না বললেই নয়🤬

BNMC কি শুরু করেছে,, ফাইজলামির একটা সীমা থাকে সেটাও অতিক্রম করে ফেলতেছে🤬

আমরা নার্সিং এ যারা আসি বেশির ভাগ স্টুডেন্ট মধ্যেবিওো ফ্যামেলি থাকে আসি,,চোখে একটু স্বপ্ন নিয়ে আসি যে যাতে ফ্যামেলির পাশে দাঁড়াতে পারি।

মধ্যেবিওো বাবা মা জানে তাদের মাথার ঘাম পায়ে ফেলে সন্তানকে প্রতিষ্ঠিত করাটা কতটা কষ্টের🥲।
আর সেই প্রতিষ্ঠিত হওয়ার পথ যদি হয় পাহাড়ের মতো উচু,,আগে যদি জানতাম তাহলে আমি সমতল ভূমিতেই হাঁটতাম। 🙁😥

৩ বছরের জায়গায় ৬ বছর লেগে যাচ্ছে, কেন এই নার্সিং ব্যবস্থা এত অধঃপতন হচ্ছে। শুধু আমারা না আমাদের ফ্যামেলি সহ এসব সাফার করতেছে।মাস গেলেই হস্টেল খরচ, খাবার, হাতখরচ, সব ঠিকই ফ্যামেলি দিতেছে, তাদের তো কষ্ট হচ্ছে😥😥।

কেন এতটা অনিয়ম,, বিএনএমসি কি বোঝে না এসব??

সেশনজট কিভাবে কভার করবে এখানো কেন ঘুমাচ্ছে?? কোন রেসপনসেবলিটি নাই?? কোন রুলস রেগুলেশনও নাই😡😡 এভাবে আর কতোদিন?

আলহামদুলিল্লাহ।  ২ লাখ ৪১হাজার ৪৫৬টাকা , As sunnah Foundation এর মাধ্যমে হস্তান্তর করেছি।আপনাদের সহযোগিতা ও  জাহানারা  ন...
02/09/2024

আলহামদুলিল্লাহ।
২ লাখ ৪১হাজার ৪৫৬টাকা , As sunnah Foundation এর মাধ্যমে হস্তান্তর করেছি।
আপনাদের সহযোগিতা ও জাহানারা নার্সিং কলেজের সকল শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রমের ফল আজ সার্থক।আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন দেশের সকল পরিস্থিতিতে দেশের মানুষের জন্য কাজ করতে পারি।

21/01/2024

আপনি কঠোর পরিশ্রম করেন, আপনি অর্থ উপার্জন করেন, আপনি নিজের জন্য এটি করেন যা জীবন নয়, আপনি বাইরে যান, আপনি এমন লোকদের সন্ধান করেন, যাদের আপনার সাহায্যের প্রয়োজন, আপনি তাদের জীবনকে আরও ভাল করে তোলেন, যখন আপনি বুঝতে পারেন যে আপনি কারও জীবন পরিবর্তন করেছেন এবং এর কারণে এই ব্যক্তি হাল ছাড়েননি যে দিনটি আপনি বেঁচে থাকবেন।

আপনার এই শূন্যতা কখনো পূরণ হবেনা স্যার। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস এর উচ্চ মাখাম দান করুন, এইটায় পরম করুণাময় আল্ল...
18/01/2024

আপনার এই শূন্যতা কখনো পূরণ হবেনা স্যার।
আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদাউস এর উচ্চ মাখাম দান করুন, এইটায় পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা🤲

17/01/2024

Discussion on cardiac monitor in post operative ward.👨‍⚕️
পোস্ট অপারেটিভ ওয়ার্ডে কার্ডিয়াক মনিটর নিয়ে আলোচনা।

14/01/2024

Autoclave (অটোক্লেভ) মেশিন কেমন দেখতে, কিভাবে চালানো হয়, সময় করে দেখে নিন 👇👇
★ Autoclave (অটোক্লেভ) মেশিন চালানোর নিয়মাবলী-

(সরঞ্জামের নাম: অটোক্লেভ, মডেল: - 180L, WEGO, China)

Autoclave 'ON' করার পদ্ধতি/নিয়ম:

১. ইন্টারনাল পানির ট্যাংক চেক করতে হবে/সেট ভাল্ব বন্ধ রাখতে হবে।

২. ফিল্টারের পানি/ ট্যাংক চেক করতে হবে। ফিল্টার গেট ভাল্ব খুলে দিতে হবে।

৩.বয়লারের গেট ভাল্ব বন্ধ রাখতে হবে।

৪. বিদ্যুৎ চেক করতে হবে। থ্রি-ফেইজ সার্কিট ব্রেকার অন করতে হবে।

৫. যন্ত্রপাতির ড্রাম মেশিনের ভিতরে ঢুকাতে হবে।

৬. দরজা ভাল করে টাইট দিয়ে লাগাতে হবে।

৭. মেশিনের পাওয়ার সুইচ অন করতে হবে।

৮. প্রোগ্রাম সিলেক্ট করতে হবে। প্রোগ্রাম সিলেক্ট করে মেশিন চালু (স্টার্ট) করতে হবে।

মেশিন এলার্ম (Alarm) দেওয়ার পর প্রেসার মিটারে প্রেসার জিরো আছে কি না দেখে, প্রেসার জিরো হলে দরজা খুলতে হবে।

★ Autoclave 'OFF' করার পদ্ধতি/নিয়ম:

• সারাদিনের কাজ শেষে বয়লারের গেট ভাল্ব খুলে দিতে হবে।

• মেশিনের সুইচ বন্ধ করতে হবে।

02/01/2024

অপারেশন থিয়েটার ভ্রমন 👨‍⚕️

20/12/2023

😔🥰😊 Right..!

Address

Belkuchi
Sirajganj
365

Alerts

Be the first to know and let us send you an email when RN Riad 012 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RN Riad 012:

Share