15/08/2025
সুরা #ইখলাস কেন ব্যতিক্রম? ১২ টি বৈশিষ্ট্য।
নিজে জানুন। অন্যকে জানিয়ে দিন।
#এই সূরায় আল্লাহর এমন দুটি নাম এসেছে যা কুরআনের অন্য কোথাও আসেনি। আর তা হলো 'আহাদ' ও 'সামাদ'। (তাফসীরে কুরতুবি)
এই #সূরাতে আল্লাহর এমন চারটি পরিচয় এসেছে, যার দ্বারা মাখলুক থেকে আল্লাহকে আলাদা করা যায়।
এই সূরার প্রতিটি আয়াতে, #ঈমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাওহীদের আলোচনা হয়েছে।
বিভিন্ন সূরার নাম সূরার ভিতরে থাকলেও এই সুরার নাম সুরার ভেতরে নেই। আর তা হলো #ইখলাস।
#হাদিসে এই সূরাকে সম্পূর্ণ কুরআনের তিন ভাগের এক ভাগ বলা হয়েছে। (সহিহ বুখারী)
#তিনবার তেলাওয়াত করলে সম্পূর্ণ এক খতমের সওয়াব পাওয়া যায় মর্মে বলেছেন অনেক মুহাদ্দিস। (আব্দুল্লাহ বিন বায রহ.)
দশবার যে ব্যক্তি #তেলাওয়াত করবে জান্নাতে তার জন্য একটি প্রাসাদ নির্মাণ করা হবে। (সহিহ জামে)
এই সূরাকে যে ব্যক্তি ভালবাসবে ও অধিক পরিমাণে তেলাওয়াত করবে সে আল্লাহ তায়ালার #ভালোবাসা লাভ করবে। (সহিহ বুখারী)
এই সুরা পাঠ করতে দেখে, এক ব্যক্তিকে #রাসুল বলেছেন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেলো।
(সহিহ বুখারী)
এই সূরা রুকইয়ার অন্তর্ভুক্ত। যার দ্বারা যেকোনো অসুস্থ মানুষকে #ঝাড়ফুঁক করা যায়। (আবু দাউদ)
রাসুল ﷺ নিয়মিত ফজরের ও মাগরিবের সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে এই সুরা তিলাওয়াত করতেন। (সহিহ মুসলিম)
#রাসুল ﷺ বিতিরের তৃতীয় রাকাতে ও তাওয়াফের দ্বিতীয় রাকাতে এই সুরা তিলাওয়াত করতেন।
(সুনান নাসায়ি)
ইসলামিক শিক্ষা মূলক পোস্ট - slamic reminder - ইসলামধর্মশিক্ষা :
#ইসলামেরআলো #ইসলামেরপথ #ইসলামেরকথা #ইসলামিক #ইসলাম
#শিফা_মনি #ইসলামেরকথা #ইসলাম #ইসলামধর্মশিক্ষা #ইসলামশিক্ষা #হাদিস #কুরআনশিক্ষা #বাংলাদেশ