18/03/2025
বদরের যুদ্ধ:
ঈমান ও আল্লাহর সাহায্যের বিজয়
১৭ রমজান, ২য় হিজরি। মরুর বুকে এক ঐতিহাসিক যুদ্ধের প্রহর গননা শুরু হলো—একদিকে মাত্র ৩১৩ জন নিরস্ত্র মুসলিম, অন্যদিকে ১০০০ সশস্ত্র কুরাইশ বাহিনী। সংখ্যায় কম, অস্ত্রে দুর্বল, কিন্তু মুসলিমদের হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা, রাসূলুল্লাহ ﷺ-এর নেতৃত্ব, এবং শাহাদাতের জন্য উদগ্রীব এক দৃঢ় বিশ্বাস।
রাসূলুল্লাহ ﷺ আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, “হে আল্লাহ! যদি আজ এই ক্ষুদ্র দলটি পরাজিত হয়, তবে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না।” সেই মুহূর্তে আকাশ থেকে নেমে এল আল্লাহর অদৃশ্য সাহায্য—হাজারো ফেরেশতা মাটিতে অবতরণ করল, তাদের ডানার ঝাপটায় ধূলিঝড় উঠল, কাফেরদের অন্তরে নেমে এল ভয়।
মুসলিমরা দুঃসাহসিকতার সঙ্গে লড়ল। ৭০ জন কুরাইশ নিহত হলো, ৭০ জন বন্দি হলো। কুরাইশদের অহংকার ধূলিসাৎ হয়ে গেল। বদর প্রমাণ করে দিল—বিজয় নির্ধারিত হয় না সংখ্যার ওপর, বরং ঈমান, তাওয়াক্কুল এবং আল্লাহর সাহায্যের ওপর!
এই যুদ্ধ ইসলামের ইতিহাসে এক মহান মাইলফলক হয়ে রইল—যেখানে দুর্বলতার মাঝে ছিল শক্তি, অল্প সংখ্যার মাঝেই ছিল বিজয়ের আলো!
#বদরেরযুদ্ধ #ইসলামেরপ্রথমবিজয় #ইসলামিকইতিহাস