Rakib Bastobbadi

Rakib Bastobbadi আল্লাহর সন্তুষ্টি প্রধান লক্ষ্য আমার।।আল্লাহর খুশি করে তার ইবাদত করতে চাই রাসুল সাঃ কে অনুসরণ করে।।

ইসলামের সৌন্দর্য ফুটিয়ে তুলতে চাই।ইনশাআল্লাহ

01/04/2025

ঈদের দিনে কর্ম ব্যস্ততা।

ঈদের খুশি সবার ঘরে, আনন্দ হাসে মনভরে,
তবু কিছু মানুষ থাকে, ব্যস্ত কর্মে দিনভরে।

ডাক্তার, পুলিশ, রাঁধুনিরা, ছুটছে কাজে অবিরত,
সবাই মিলে রাখে জাগিয়ে, শহর, গ্রাম সব সতত।

ওদের ত্যাগেই ঈদটা সুখের, থাকুক ভালো ওরাও,
ভালোবাসার ফুলটি ওদের, হৃদয় দিয়ে বরাও।

27/03/2025

এই রমজান মাসে যারা গরীবের রিলিপের চাউল মেরে খাই।হে আল্লাহ তুমি তাদের এমন অপমান অপদস্ত কর।তারা যেন মানুষের মধ্যে মুখ দেখাতে না পারে।।

25/03/2025

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

বদরের যুদ্ধ: ঈমান ও আল্লাহর সাহায্যের বিজয়১৭ রমজান, ২য় হিজরি। মরুর বুকে এক ঐতিহাসিক যুদ্ধের প্রহর গননা শুরু হলো—একদিকে ম...
18/03/2025

বদরের যুদ্ধ:
ঈমান ও আল্লাহর সাহায্যের বিজয়

১৭ রমজান, ২য় হিজরি। মরুর বুকে এক ঐতিহাসিক যুদ্ধের প্রহর গননা শুরু হলো—একদিকে মাত্র ৩১৩ জন নিরস্ত্র মুসলিম, অন্যদিকে ১০০০ সশস্ত্র কুরাইশ বাহিনী। সংখ্যায় কম, অস্ত্রে দুর্বল, কিন্তু মুসলিমদের হৃদয়ে ছিল আল্লাহর প্রতি অবিচল আস্থা, রাসূলুল্লাহ ﷺ-এর নেতৃত্ব, এবং শাহাদাতের জন্য উদগ্রীব এক দৃঢ় বিশ্বাস।

রাসূলুল্লাহ ﷺ আল্লাহর দরবারে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, “হে আল্লাহ! যদি আজ এই ক্ষুদ্র দলটি পরাজিত হয়, তবে পৃথিবীতে আর কেউ তোমার ইবাদত করবে না।” সেই মুহূর্তে আকাশ থেকে নেমে এল আল্লাহর অদৃশ্য সাহায্য—হাজারো ফেরেশতা মাটিতে অবতরণ করল, তাদের ডানার ঝাপটায় ধূলিঝড় উঠল, কাফেরদের অন্তরে নেমে এল ভয়।

মুসলিমরা দুঃসাহসিকতার সঙ্গে লড়ল। ৭০ জন কুরাইশ নিহত হলো, ৭০ জন বন্দি হলো। কুরাইশদের অহংকার ধূলিসাৎ হয়ে গেল। বদর প্রমাণ করে দিল—বিজয় নির্ধারিত হয় না সংখ্যার ওপর, বরং ঈমান, তাওয়াক্কুল এবং আল্লাহর সাহায্যের ওপর!

এই যুদ্ধ ইসলামের ইতিহাসে এক মহান মাইলফলক হয়ে রইল—যেখানে দুর্বলতার মাঝে ছিল শক্তি, অল্প সংখ্যার মাঝেই ছিল বিজয়ের আলো!
#বদরেরযুদ্ধ #ইসলামেরপ্রথমবিজয় #ইসলামিকইতিহাস

11/03/2025

যে ব্যাক্তি মানুষকে ভালবাসে।আল্লাহ তায়ালা তাকে ভাল বাসে।

10/03/2025

হে আল্লাহ এই রমজান মাসে।আমাদের সকল বালা মুছিবত থেকে হেফাজত কর।আমিন

01/03/2025

রমাদান মোকারক সবাইকে।

26/02/2025

হে আল্লাহ, আমাদের সকল মুসলিম কে তোমার জন্য ৩০ টা রোজা রাখার তৌফিক দাও।আমিন

24/02/2025

একজন অবিবাহিত ছেলের জীবন।।

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Rashidul Islam, Md Hasan, MD Mushfiq
23/02/2025

Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Rashidul Islam, Md Hasan, MD Mushfiq

গজনি ঝুলন্ত ব্রিজ।
19/02/2025

গজনি ঝুলন্ত ব্রিজ।

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Rakib Bastobbadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category