29/04/2025
আল্লাহ কেন গরীব সৃষ্টি করেন? | এটা কি ভাগ্যের দোষ নাকি কর্মফল? জানুন কুরআন ও হাদীসের আলোকে বিস্তারিত
এক গ্রামে হাসান নামে এক গরীব ছেলে ছিল। তার পরিবার অভাব-অনটনে কাটাতো, কিন্তু তার অন্তরে ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস।
একদিন হাসান এক আলেমকে জিজ্ঞেস করলো, “আল্লাহ কেন আমাকে গরীব বানালেন?”
আলেম হেসে বললেন, “আল্লাহ প্রত্যেককে পরীক্ষা করেন — ধনীকে দেন দানের মাধ্যমে, আর গরীবকে দেন ধৈর্যের মাধ্যমে।
কুরআনে আল্লাহ বলেন, 'আমি তোমাদেরকে পরীক্ষার জন্য সম্পদ ও দারিদ্র্য দেই' (সূরা ফজর)।”
হাসান বললো, “তাহলে কি এটা আমার কর্মফল?”
আলেম বললেন, “না, ইসলামে দারিদ্র্যকে পূর্বজন্মের শাস্তি বলা হয়নি।
বরং হাদীসে এসেছে, ‘আল্লাহ যার মঙ্গল চান, তাকে কষ্ট দিয়ে পরীক্ষা করেন।’”
হাসান বুঝতে পারলো, গরীব হওয়া লজ্জার নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষার অংশ।
হাসান নিজের কষ্টকে ইবাদতের রূপে গ্রহণ করে, কারণ সে জানে—আখিরাতে প্রতিদান অপেক্ষা করছে।