18/07/2023
কালকে রাত দুই টা পর্যন্ত লাইনে ছিলাম।হঠাৎ মা ঘুম থেকে উঠে গেলো। তাই আমি কোনো রকমে ফোনটা অফ করে না ঘুমিয়েও ঘুমানোর ভান করলাম।
মা দেখি আমার রুমে কিছু একটা করলো তার পরে আবার শুয়ে পরলো।
আমি ও ওই ভাবে শুয়ে থাকতে থাকতে প্রায় ঘুমিয়েই পরে ছিলাম হঠাৎ মা আমাকে ডাকতে লাগলো
মা-এই রিয়া রিয়া উঠো
আমি প্রায় ঘুমিয়ে পরেছিলাম তাই বিরক্তি নিয়ে বলল
আমি-কী হয়েছে এতো রাতে ডাকছো কেন
মা-সর্বনাশ হয়ে গেছে তারাতারি উঠ
আমি কিছু টা ভয় পেয়ে মা বললাম
আমি-কি হয়েছে মা বাবা ঠিক আছে তো
মা-হ্যা তোর বাবা ঠিকি আছে
আমি-তাহলে কার কী হয়েছে
মা-আর বলিস না রাতে পানি নেওয়ার জন্য কল পারে যাচ্ছিলাম হঠাৎ করেই কারেন্ট চলে গেলো তাই তোর ফোনটা নিতে তোর রুমে এসেছিলাম কিন্তু
আমি-কিন্তু কী মা আমার ফোন কোথায়
মা-তোর ফোন টা হাতে নিয়ে দেখি তোর ফোনের অনেক গরম ভেবেছিলাম তোর ফোনের জ্বর এসেছে তাই আমি
মায়ের কথা শুনে আত্মা ধক করে উঠলো আমি মাকে বললাম
আমি-কি করেছো তুমি
মা-আমি তোর ফোনটা নিয়ে পানি ডুবিয়ে রেখে ছিলাম
মায়ের কথা শুনে আমি ভেবাচেকা খেয়ে খেলাম কী বলছে কী মা
মা আবার বলল
কিন্তু তোর ফোনটা হাতে নিয়ে দেখি জ্বর কমে গেছে কিন্তু সমস্যা হলো এখন আমার ফোনটা চালু হচ্ছে না
আমি কী বলবো বুঝতে পারছি না
আমি শুধু মাথায় হাত দিয়ে একটা কথাই বললাম
আমি-আমার ত্রিশ হাজার টাকার ফোন
ব্যাস আমি বেহুশ🙂