বিদ্রোহী

বিদ্রোহী মাটির খাঁচা 𝑱𝒖𝒔𝒕 𝑭𝒐𝒓 𝑬𝒏𝒕𝒆𝒓𝒕𝒂𝒊𝒏𝒎𝒆𝒏𝒕 ��

Permanently closed.
তোমার খোঁজ নিতে ইচ্ছা হয় খুব, কিন্তু নিজের সম্মানটা এখন একটু বেশি ভালোবাসি.!🙂💔
18/05/2025

তোমার খোঁজ নিতে ইচ্ছা হয় খুব,
কিন্তু নিজের সম্মানটা এখন একটু বেশি ভালোবাসি.!🙂💔

তারপর হঠাৎ একদিন তুমি খুব দূরে ভেসে গেলে, শুধু তোমার তোলপাড় ঢেউ গুলো, আজন্ম আমার বুকের সোনালি ফ্রেমে পেইন্টিংয়ের মতো র...
17/05/2025

তারপর হঠাৎ একদিন তুমি খুব দূরে ভেসে গেলে, শুধু তোমার তোলপাড় ঢেউ গুলো, আজন্ম আমার বুকের সোনালি ফ্রেমে পেইন্টিংয়ের মতো রয়ে গেলো.! 💔🥀

কৃষ্ণচূড়ায় সেজেছে আমাদের সিরাজগঞ্জের বড়পুল 🌺🥰💝Copy from sirajganj tv
16/05/2025

কৃষ্ণচূড়ায় সেজেছে আমাদের সিরাজগঞ্জের বড়পুল 🌺🥰💝

Copy from sirajganj tv

দেখলে আক্ষেপ বাড়ে, এমন কিছুর দিকে আমি তাকাই না আর সেজন্যই তোমাকে আর দেখা হয় না 😅💔
16/05/2025

দেখলে আক্ষেপ বাড়ে, এমন কিছুর দিকে আমি তাকাই না আর সেজন্যই তোমাকে আর দেখা হয় না 😅💔

15/05/2025

🤭🤭


NayeEm IslAm

নেকড়ে তার সন্তানকে নিয়ে বের হয়েছে খাবারের সন্ধানে। হাঁটতে হাঁটতে নেকড়ে তার শাবককে বলল, "ঘাস খেতে পারলে তোমার বেঁচে থাকা ...
15/05/2025

নেকড়ে তার সন্তানকে নিয়ে বের হয়েছে খাবারের সন্ধানে। হাঁটতে হাঁটতে নেকড়ে তার শাবককে বলল, "ঘাস খেতে পারলে তোমার বেঁচে থাকা সহজ হতো বাবা। কিন্তু তোমাকে খেতে হয় মাংস — এটাই তোমার জন্য অভিশাপ। জঙ্গল তো সাফ হয়ে গেলো — এত খাবার পাব কোথায়? বাঁচব কেমন করে?"

নেকড়ে শাবক চুপ করে বাবার কথা শুনছে। নেকড়ে বলে চলল, "মানুষ যত আমাদের মেরেছে, আমরা তত মানুষ মারিনি — দুয়েকটা দুর্ঘটনা ছাড়া। তারপরও মানুষ হলো সভ্য আর আমরা হলাম হিংস্র।"

হাঁটতে হাঁটতে বাবা আর ছেলে একটা খামারের পাশে আসে। সেখানে ভেড়ার পাল চড়ে বেড়াচ্ছে।

ছেলে বাবাকে বলল, "বাবা, আমি যাই। তোমার জন্য খাবার নিয়ে আসি।"

বাবা বলল, "না বাবা। তুমি এখনো ভালো শিকারী হওনি। ধরা পড়লে নির্ঘাত মৃত্যু। আমি যাই। তুমি এখানে অপেক্ষা করো।"

"ওই যে লোকটা দেখছ, ও হলো রাখাল। আর ওর হাত যে দণ্ডটা দেখছ, ওটা লাঠি। এটাই হলো ওর অস্ত্র।"

"তোমার মাকে ওই লাঠি দিয়েই পিটিয়েছে। লাঠি দিয়ে প্রহারের যন্ত্রণা বড়ই নির্মম। মাঝে মাঝে মানুষ খুব ভয়ঙ্কর হয়ে ওঠে। আর ওরা একসাথে লাঠি দিয়ে যখন কাউকে প্রহার শুরু করে, তখন ওদের শরীরে দানবীয় শক্তি এসে ভর করে।"

"নানা বিষয়ে ওদের মাঝে অনৈক্য থাকে। কিন্তু কাউকে লাঠি দিয়ে পিটিয়ে মারার ব্যাপারে ওরা সবাই এক হয়ে যায়। বৃষ্টির ফোঁটার মতো অগণিত লাঠির প্রহার গায়ে এসে পড়ে। কাউকে পিটিয়ে মারা তখন একটা উৎসবে পরিণত হয়। সে মানুষ হোক কিংবা আমাদের মতো কোনো হিংস্র পশু!"

"সুতরাং সবসময় সাবধানে থেকো। কোনো অবস্থাতেই কোনো মানুষের লাঠির আওতার ভিতরে গিয়ে পড়ো না।"

নেকড়ে শাবক এবার ওর বাবাকে বলল, কিন্তু বাবা, ওই যে রাখালের পাশে আরেকটা প্রাণী দেখছি। ওটা কে?"

বাবা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, "ওর নাম হলো কুকুর। আর এই কুকুরই হলো তোমার আসল শত্রু বাবা।"

নেকড়ে শাবক অবাক হয়ে বলল, "কিন্তু বাবা, ও তো দেখতে অবিকল আমাদের মতো! সে কি আমাদের কেউ না?"

নেকড়ে দুঃখভরা কন্ঠে বলল, "না বাবা। এটাই হলো আমাদের জীবনের চরম দুর্ভোগের কারণ! দেখতে 'আমাদের মতো হওয়া' আর 'আমাদের হওয়া' — এই দুয়ের মাঝে যোজন যোজন পার্থক্য আছে বাবা!"

-কথা সামান্য নয়, কথার উপর ভিত্তি করেই, মানুষ আকাশ সমান স্বপ্ন দেখে.!🥹❤️‍🩹
15/05/2025

-কথা সামান্য নয়, কথার উপর ভিত্তি করেই, মানুষ আকাশ সমান স্বপ্ন দেখে.!🥹❤️‍🩹

ভাবতে ভাবতে যখন চোখ দিয়ে পানি চলে আসবেতখন বুঝবেন তীব্র যন্ত্রণা কি!💔😅
14/05/2025

ভাবতে ভাবতে যখন চোখ দিয়ে পানি চলে আসবে
তখন বুঝবেন তীব্র যন্ত্রণা কি!💔😅

কেউ আসে না আর রাতের নির্জনতায়, কেউ ছোঁয় না ভাঙা স্বপ্নের ব্যথা,  আমি একা শুনি বাতাসের কান্না, আর লিখে রাখি হারিয়ে যাও...
12/05/2025

কেউ আসে না আর রাতের নির্জনতায়, কেউ ছোঁয় না ভাঙা স্বপ্নের ব্যথা,
আমি একা শুনি বাতাসের কান্না, আর লিখে রাখি হারিয়ে যাওয়ার গল্প!🖤

সময়, আমার জীবনে থেকে,অনেক কিছু কেড়ে নিয়েছে, যা আমি কখনোই হারাতে চাইনি..!💔⏳
12/05/2025

সময়, আমার জীবনে থেকে,অনেক কিছু কেড়ে নিয়েছে, যা আমি কখনোই হারাতে চাইনি..!💔⏳

_জীবন সংক্ষিপ্ত এক ভ্রমণ কাল এখানে রাস্তা চেনা যায়,তবে মানুষ নয় ! 💔😅
09/05/2025

_জীবন সংক্ষিপ্ত এক ভ্রমণ কাল এখানে রাস্তা চেনা যায়,তবে মানুষ নয় ! 💔😅

কেউ ঠকায় নাহ মানুষ "বিক্রি" হয়ে যায় আর -"যার সার্মথ্য আছে সে কিনে নেয়_!❤️‍🩹😅
08/05/2025

কেউ ঠকায় নাহ মানুষ "বিক্রি" হয়ে যায় আর -"যার সার্মথ্য আছে সে কিনে নেয়_!❤️‍🩹😅

Address

Sirajganj
6700

Telephone

+8801888334566

Website

Alerts

Be the first to know and let us send you an email when বিদ্রোহী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বিদ্রোহী:

Share

Category