
11/10/2025
জীবনের কাছে কখনো রাজত্ব চাইনি, চাইনি আকাশ ছোঁয়ার সাফল্য, কিংবা পৃথিবী কাঁপানো কোনো অর্জন। আমি শুধু চেয়েছিলাম কিছু সহজ বিকেল,একটু নির্ভার সময়, যেখানে নিজেকে হারিয়ে না ফেলে, একটু নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারি। চেয়েছিলাম এমন কিছু মুহূর্ত, যেগুলোর ওজন থাকবে না, কিন্তু মূল্য থাকবে অনেক। নিজেকে হালকা অনুভব করতে পারব,চেয়েছিলাম এমন দিন, যেদিন ক্লান্ত মনটা একটু শান্তি খুঁজে পাবে———✨🫧🍃🌻☕️🫶🏻
゚ ゚