Shishir's Day-Out

Shishir's Day-Out যা কিছু ভালোলাগে🌻💫📷📝🫕
(33)

জীবনের কাছে কখনো রাজত্ব চাইনি, চাইনি আকাশ ছোঁয়ার সাফল্য, কিংবা পৃথিবী কাঁপানো কোনো অর্জন। আমি শুধু চেয়েছিলাম কিছু সহজ বি...
11/10/2025

জীবনের কাছে কখনো রাজত্ব চাইনি, চাইনি আকাশ ছোঁয়ার সাফল্য, কিংবা পৃথিবী কাঁপানো কোনো অর্জন। আমি শুধু চেয়েছিলাম কিছু সহজ বিকেল,একটু নির্ভার সময়, যেখানে নিজেকে হারিয়ে না ফেলে, একটু নিজের মতো করে নিঃশ্বাস নিতে পারি। চেয়েছিলাম এমন কিছু মুহূর্ত, যেগুলোর ওজন থাকবে না, কিন্তু মূল্য থাকবে অনেক। নিজেকে হালকা অনুভব করতে পারব,চেয়েছিলাম এমন দিন, যেদিন ক্লান্ত মনটা একটু শান্তি খুঁজে পাবে———✨🫧🍃🌻☕️🫶🏻

゚ ゚

দিন কখন চলে যায় বোঝাই যায় না ।🍃✨🌻🫧শুক্রবারের থালায়-ভাত,কলিজা ভুনা, কুমড়া দিয়ে ডিম্ ভাজি,এক ফালি লেবু । আলহামদুলিল্ল...
10/10/2025

দিন কখন চলে যায় বোঝাই যায় না ।🍃✨🌻🫧
শুক্রবারের থালায়-
ভাত,কলিজা ভুনা, কুমড়া দিয়ে ডিম্ ভাজি,এক ফালি লেবু । আলহামদুলিল্লাহ 🫶🏻





゚ ゚

𝔽𝕣𝕚𝕕𝕒𝕪 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ———✨🍃🫶🏻🫧🌻☕️   ゚      ゚
10/10/2025

𝔽𝕣𝕚𝕕𝕒𝕪 𝕞𝕠𝕣𝕟𝕚𝕟𝕘 ———✨🍃🫶🏻🫧🌻☕️

゚ ゚

চাঁদ দেখতে দেখতে আমি একা রিয়েলাইজ করলাম,আমি কখনো মানুষ চিনিনি! আমাকেও কখনো কেউ চিনতে পারেনি!কখনো বন্ধু হিসেবে কিংবা কাছে...
07/10/2025

চাঁদ দেখতে দেখতে আমি একা রিয়েলাইজ করলাম,আমি কখনো মানুষ চিনিনি! আমাকেও কখনো কেউ চিনতে পারেনি!কখনো বন্ধু হিসেবে কিংবা কাছের মানুষ হিসেবেও— ঠিক মানুষকে চুজ করতে পারিনি।

এখন পর্যন্ত আমার বেস্ট এফোর্ট যাদের জন্য দিয়েছি তারা সবাই আমাকে নিখুঁত ভাবে বুঝিয়ে দিয়েছে আমি তাদের কেউ নই!ইভেন আমার জন্য তাদের মনে কোনো জায়গা পর্যন্ত তৈরি হয়নি! তারা আমাকে ব্যবহার করার পর টিস্যুর মতো ছুঁড়ে ফেলেছে ! আমার অসময়ে আমাকে একা করেছে! ভাবতে বাধ্য করেছে আমার কেউ নাই!

আফসোস হয় নিজের প্রতি— কেননা! আমার এই সমস্ত এফোর্ট ইউসলেস ভুল মানুষদের জন্য!💔

একটা সুন্দর সন্ধ্যার চিত্র——✨🍃🫧🫶🏻🧡🌸☕️•••••   ゚      ゚
07/10/2025

একটা সুন্দর সন্ধ্যার চিত্র——✨🍃🫧🫶🏻🧡🌸☕️





゚ ゚

আমার সংসার অনেক ভালো লাগে । একটা সংসার গোছানো কিন্তু অনেক কঠিন ব্যাপার! তারপর ও আমার সংসার ভালো লাগে——✨🍃🫧🌻🫕😇••••••   ゚  ...
07/10/2025

আমার সংসার অনেক ভালো লাগে । একটা সংসার গোছানো কিন্তু অনেক কঠিন ব্যাপার! তারপর ও আমার সংসার ভালো লাগে——✨🍃🫧🌻🫕😇






゚ ゚

𝕆𝕔𝕥𝕠𝕓𝕖𝕣 𝕕𝕒𝕪’𝕤!!𝖮𝖼𝗍𝗈𝖻𝖾𝗋 𝗍𝖾𝖺𝖼𝗁𝖾𝗌 𝗎𝗌 𝗍𝗁𝖺𝗍 𝖼𝗁𝖺𝗇𝗀𝖾 𝖼𝖺𝗇 𝖻𝖾 𝖻𝖾𝖺𝗎𝗍𝗂𝖿𝗎𝗅. 𝖤𝗏𝖾𝗇 𝗐𝗁𝖾𝗇 𝗍𝗁𝖾 𝗅𝖾𝖺𝗏𝖾𝗌 𝖿𝖺𝗅𝗅, 𝗅𝗂𝖿𝖾 𝗌𝗍𝗂𝗅𝗅 𝖿𝗂𝗇𝖽𝗌 𝖺 𝗐𝖺𝗒 𝗍𝗈 𝖻𝗅𝗈...
06/10/2025

𝕆𝕔𝕥𝕠𝕓𝕖𝕣 𝕕𝕒𝕪’𝕤!!

𝖮𝖼𝗍𝗈𝖻𝖾𝗋 𝗍𝖾𝖺𝖼𝗁𝖾𝗌 𝗎𝗌 𝗍𝗁𝖺𝗍 𝖼𝗁𝖺𝗇𝗀𝖾 𝖼𝖺𝗇 𝖻𝖾 𝖻𝖾𝖺𝗎𝗍𝗂𝖿𝗎𝗅. 𝖤𝗏𝖾𝗇 𝗐𝗁𝖾𝗇 𝗍𝗁𝖾 𝗅𝖾𝖺𝗏𝖾𝗌 𝖿𝖺𝗅𝗅, 𝗅𝗂𝖿𝖾 𝗌𝗍𝗂𝗅𝗅 𝖿𝗂𝗇𝖽𝗌 𝖺 𝗐𝖺𝗒 𝗍𝗈 𝖻𝗅𝗈𝗈𝗆 𝖺𝗀𝖺𝗂𝗇——🍃🌻🫧✨🦢🪞






゚ ゚

𝕆𝕔𝕥𝕠𝕓𝕖𝕣’𝕤 𝔼𝕧𝕖𝕟𝕚𝕟𝕘———🍃✨☕️🫧🦢🌻••••••••   ゚      ゚
03/10/2025

𝕆𝕔𝕥𝕠𝕓𝕖𝕣’𝕤 𝔼𝕧𝕖𝕟𝕚𝕟𝕘———🍃✨☕️🫧🦢🌻








゚ ゚

আজ- ১৮ই আশ্বিন, ১৪৩২! একটা বৃষ্টিস্নাত সকাল! আবহাওয়া দেখে বোঝার উপায় নেই এখন শরৎকাল চলে । মেঘলা আকাশ,বাতাসে হালকা শীতে...
03/10/2025

আজ- ১৮ই আশ্বিন, ১৪৩২!

একটা বৃষ্টিস্নাত সকাল! আবহাওয়া দেখে বোঝার উপায় নেই এখন শরৎকাল চলে । মেঘলা আকাশ,বাতাসে হালকা শীতের আমেজ আবার ক্ষণে ক্ষণে বৃষ্টি,না গরম না ঠান্ডা ।প্রকৃতি তার আপন মনে রূপ পরিবর্তন করছে ।

-০৩ অক্টোবর, ২০২৫,শুক্রবার।🍃✨🫧🌼






゚ ゚

মানুষ প্রায়ই ভাবে—“তুমি হাসছো, মানে তুমি ভালো আছো”।কিন্তু সত্যিটা হলো—হাসলে চোখে-মুখে সব কষ্ট ধরা পড়ে না।ভেতরের অস্থির...
02/10/2025

মানুষ প্রায়ই ভাবে—
“তুমি হাসছো, মানে তুমি ভালো আছো”।
কিন্তু সত্যিটা হলো—হাসলে চোখে-মুখে সব কষ্ট ধরা পড়ে না।

ভেতরের অস্থিরতা, লুকানো অশ্রু, মন খারাপ—এসব বোঝার ক্ষমতা খুব কম মানুষের মধ্যেই থাকে।
তাই অনেকেই চুপচাপ থেকে যায়, নিজের অনুভূতি কাউকে বলে না।হাজার কষ্ট পেয়েও হাসতে জানে । লুকাতে জানে ।
কারণ তারা জানে— সবকিছু শব্দে প্রকাশ করা যায় না, আর সহমর্মিতা পাওয়া যায় খুব অল্প কিছু মানুষের কাছ থেকে।তাই সব কষ্ট সবার থেকে আড়াল করে দিব্যি হেসে যায় !! 🖤

゚ ゚

আজ ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ।🍃✨🫧🌸🦢🪞••••••   ゚      ゚
02/10/2025

আজ ১৭ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ।🍃✨🫧🌸🦢🪞






゚ ゚

𝕙𝕒𝕡𝕡𝕪 𝟚 𝕪𝕖𝕒𝕣𝕤 Shishir's Day-Out 💗
29/09/2025

𝕙𝕒𝕡𝕡𝕪 𝟚 𝕪𝕖𝕒𝕣𝕤 Shishir's Day-Out 💗

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shishir's Day-Out posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share