Maruf Hasan

Maruf Hasan I am a simple man

ঈদ মোবারক
16/06/2024

ঈদ মোবারক

Happy birthday dearSharar Shadab ShahBest wishes to❤️
08/06/2024

Happy birthday dear
Sharar Shadab Shah
Best wishes to❤️

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্য আর্ট অব সোস্যাল চেইঞ্জ শীর্ষক তিন...
07/06/2024

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে দ্য আর্ট অব সোস্যাল চেইঞ্জ শীর্ষক তিন দিনব্যাপী দ্বিতীয় আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে। কনফারেন্সে দেশ বিদেশের দুই শতাধিক বরেণ্য শিক্ষবিদ ও গবেষকগণ অংশগ্রহণ করেন।

৭ জুন শুক্রবার সকালে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক কনফারেন্সের প্রথম অধিবেশনের শুভ উদ্বোধন করেন প্রফেসর ড. শাহ্ আজম, উপাচার্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয়।

কনফারেন্সের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম। তিনি বলেন, দেশ-বিদেশের দুই শতাধিক গবেষকের অংশগ্রহণে তৃতীয়বারের মতো তিনদিন ব্যাপী এই কনফারেন্স আয়োজন করতে পেরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আনন্দিত। গবেষণা জাতীয় উন্নয়নের একটি সোপান। গবেষণাকে আলোর সামনে আনতে কনফারেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কনফারেন্স আগত অতিথি, শিক্ষক, গবেষক, ডেলিগেট এবং কনফারেন্স আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্সের প্রথম দিনে কি-নোট স্পিকার হিসেবে বক্তব্য রাখেন ব্রাক বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, এমিরিটাস অধ্যাপক ড. আইনুন নিসাত ও প্রখ্যাত রবীন্দ্র সংগীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।

উদ্বোধনী অধিবেশন শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন ১ এর লেকচার থিয়েটার, গীতাঞ্জলি মিউজিক স্টুডিও, মিউজিক ল্যাব, একাডেমিক ভবন ৩ এর লেকচার রুম, উদয়ন কনফারেন্স সেন্টারে, উত্তরায়ন কনফারেন্স হলে সাতটি টেকনিক্যাল সেশন একইসময় পরিচালিত হয়। সেখানে দেশ-বিদেশের গবেষকরা তাদের গবেষণা প্রবন্ধগুলো উপস্থাপন করেন।
আগামীকাল কি নোট স্পিকার হিসেবে উপস্থিত থাকবেন স্থপতি রফিক আজম। কনফারেন্স এর সমাপনী সন্ধ্যায় সংগীত পরিবেশন করবেন প্রখ্যাত শিল্পী ঋদ্ধি বন্দ্যোপাধ্যায় ও কৌশিক মজুমদার।

নবীন বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে GST গুচ্ছের পছন্দ তালিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শীর্ষে।অশেষ কৃতজ্ঞতা প্রফেসর ড. মোঃ শাহ্...
31/05/2024

নবীন বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে GST গুচ্ছের পছন্দ তালিকায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শীর্ষে।
অশেষ কৃতজ্ঞতা প্রফেসর ড. মোঃ শাহ্ আজম স্যার মাননীয় ভাইস-চ্যান্সেলর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,বাংলাদেশ

“হৃদয়জুড়ে প্রেম ছিল আর কন্ঠে সাম্যের গানদ্রোহের বানী শুনিয়ে জাগিয়েছ মৃত প্রাণ”১২৫তম জন্মদিনে বিনম্র শ্রদ্ধা কবি কাজী নজর...
25/05/2024

“হৃদয়জুড়ে প্রেম ছিল আর কন্ঠে সাম্যের গান
দ্রোহের বানী শুনিয়ে জাগিয়েছ মৃত প্রাণ”

১২৫তম জন্মদিনে
বিনম্র শ্রদ্ধা
কবি কাজী নজরুল ইসলাম

 !!!Don't miss the chance of    : 15 May 2024 2nd International Conference on the Art of Social Changes (ICASC 2024) Rab...
12/05/2024

!!!

Don't miss the chance of
: 15 May 2024

2nd International Conference on the Art of Social Changes (ICASC 2024)
Rabindra University, Bangladesh

Submit here: https://rub.ac.bd/icasc2024/

#রবি #রবীন্দ্রবিশ্ববিদ্যালয়

বিনম্র শ্রদ্ধাশুভ জন্মদিন কবি গুরু
07/05/2024

বিনম্র শ্রদ্ধা
শুভ জন্মদিন কবি গুরু

GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের B ইউনিটের ভর্তি পরীক্ষার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রের আসন বিন্যাস। ভর্তি পরীক্ষ...
02/05/2024

GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের B ইউনিটের ভর্তি পরীক্ষার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কেন্দ্রের আসন বিন্যাস।

ভর্তি পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়েছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম।

#রবি #রবীন্দ্রবিশ্ববিদ্যালয়

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি  #রবীন্দ্রবিশ্ববিদ্যালয়
01/05/2024

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি
#রবীন্দ্রবিশ্ববিদ্যালয়

রাকিব মাহমুদ, স্টাফ রিপোর্টার: গত ৩০ এপ্রিল দৈনিক সমকাল পত্রিকার শেষ পৃষ্ঠায় ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্.....

01/05/2024

প্রফেসর ড. মোঃ শাহ্ আজম স্যার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য আশির্বাদস্বরূপ। নানা অনিয়ম ও দুর্নীতিতে বিশ্ববিদ্যালয়টি যখন স্থবির হয়ে পড়েছিলো, ঠিক তখন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগপ্রাপ্ত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোঃ শাহ্ আজম স্যার। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনের সাংস্কৃতিককর্মী হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে তিনি সুপরিচিত। গুণি,দেশবরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. মোঃ শাহ্ আজম দিন-রাত পরিশ্রম করে যখন বিশ্ববিদ্যালয়টিকে সামনের দিকে নিয়ে যাচ্ছেন, ঠিক তখনই কিছু কুচক্রি বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য শ্রদ্ধেয় স্যারের বিরুদ্ধে মিথ্যাচার করছে। ভিত্তিহীন অসত্য তথ্য ছড়িয়ে, গুজব রটনা করে স্যারের সম্মানহানির চেষ্টা করছে। আমরা সেই মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এসব অপচেষ্টায় যারা জড়িতদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।

Address

Sirajganj
6721

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801674507550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maruf Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maruf Hasan:

Share