Ismail Hossain BD

Ismail Hossain BD ''নিশ্চয় আমার নামাজ,আমার রোজা,আমার কুরবানি,আমার জীবন ও আমার মৃত্যু''
''সবই মহান আল্লাহ তায়া’লার জন্য! ❤️

02/10/2025

ছুম্মা আলহামদুলিল্লাহ

🌧️ প্রচুর বৃষ্টি, চারপাশে ঘন মেঘ, নদীর বুক চিরে ছুটছে নৌকা। ছাতার আড়ালে লুকানো মুখগুলোতে আছে সংগ্রামের ছাপ। জীবন থেমে থা...
01/10/2025

🌧️ প্রচুর বৃষ্টি, চারপাশে ঘন মেঘ, নদীর বুক চিরে ছুটছে নৌকা। ছাতার আড়ালে লুকানো মুখগুলোতে আছে সংগ্রামের ছাপ। জীবন থেমে থাকে না, কর্মজীবনের তাগিদে আমরা সবাই এগিয়ে চলি প্রতিদিনের মতোই।

লোকেশন বিলমহিষা নৌকা ঘাট
Ismail Hossain BD 📷

আজ বুধবার, আমাদের গ্রামীণ হাটের দিন। চারদিক ভরে উঠেছে মানুষের কোলাহলে, কেউ এসেছে কেনাকাটা করতে, কেউ বা এসেছে নিজের উৎপাদ...
24/09/2025

আজ বুধবার, আমাদের গ্রামীণ হাটের দিন। চারদিক ভরে উঠেছে মানুষের কোলাহলে, কেউ এসেছে কেনাকাটা করতে, কেউ বা এসেছে নিজের উৎপাদিত জিনিস বিক্রি করতে।
হাটের এক কোণে সাজানো হয়েছে প্রচুর তাল। কৃষকের ঘাম ঝরা পরিশ্রমে ফলানো এই ফল আজ মানুষের চাহিদা মেটাবে। তাল শুধু সুস্বাদুই নয়, এতে লুকিয়ে আছে পুষ্টির ভাণ্ডার। গরমের দিনে শরীরকে করে শীতল ও সতেজ। গ্রামীণ জীবনের সাথে মিশে থাকা এই তাল যেন আমাদের ঐতিহ্য আর সম্পদের প্রতীক।

লোকেশনঃ বেলকুচি সোহাগপুর হাট
Ismail Hossain BD 📷

প্রাণের সাথে মিশে থাকা আমাদের বিদ্যালয়....💔হ্মিদ্রচাপড়ি স্কুল… আমাদের শৈশবের হাসি-কান্না, স্বপ্ন-আশার একমাত্র ঠিকানা। যে...
22/09/2025

প্রাণের সাথে মিশে থাকা আমাদের বিদ্যালয়....💔

হ্মিদ্রচাপড়ি স্কুল… আমাদের শৈশবের হাসি-কান্না, স্বপ্ন-আশার একমাত্র ঠিকানা। যে স্কুলে দাঁড়িয়ে আমরা প্রথম অক্ষর শিখেছিলাম, যে মাঠে ছুটোছুটি করে খেলেছিলাম, যে শ্রেণিকক্ষে শিক্ষক আমাদের আলোর পথ দেখাতেন—আজ সেই প্রিয় প্রতিষ্ঠান নদীর ভাঙনে হারিয়ে যাচ্ছে চোখের সামনে।

এটা কেবল একটি ভবন নয়, এটা আমাদের শৈশবের স্মৃতি, আমাদের স্বপ্নের শুরু, আমাদের ভবিষ্যতের ভরসা। নদীর তীব্র ভাঙনে আমরা হারালাম প্রজন্মের শিক্ষার আলয়।

লোকেশনঃ হ্মিদ্রচাপড়ী মধ্যপাড়া
Ismail Hossain BD 📷

নৌকায় চড়ে কর্মজীবনে যাওয়ার পথে একসাথে বসে থাকা মুরুব্বিদের দৃশ্য সত্যিই অপূর্ব। যেনো ছোট্ট এক আড্ডার মেলা বসে যায় নদীর ব...
22/09/2025

নৌকায় চড়ে কর্মজীবনে যাওয়ার পথে একসাথে বসে থাকা মুরুব্বিদের দৃশ্য সত্যিই অপূর্ব। যেনো ছোট্ট এক আড্ডার মেলা বসে যায় নদীর বুকে।

হাতে ছাতা, পাশে গ্রামের ফলমূল আর কৃষিজ পণ্য—সবকিছু মিলিয়ে এক অসাধারণ পরিবেশ তৈরি হয়। কাজের পথে গেলেও তারা ভুলে যান না আনন্দকে, ভুলে যান না হাসি-আনন্দে গল্প করার মুহূর্তকে।

এই মিলনমেলা শুধু যাত্রার ক্লান্তি দূর করে না, বরং সম্পর্ককে আরও দৃঢ় করে তোলে। নদীর হাওয়ায় ভেসে আসে তাদের প্রাণের হাসি—এটাই তো আমাদের গ্রামীণ জীবনের আসল সৌন্দর্য।

লোকেশনঃ বিলমহিষা নৌকা ঘাট
Ismail Hossain BD 📷

নদীর ঘাটে আজ ভীষণ কর্মচাঞ্চল্য। সকাল থেকেই ইটের বোঝাই নৌকা ভেসে এসেছে তীরে। বিশাল নৌকার গায়ে লাল রঙের ইটের সারি যেন একেক...
18/09/2025

নদীর ঘাটে আজ ভীষণ কর্মচাঞ্চল্য। সকাল থেকেই ইটের বোঝাই নৌকা ভেসে এসেছে তীরে। বিশাল নৌকার গায়ে লাল রঙের ইটের সারি যেন একেকটা প্রাচীর সাজিয়ে রেখেছে।

ঘাটজুড়ে ব্যস্ত মানুষজন—কেউ ইট নামাচ্ছে, কেউ গুনছে, আবার কেউ তা গরুর গাড়ি আর ট্রাকে তুলছে। নদীর বুক চিরে আসা এই ইটের নৌকা শুধু ইটই নয়, এনেছে গ্রামীণ জীবনের কর্মব্যস্ততার অনন্য দৃশ্য। নদীর হাওয়ায় ভেসে আসে মানুষের ডাকাডাকি আর কাঠের নৌকার খসখস শব্দ, যেন এক আলাদা প্রাণের সঞ্চার ঘটিয়েছে ঘাটের পরিবেশে।

লোকেশনঃ বিলমহিষা নৌকা ঘাট
Ismail Hossain BD 📷

"যিনি জ্ঞানের আলোয় তরুণ প্রজন্মকে জাগ্রত করছেন, তিনি আমাদের প্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী।"যে ব্যক্তি আল্লাহ...
16/09/2025

"যিনি জ্ঞানের আলোয় তরুণ প্রজন্মকে জাগ্রত করছেন, তিনি আমাদের প্রিয় ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী।"

যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনে চিন্তামগ্ন থাকে, আল্লাহ তার দুনিয়াবি সকল চিন্তার দায়িত্ব নিয়ে নেন। আর যে মিছে দুনিয়ায় মোহাচ্ছন্ন হয়ে রবের সৃষ্টি দুনিয়াতে রবকেই ভুলে যায়, আল্লাহ তার উপর থেকে তাঁর দায়িত্ব উঠিয়ে নেন।

সফল হওয়ার জন্য আল্লাহ আমাদের শিখিয়েছেন ধৈর্য, তাওয়াক্কুল আর ইবাদতের শক্তি। মানুষ চেষ্টা করবে, পরিশ্রম করবে, কিন্তু চূড়ান...
12/09/2025

সফল হওয়ার জন্য আল্লাহ আমাদের শিখিয়েছেন ধৈর্য, তাওয়াক্কুল আর ইবাদতের শক্তি। মানুষ চেষ্টা করবে, পরিশ্রম করবে, কিন্তু চূড়ান্ত ফলাফল শুধু আল্লাহর হাতে। তাই সফল হতে চাইলে সর্বপ্রথম আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।

বর্তমান এই ধরনের ছবি ট্রেন্ডিং এ চলছে আমিও দিলাম। 🥰

“দোকানের ভেতরে প্রতিটি দিন নতুন এক সংগ্রামের দিন। এখানে রয়েছে পরিশ্রমের ঘাম, হালাল উপার্জনের আশা আর সততার মিশ্রণ। রিজিকে...
08/09/2025

“দোকানের ভেতরে প্রতিটি দিন নতুন এক সংগ্রামের দিন। এখানে রয়েছে পরিশ্রমের ঘাম, হালাল উপার্জনের আশা আর সততার মিশ্রণ। রিজিকের মালিক আল্লাহ, আমরা কেবল চেষ্টা করি তাঁর বরকত লাভের জন্য।”

“ভাই মানেই একে অপরের প্রতি অফুরন্ত ভালোবাসা, আস্থা আর ভরসার নাম। যত দূরেই থাকি না কেন, হৃদয়ের সম্পর্ক কখনও দূরে যায় না। ...
29/08/2025

“ভাই মানেই একে অপরের প্রতি অফুরন্ত ভালোবাসা, আস্থা আর ভরসার নাম। যত দূরেই থাকি না কেন, হৃদয়ের সম্পর্ক কখনও দূরে যায় না। 💙”

“রক্তের টানে গড়া এ সম্পর্ক কোনো বন্ধনের সাথে তুলনীয় নয়। বড় ভাই শক্তির উৎস, ছোট ভাই আনন্দের কারণ—সবাই মিলে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়।”

29/08/2025

লঞ্চ ধরতে ট্রলারে নামছে যাত্রীরা।









Address

Belkuchi
Sirajganj
6741

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ismail Hossain BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share