Abdur Rakib ibn Mirza 100

Abdur Rakib ibn Mirza 100 নাম রাকিবুল ইসলাম
স্টুডেন্ট
আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ
🌍ডাঙ্গিপাড়া.পবা.রাজশাহী
(স্বাগতম)
(welcome)

10/10/2025

পচা লাশ

মাইকে এলান হবে ফাউড়া বানাবে কবর, বরই পাতার গোসল হবে আবুলও নিবে খবর।

কেউ হাসবে না-সবাই শুধু কাঁদবে, জ্বলন্ত স্মৃতির ফুটন্ত দৃশ্য অন্তরে ভাসবে।

জানাযা শেষে লাশের বেশে সাড়ে তিন হাত ঘর!

দু'আ আর কান্না শেষে লাশ সবার পরা পর না হলে লাশের বাড়ি, লাশের সব সম্পদ-দিন শেষে ভোগ করি, আবার হইয়া উঠি চতুষ্পদ।

লাশের জন্য কান্না- তা যেন আবেগ, একবারও বাঁশ তলার খোঁজ-না নেওয়া কীসের বিবেক?

বাঁশ তলার পচে যাওয়া দেহ সেটাও একদিন হব আমি, মনে রাখবে না কেউ ভুলে যাবে প্রিয়তমা তুমি।

মানব শব্দটির অপর নাম লাশ-তবে এত কীসের উপহাস? বুঝলেও মানলে না, দিনশেষে আমি আর তুমিও পচা লাশ।

আল ইতিছাম

09/10/2025

জীবনের দুঃখ-কষ্ট ও কিছু কথা

প্রত্যেকেরই কষ্ট আছে এবং প্রত্যেকেই তার নিজের কষ্টটাকে বড় করে দেখে। এটি একটি সহজাত প্রবৃত্তি। সিনেমায় পার্শ্ব চরিত্রের মৃত্যুতে আপনার কিছু যায় না আসলেও নায়কের সামান্য কিছুতে আপনার চোখে পানি আসে। আপনি খুব সামান্য কিছু হলেও আপনার দৃষ্টি দিয়ে যে পৃথিবী আপনি দেখছেন, সেখানে আপনিই হলেন প্রধান চরিত্র, আর অন্যসব পার্শ্ব চরিত্র।

এ কারণেই আমরা আমাদের দুঃখ-কষ্টকে অনেক বেশি বড় করে দেখি। একশ' মানুষের মৃত্যু সংবাদের চাইতে নিজের একশ' ডিগ্রি জ্বর আপনাকে কাতর করে ফেলে। কিন্তু মানুষের এই পয়েন্ট অফ ভিউটা সঠিক নয়। একা একা ভালো থাকা যায় না। ভালো থাকতে হলে প্রথমেই আপনাকে এই আত্মকেন্দ্রিকতা থেকে বের হয়ে আসতে হবে।

"আপনার অনেক দুঃখ-কষ্ট থাকতেই পারে, এর মানে এই নয় যে আপনাকে কষ্টে কষ্টে মরে যেতে হবে; এর মানে হলো আপনাকে এই কষ্টটা সহ্য করতে হবে। একজন সফল এবং ব্যর্থ মানুষের মৌলিক পার্থক্যটা খুব সামান্য। একদল কষ্ট পায় আরেকদল সহ্য করে।"জীবনে ব্যর্থ হলে সেটার জন্য অপ্রত্যাশিত ঘটনাকে দায়ী করা ঠিক নয়। সেই ঘটনায় আপনি কী রকম আচরণ করছেন, সেটার দায় একমাত্র আপনার নিজের।

অপ্রত্যাশিত ঘটনার উপর আপনার হাত নেই কিন্তু সেই ঘটনা আপনি কীভাবে মোকাবেলা করবেন সেটা আপনার নেতৃত্বেই হবে।

আপনার ভালো না থাকার সবচেয়ে বড় কারণ হলো আপনি নিজেকে ভালো রাখতে জানেন না। যা পাননি, যা হারিয়েছেন, তা আপনার কাছে বড় হয়ে ধরা দিয়েছে। আর যা পেয়েছেন তার জন্য অন্তর থেকে একবারও মহান রবের শুকরিয়া আদায় করেননি।

এই যে পৃথিবীতে এত মানুষ না খেয়ে আধমরা হয়ে আছে, প্রতিবন্ধী হয়ে আছে, একটা দুর্ঘটনায় পরিবারের সব মানুষকে হারিয়ে বসেছে, শীতের খোলা আকাশের নিচে চাদরে মুখ ঢেকে কাঁদছে, নিজের বোনের ধর্ষিত হবার সংবাদ পত্রিকায় পড়ছে, ক্যান্সারে আক্রান্ত প্রিয় মুখের দিকে তাকিয়ে মৃত্যুর দিন গুনছে, আপনি তাদের কেউ একজন না হয়েও যদি আপনি ভালো না থাকেন এর মানে হলো আপনি এমন একজন আত্মকেন্দ্রিক মানুষ, যে নিজের ছোট ছোট কষ্ট সহ্য করতে পারে না। অনেক পেয়েও যেটা পাননি সেটা ভেবে ভেবে কপাল চাপড়ানো এক অকৃতজ্ঞ মানুষ আপনি।

সুতরাং জীবনের শত দুঃখের মাঝেও আল্লাহ্র শুকরিয়া আদায় করার একটা ছুতো বের করে নিন। মন থেকে বলুন, 'আল-হামদুলিল্লাহ আলা কুল্লি হাল'। সর্বাবস্থায় আল্লাহ্ শুকরিয়া। ইনশাআল্লাহ বড় থেকে বড় দুঃখ-কষ্টও তখন হালকা মনে হবে।

09/10/2025
09/10/2025

বিপদ-আপদ

কুরআনে মহান আল্লাহ শিখিয়েছেন বিপদে পড়লে বলতে হয়, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। যার অর্থ হলো, নিশ্চয় আমরা মহান আল্লাহর জন্য এবং তাঁর কাছেই ফিরে যাব (বাক্বারা, ১৫৬)।

ধরুন, আমি একটি প্রাইভেট কার ড্রাইভ করছি। একদম নতুন কেনা। কিন্তু কিছুক্ষণ পরেই গাড়িতে কোনো একটা সমস্যা দেখা গেল। বাধ্য হয়ে গাড়িটা সাইড করে রাস্তার পাশে রাখতে হলো। প্রচণ্ড রাগ হলো আমার। অনেকগুলো টাকা দিয়ে গাড়িটা কিনলাম, কীভাবে হতে পারে এমন কিছু? যরূরী কাজটা আজ মিস হয়ে যাচ্ছে। এই গরমে জ্যামের মাঝে আটকে আছি, ঐদিকে এসিটাও ঠিকভাবে কাজ করছে না। গাড়িটার উপর আমি বিরক্ত। কারণ আমার ধারণা অনুযায়ী আমিই এটার মালিক। গাড়িটা আমারই।

কিন্তু একজন সত্যিকারের মুমিন হিসাবে যেটা ভাবা উচিত তা হলো, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'। আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি যে আমি আসলে কিছুরই মালিক নই, কোনো কিছুই আমার সম্পদ নয়। বরং আমি নিজেই অন্য কারও সম্পত্তি। আমি একমাত্র আল্লাহ্, তিনিই আমার মালিক। কোনো সন্দেহ নেই আমি তাঁরই জন্য। তাহলে আমি কীভাবে অভিযোগ করব কিছুর ব্যাপারে? আমি তো কিছুরই মালিক নই। দ্বিতীয় অংশ হলো, 'ওয়া ইন্না ইলাইহি রাজিউন'। কোনো সন্দেহ নেই তাঁর কাছেই আমরা ফিরে যাব।কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ আমি আপনি এই মুহূর্তে যেই বিপদেই থাকি না কেন, সেটা চিরস্থায়ী নয়! হোক সেটা টাকা-পয়সার সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা, পরিবার নিয়ে সমস্যা, ইমোশনাল সমস্যা, শারীরিক সমস্যা, যেটাই হোক। কোনোটাই চিরস্থায়ী নয়। কারণ আমি, আপনি, আমরা নিজেরাই চিরস্থায়ী নই। যখন আমরাই স্থায়ী নই তাহলে আমাদের সমস্যাগুলো কীভাবে স্থায়ী হবে? আমাদের নিজেদেরই আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। এই সমস্যাটা কিছুই নয়, বরং ভুলে যান এটি। কারণ আমরাই তো থাকব না। শুধু যে এই ঝামেলাগুলো থাকবে না তা নয়, আমরাই থাকব না। আমাদেরই ফিরে যেতে হবে আল্লাহ পাকের কাছে।

সুতরাং যেকোনো বিপদে পড়লে অন্তর থেকে বলুন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা মহান আল্লাহর এবং তাঁর কাছেই ফিরে যাব। ইনশাআল্লাহ সাময়িক বিপদ আপনার জন্য হালকা হয়ে যাবে।

07/10/2025

ওস্তাদজীর বক্তব্য একদিন সরাসরি মাঠে বসে শুইনেন! আপনার আক্কেল দাঁত উঠে যাবে� কুরআন- হাদিসের কথা চলবে আর আপনি আড্ডা দিবেন সেটা চলবে না� শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ

  সম্পর্কে  #দশটি অজানা তথ্য১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মান...
07/06/2025

সম্পর্কে #দশটি অজানা তথ্য

১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি

শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।৭. টেকসই অনুশীলন:. বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।৯। ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন ধরণের অটোমোটিভ স্বাদ এবং বিলাসবহুল সেগমেন্টস সরবরাহ করে।

30/03/2025

تقبل الله منا ومنكم عيد الفطر
Eid
takaballahu minna wa minkum idul fitr

তাকাবাল্লাহু মিন্না ওয়া মিনকুম ইদুল ফিতর

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdur Rakib ibn Mirza 100 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share