09/10/2025
বিপদ-আপদ
কুরআনে মহান আল্লাহ শিখিয়েছেন বিপদে পড়লে বলতে হয়, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। যার অর্থ হলো, নিশ্চয় আমরা মহান আল্লাহর জন্য এবং তাঁর কাছেই ফিরে যাব (বাক্বারা, ১৫৬)।
ধরুন, আমি একটি প্রাইভেট কার ড্রাইভ করছি। একদম নতুন কেনা। কিন্তু কিছুক্ষণ পরেই গাড়িতে কোনো একটা সমস্যা দেখা গেল। বাধ্য হয়ে গাড়িটা সাইড করে রাস্তার পাশে রাখতে হলো। প্রচণ্ড রাগ হলো আমার। অনেকগুলো টাকা দিয়ে গাড়িটা কিনলাম, কীভাবে হতে পারে এমন কিছু? যরূরী কাজটা আজ মিস হয়ে যাচ্ছে। এই গরমে জ্যামের মাঝে আটকে আছি, ঐদিকে এসিটাও ঠিকভাবে কাজ করছে না। গাড়িটার উপর আমি বিরক্ত। কারণ আমার ধারণা অনুযায়ী আমিই এটার মালিক। গাড়িটা আমারই।
কিন্তু একজন সত্যিকারের মুমিন হিসাবে যেটা ভাবা উচিত তা হলো, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'। আমি নিজেকে মনে করিয়ে দিচ্ছি যে আমি আসলে কিছুরই মালিক নই, কোনো কিছুই আমার সম্পদ নয়। বরং আমি নিজেই অন্য কারও সম্পত্তি। আমি একমাত্র আল্লাহ্, তিনিই আমার মালিক। কোনো সন্দেহ নেই আমি তাঁরই জন্য। তাহলে আমি কীভাবে অভিযোগ করব কিছুর ব্যাপারে? আমি তো কিছুরই মালিক নই। দ্বিতীয় অংশ হলো, 'ওয়া ইন্না ইলাইহি রাজিউন'। কোনো সন্দেহ নেই তাঁর কাছেই আমরা ফিরে যাব।কেন এটা গুরুত্বপূর্ণ? কারণ আমি আপনি এই মুহূর্তে যেই বিপদেই থাকি না কেন, সেটা চিরস্থায়ী নয়! হোক সেটা টাকা-পয়সার সমস্যা, স্বাস্থ্যগত সমস্যা, পরিবার নিয়ে সমস্যা, ইমোশনাল সমস্যা, শারীরিক সমস্যা, যেটাই হোক। কোনোটাই চিরস্থায়ী নয়। কারণ আমি, আপনি, আমরা নিজেরাই চিরস্থায়ী নই। যখন আমরাই স্থায়ী নই তাহলে আমাদের সমস্যাগুলো কীভাবে স্থায়ী হবে? আমাদের নিজেদেরই আল্লাহ পাকের কাছে ফিরে যেতে হবে। এই সমস্যাটা কিছুই নয়, বরং ভুলে যান এটি। কারণ আমরাই তো থাকব না। শুধু যে এই ঝামেলাগুলো থাকবে না তা নয়, আমরাই থাকব না। আমাদেরই ফিরে যেতে হবে আল্লাহ পাকের কাছে।
সুতরাং যেকোনো বিপদে পড়লে অন্তর থেকে বলুন, ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা মহান আল্লাহর এবং তাঁর কাছেই ফিরে যাব। ইনশাআল্লাহ সাময়িক বিপদ আপনার জন্য হালকা হয়ে যাবে।