Freelancer Rony

Freelancer Rony Wellcome To may kingdom

It's not all about winning.Sometimes knowingly losing is important__
22/04/2024

It's not all about winning.

Sometimes knowingly losing is important__

🔰🔰সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে ভালোবাসার মত কাউকে পাবেন না।কিন্তু একবার সফল হয়ে গেলে এত বেশি ভালোবাসা পাবেন যে। সব ভালো...
21/03/2024

🔰🔰সফল হওয়ার আগ পর্যন্ত আপনাকে ভালোবাসার মত কাউকে পাবেন না।
কিন্তু একবার সফল হয়ে গেলে এত বেশি ভালোবাসা পাবেন যে। সব ভালোবাসার রিপ্লাই দেয়ার সময় ও পাবেন না।
সফল হওয়ার আগ পর্যন্ত নিজেকে নিজেই ভালোবাসতে হয় , কষ্টের উপর কষ্ট রেখে, দাঁতে দাঁত চেপে জেদ করে শুধু লেগে থাকতে হবে টার্গেট পূরণের আশায়।
আজ যারা বলছে :
''তোমাকে দিয়ে আর কিছুই হবে না '',
কাল আপনি সফল হলে পরশু আবার তারাই বলবে
"জানতাম তোমাকে দিয়েই হবে"।

তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হল সমস্ত হারের যোগ্য জবাব🙂
20/03/2024

তুমি জীবনে কতবার হেরেছ তাতে কিছু যায় আসে না, কারণ তোমার একটি জেতা হল সমস্ত হারের যোগ্য জবাব🙂

লাইফে আপনার একটাই কনসার্ন হওয়া উচিত ‘টাকা’। আপনার ভালো মানুষ হওয়ার দরকার নাই, ট্যালেন্ডেড হবারও দরকার নাই, কনসেপ্ট ক্লিয়...
10/03/2024

লাইফে আপনার একটাই কনসার্ন হওয়া উচিত ‘টাকা’। আপনার ভালো মানুষ হওয়ার দরকার নাই, ট্যালেন্ডেড হবারও দরকার নাই, কনসেপ্ট ক্লিয়ার আপনার হইতে হবে ধনী।

কাউরে একটা লাত্থি মাইরা তার মুখে এক বান্ডিল টাকা ছুইড়া মারবেন, সে আপনার মুর্তি বানায়ে পুজো করবে। টাকা ব্যতীত আপনার সকল অবদান মূল্যহীন। আবার কখনও দুহাতে টাকা দিয়েছেন এখন আপনার নেই, না দাদা তা হবেনা, আপনার দিয়েই যেতে হবে।

সম্মান, অবস্থান, ভালবাসা, মূল্যায়ন সব টাকা দিয়ে কেনা যায়। যারা বলে যায়না তাদের মুখেও এক বান্ডিল ছুড়ে মারুন, মুখ বন্ধ হয়ে যাবে।

সুজোগ এম্নিতেই আসে না, এটা তৈরি করে নিতে হয় ।
25/01/2024

সুজোগ এম্নিতেই আসে না, এটা তৈরি করে নিতে হয় ।

 #আলহামদুলিল্লাহ  #ফ্রিল্যান্সিং করে প্রথমবারের মতো কক্সবাজার ঘুরতে আসলাম বড় ভাইদের সাথে। সবাই আমার জন্য দোয়া করবেন যে...
22/01/2024

#আলহামদুলিল্লাহ #ফ্রিল্যান্সিং করে প্রথমবারের মতো কক্সবাজার ঘুরতে আসলাম বড় ভাইদের সাথে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন ভালো কিছু করতে পারি।

বেকারত্ব দূর করতে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। সঠিক ফ্রীল্যান্সিং সেক্টরে সুযোগ সবাই পায় না। আবার অনেকেই সুযোগ পেয়েও কাজে লাগাতে পারে না আফসোস।
নিজের জন্য সঠিক প্লাটফর্ম খুঁজে পেতে আমার অনেক কষ্ট করতে হয়েছে।
অথচ কিছু মানুষ আছে যারা সহজে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারে না শুধু আত্মবিশ্বাসের অভাবে।





#কক্সবাজার


NO RISK NO GAIN
20/01/2024

NO RISK
NO GAIN


07/01/2024

স্কিল ডেভেলপ করে ইনকাম

তোমার কাছে যদি ছয়মাস থেকে এক বছর সময় থাকে। তাহলে আমি বলবো তুমি ছোটখাটো একটা স্কিল ডেভেলপ কর। সেটা হতে পারে, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, প্রেজেন্টেশন তৈরি, এনিমেশন, ইত্যাদি।


সাফল্যের কোনও গোপন রহস্য নেই। এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল ।— কলিন পাওয়েল
01/01/2024

সাফল্যের কোনও গোপন রহস্য নেই। এটি প্রস্তুতি, কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল ।
— কলিন পাওয়েল

বাংলাদেশে যদি 'সাড়ে ছয়' লক্ষ ফ্রিল্যান্সার সফল হতে পারে তাহলে আপনি কেন পারবেন না। আপনি ও পারবেন💪তবে আপনার সঠিক সময়ে স...
29/11/2023

বাংলাদেশে যদি 'সাড়ে ছয়' লক্ষ ফ্রিল্যান্সার সফল হতে পারে তাহলে আপনি কেন পারবেন না।

আপনি ও পারবেন💪

তবে আপনার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকতে হবে।
আপনি চাকরিজীবী হন, বেকার হন, যে কোন পেশায় থাকেন না কেন।
যে কোন চাকরি করেন না কেন। চাইলে আপনিও একজন দক্ষ ফ্রিল্যান্সার হতে পারবেন। 😊
অযথা সময়টাকে নষ্ট না করে। আপনার মূল্যবান সময়টা কাজে লাগান।



Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Rony posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share