20/03/2024
কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং?
এটা সকলেরই প্রশ্ন যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্রথমেই একটি নির্দিষ্ট বিষয়ের ওপর দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আপনার যে কাজে আগ্রহ সব থেকে বেশি সে কাজটি বেছে নিতে পারেন।
এর ফলে আপনি কাজ করে যেমন মজা পাবেন, তেমন অনেক দূর যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সেক্টরটিতে। যেমন ধরুন আপনি ডিজিটাল মারকেটিং (Digital Marketing ) সেকশনটা বেছে নিলেন ফ্রিল্যান্সিং করার জন্য। এই কাজটি কিন্তু ক্রিয়েটিভ মানুষদের কাজ।
তো এটি বেছে নেওয়ার পূর্বেই আপনি দেখবেন যে, এই কাজটি আপনি কেমন পারছেন, কেমন আগ্রহ আপনার এই ডিজিটাল মারকেটিং ( Digital Marketing) এর উপর। যদি দেখেন সব কিছু ঠিকঠাক, সেক্ষেত্রে এটিকে নির্ধারিত করে এই রিলেটেড যত কাজ আছে সব শিখবেন। যেমন: ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ফেসবুক এডস ক্যাম্পেইন,ইন্সটাগ্রাম মারকেটিং ইত্যাদি আরো আছে।
এগুলো আপনি নিজে নিজেই গুগলে বা ইউটিউবে রিসোর্স করে খুঁজে সেখান থেকে দেখে শিখতে পারেন, আবার চাইলে বিভিন্ন কোর্স আছে অনলাইনে সেগুলোও করতে পারেন। পুরোটাই আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল।
তো কাজ শেখার পরে এবার কাজ করার পালা। কাজ করার জন্য আপনাকে প্রথমেই একটি ফ্রিল্যান্সিং প্লাটফর্মে (Freelancing Platform) একাউন্ট খুলতে হবে।
Translated English
How to start freelancing?
How to start freelancing is a question that everyone asks. So to enter this profession you need to master a specific subject first. In this case, you can choose the work that interests you the most.
As a result, you will enjoy working as much as you can go far in your desired sector. For example, suppose you choose the Digital Marketing section for freelancing. This work is the work of creative people.
So before choosing it, you will see how you can do this job, how interested you are in this digital marketing (Digital Marketing). If everything looks fine, then schedule it and learn all the related tasks. For example: data entry, lead generation, Facebook ads campaign, Instagram marketing etc.
You can find these resources yourself on Google or YouTube and learn from there, and if you want, there are various courses you can do online. It all depends on your desire.
So after learning to work, it's time to work. To work, you first need to open an account on a freelancing platform.