Freelancer Maruf

Freelancer Maruf Be a Freelancer, Not a Worker My Name Is Maruf Ahmed. I Am A Freelancer.I Am completing my Freelancing course in Future It Language Training Institute.

And I Am Work Side By Side. I Am the Elder Son In My Family. I Am Start My Freelancing Career In 2020.I Have Read And Write Class Upto 10. My Current Age Is 18+.I Have Opened A page. My Page Name Is Freelancer Maruf. Hope You All Will Follow This page.Thanks ❤️

Freelancer দের ১০ টি বৈশিষ্ট্যঃ১। সবকিছুর চাইতে Buyer Work বেশিগুরুত্বপূর্ণ মনে করেন। ২। এরা ঘুমায় সকাল ৭-৮ টায় উঠেসকাল ...
28/03/2024

Freelancer দের ১০ টি বৈশিষ্ট্যঃ
১। সবকিছুর চাইতে Buyer Work বেশি
গুরুত্বপূর্ণ মনে করেন।
২। এরা ঘুমায় সকাল ৭-৮ টায় উঠে
সকাল ১১-০১টায়।
৩। এদের প্রধান উক্তি, “Money Can Buy
Happiness"
৪। এরা ঘুঘুর মত একটানা 8-12 ঘন্টা
পিসির সামনে বসে থাকতে
পারবে।
৫। এরা খাবার ব্যতিত থাকতে
পারবে বাট নেট ব্যতিত ১ মিনিট
থাকতে পারবে না।
৬। কাজ করার সময় যদি এদেরকে চা/কফি
দেওয়া হয় সেগুলো কখন যে শরবত হয়ে
যায় এরা নিজেরাও জানে না।
৭। এরা সাধারনত শান্ত প্রকৃতির হয়।
৮। এদের মোবাইলে কখনোই চার্জ
থাকে না।
৯। এরা যখন কোন কাজ করে তখন যদি
এদের পাশে বিশ্বযুদ্ধও হয় তা বুঝতে
পারে না।
১০। যে কোন উপলক্ষ যে কোন বিশেষ
দিন সব দিনেই এরা কাজ করে।
❤️❤️❤️

23/03/2024

৫ টি ধাপ অনুসরণ করে।আপনি আপনার বিজনেস কে গ্রো করতে পারেন🌸💙

22/03/2024

Inshallah Jannat Is Our Final Destination🌸💙

ফ্রিল্যান্সিং এর কাজ কোন প্ল্যাটফর্ম এ করবেন?এরকম অনেক প্লাটফর্ম রয়েছে বর্তমানে। যেমন: Fiverr, Freelancer, Upwork ইত্যাদ...
21/03/2024

ফ্রিল্যান্সিং এর কাজ কোন প্ল্যাটফর্ম এ করবেন?

এরকম অনেক প্লাটফর্ম রয়েছে বর্তমানে। যেমন: Fiverr, Freelancer, Upwork ইত্যাদি। একাউন্ট খোলার পর সেটিকে সুন্দর করে সাজাতে হবে। যেমন ভাবে দোকানে বিভিন্ন পন্য সাজানো থাকে, ঠিক তেমন করেই আপনার করা কাজগুলো পোর্টফোলিও আকারে সাজিয়ে রাখতে হবে বিভিন্ন মার্কেটপ্লেস গুলোতে। এর পরে শুধু প্রথম কাজের জন্য অপেক্ষা।

আসলে প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই প্রথম ধাপটা একটু কষ্টকর হয়ে থাকে। ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রেও বিষয়টি ভিন্ন নয়। এক্ষেত্রেও প্রথম কাজটা পাওয়া একটু কষ্টসাধ্য। তবে কারো রেফারেন্সের মাধ্যমে কাজ পাওয়া অনেক সহজ এখানে। সেক্ষেত্রে আপনি পরিচিত কোনো ফ্রিল্যান্সারের সাহায্য নিতে পারেন।

বাংলাদেশে একটা বড় কমিউনিটি আছে ফ্রিল্যান্সারদের। সেখান থেকেও সাহায্য নিতে পারেন। প্রথম কাজ পাওয়া গেলে এর পর থেকে আর কাজের অভাব হয় না। তবে তার জন্য আপনাকে আপনার কাজের কোয়ালিটি বজায় রাখতে হবে, আপনাকে আপনার ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে হবে।

Translated English

Which platform to do the work of freelancing?

There are many such platforms currently. Eg: Fiverr, Freelancer, Upwork etc. After opening the account, it needs to be nicely decorated. In the same way that different products are arranged in the shop, in the same way you have to organize your work in the form of a portfolio in different marketplaces. After that just waiting for the first job.

In fact, in every work, the first step is a bit difficult. Freelancing is no different. In this case too, getting the first job is a bit difficult. But getting a job through someone's reference is much easier here. In that case you can take the help of a known freelancer.

Bangladesh has a large community of freelancers. You can also take help from there. Once you get the first job, there is no shortage of jobs after that. But for that you have to maintain the quality of your work, you have to satisfy your client.

কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং? এটা সকলেরই প্রশ্ন যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্র...
20/03/2024

কিভাবে শুরু করবেন ফ্রিল্যান্সিং?
এটা সকলেরই প্রশ্ন যে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করবেন। তো এই পেশায় ঢোকার জন্য আপনাকে প্রথমেই একটি নির্দিষ্ট বিষয়ের ওপর দক্ষতা অর্জন করতে হবে। এক্ষেত্রে আপনার যে কাজে আগ্রহ সব থেকে বেশি সে কাজটি বেছে নিতে পারেন।

এর ফলে আপনি কাজ করে যেমন মজা পাবেন, তেমন অনেক দূর যেতে পারবেন আপনার কাঙ্ক্ষিত সেক্টরটিতে। যেমন ধরুন আপনি ডিজিটাল মারকেটিং (Digital Marketing ) সেকশনটা বেছে নিলেন ফ্রিল্যান্সিং করার জন্য। এই কাজটি কিন্তু ক্রিয়েটিভ মানুষদের কাজ।

তো এটি বেছে নেওয়ার পূর্বেই আপনি দেখবেন যে, এই কাজটি আপনি কেমন পারছেন, কেমন আগ্রহ আপনার এই ডিজিটাল মারকেটিং ( Digital Marketing) এর উপর। যদি দেখেন সব কিছু ঠিকঠাক, সেক্ষেত্রে এটিকে নির্ধারিত করে এই রিলেটেড যত কাজ আছে সব শিখবেন। যেমন: ডাটা এন্ট্রি, লিড জেনারেশন, ফেসবুক এডস ক্যাম্পেইন,ইন্সটাগ্রাম মারকেটিং ইত্যাদি আরো আছে।

এগুলো আপনি নিজে নিজেই গুগলে বা ইউটিউবে রিসোর্স করে খুঁজে সেখান থেকে দেখে শিখতে পারেন, আবার চাইলে বিভিন্ন কোর্স আছে অনলাইনে সেগুলোও করতে পারেন। পুরোটাই আপনার ইচ্ছার উপরে নির্ভরশীল।

তো কাজ শেখার পরে এবার কাজ করার পালা। কাজ করার জন্য আপনাকে প্রথমেই একটি ফ্রিল্যান্সিং প্লাটফর্মে (Freelancing Platform) একাউন্ট খুলতে হবে।

Translated English

How to start freelancing?
How to start freelancing is a question that everyone asks. So to enter this profession you need to master a specific subject first. In this case, you can choose the work that interests you the most.

As a result, you will enjoy working as much as you can go far in your desired sector. For example, suppose you choose the Digital Marketing section for freelancing. This work is the work of creative people.

So before choosing it, you will see how you can do this job, how interested you are in this digital marketing (Digital Marketing). If everything looks fine, then schedule it and learn all the related tasks. For example: data entry, lead generation, Facebook ads campaign, Instagram marketing etc.

You can find these resources yourself on Google or YouTube and learn from there, and if you want, there are various courses you can do online. It all depends on your desire.

So after learning to work, it's time to work. To work, you first need to open an account on a freelancing platform.

কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে? অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং করতে পারবো? কি কি জিনিস দরকার ...
18/03/2024

কি কি দক্ষতা লাগবে ফ্রিল্যান্সিং করতে?
অনেকেরই কনফিউশন থাকে যে আসলেই কি আমি ফ্রিল্যান্সিং করতে পারবো? কি কি জিনিস দরকার এই কাজের জন্য? আসলে সত্যি কথা বলতে তেমন কিছুই লাগবে না আপনাকে এই পেশা শুরু করার জন্য। মূলত যে জিনিস গুলো আপনার লাগবে সেগুলো হলো ইচ্ছাশক্তি, ধৈর্য্য, প্র‍্যাকটিস এবং ভেঙে পড়া যাবে না। এগুলো থাকলেই আপনি এই সেক্টরে নিমিষেই সফল হবেন।

এর পাশাপাশি আপনার দরকার হবে ক্লায়েন্টের সাথে যোগাযোগের দক্ষতা এবং কাজ চালানোর মতো ইংরেজি জানা।ইংরেজি জানা বলতে এখন হচ্ছে ডিজিটাল যুগ ইংরেজি শিখা বা ইংরেজি বলা অনেক সহজ।ইংরেজি বলা বা শিখার জন্য ব্যবহার করতে পারেন।গুগল ট্রান্সলেটর।পাশাপাশি ইন্টারনেট সম্পর্কিত ভালো ধারনা ও গুগল এবং ইউটিউব থেকে বিভিন্ন রিসোর্স খুঁজে বের করার দক্ষতা এক্ষেত্রে আপনাকে অনেক সহায়তা করবে। এই ছিল মুলত প্রয়োজনীয় বিষয়াবলী যা আপনাকে ফ্রিল্যান্সিং এর জন্য যোগ্য করে তুলবে।

Translated English

What skills do you need to do freelancing?
Many people have confusion that can I really do freelancing? What things are needed for this job? In fact, to be honest, you don't need much to start this profession. Basically the things you need are will power, patience, practice and not to be broken. If you have these you will be successful in this sector in no time.

Apart from this, you need to have good communication skills with clients and working English skills. Knowing English means learning English or speaking English is very easy in the digital age. You can use Google translator for speaking or learning English. Also, good idea about internet and Google And the ability to find various resources from YouTube will help you a lot in this regard. These were the basic essentials that will qualify you for freelancing.

সফলতা এমনি আসেনা।💙সফল হতে চাইলেথেমে গেলে চলবে না। যতক্ষন সফল না হচ্ছো ততক্ষন কাজ করো🌸
16/03/2024

সফলতা এমনি আসেনা।💙
সফল হতে চাইলে
থেমে গেলে চলবে না। যতক্ষন সফল না হচ্ছো ততক্ষন কাজ করো🌸

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে ব...
15/03/2024

ফ্রিল্যান্সিং কি? (What is Freelancing?)

ফ্রিল্যান্সিং (Freelancing) মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারবেন। এটি সাধারন চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এখানে আপনি আপনার স্বাধীন মতো কাজ করতে পারবেন।

দেখা গেলো আপনার এখন কাজ করতে ইচ্ছা করছে না; আপনি করবেন না। যখন ইচ্ছা করবে তখন আবার চাইলেই করতে পারবেন। ধরাবাঁধা কোনো অফিস টাইম নেই। এরপরে এখানে আপনার নির্দিষ্ট কোনো ইমপ্লয়ার (Employer) নেই। যখন যে বায়ারের কাজ নিবেন তখন সে-ই আপনার ইমপ্লয়ার (Employer)।

সাধারন চাকরি থেকে এখানে আরেকটি বিষয়-এর ভিন্নতা আছে। সেটি হলো কাজের স্থান। ফ্রিল্যান্সিং (Freelancing) এর নির্দিষ্ট কোনো অফিস নেই। মূলত আপনার বাড়িই হচ্ছে আপনার অফিস।

এখানে বসেই আপনি বিভিন্ন দেশের বায়ারদের সাথে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সিং (Freelancing) এর ক্ষেত্রে খুব সহজেই সরকারি বেসরকারি অনেক চাকরির থেকে বেশি বেতনে কাজ করতে পারবেন আপনার যদি যথেষ্ট পরিমাণে দক্ষতা থাকে।

এটা আমরা সবাই জানি যে, আমাদের দেশে দক্ষতার কদর হয় না সেভাবে; কিন্তু বাইরের দেশ গুলোতে হয়। আপনি সেসব দেশের বায়ারদের সাথে কাজ করে বাংলাদেশের তুলনায় দ্বিগুণ/তিনগুণ অর্থ উপার্জন করতে পারেন।

ধন্যবাদ🌸💙

Translated To English

What is Freelancing? (What is Freelancing?)

Freelancing is basically a profession where you can earn money by doing various types of work through the internet. It's like a normal job, but the difference is that you can work as your freelancer.

It appears you don't want to work now; you don't You can do it again whenever you want. There are no fixed office hours. Then you don't have any specific employer here. When you take the work of the buyer, then he is your employer (Employer).

Here is another thing different from normal jobs. That is the place of work. Freelancing does not have a specific office. Basically your home is your office.

Here you can work with buyers from different countries. In the case of freelancing, you can easily earn more than many government and private jobs if you have enough skills.

We all know that skill is not valued in our country; But in foreign countries. You can earn double/triple money by working with buyers from those countries compared to Bangladesh.

Thank you🌸💙

আমি কি ফ্রিল্যান্সিং পারবো?🤔আমার ফ্যামিলি তো রাজি হবে না☹️আমার কাছে তো কোনো টাকা নাই🥲তাহলে আমি কেমনে ফ্রিল্যান্সিং করব??...
22/01/2024

আমি কি ফ্রিল্যান্সিং পারবো?🤔

আমার ফ্যামিলি তো রাজি হবে না☹️

আমার কাছে তো কোনো টাকা নাই🥲

তাহলে আমি কেমনে ফ্রিল্যান্সিং করব???😢

ফ্রিল্যান্সিং করতে লাগে শুধু ধৈর্য আর কাজ করার প্রবল ইচ্ছা। যদি আপনার এই ২টা জিনিস থাকে তাহলে আপনি ফ্রিলান্সার হতে পারবেন ইনশাআল্লাহ।

আর ফ্যামিলি মানবে না এটাই স্বাভাবিক। কারণ,তাদের এই বিষয়ে কোনো ধারণাই নেই। তাদেরকে ভালো করে বুঝাতে হবে। তাহলে তারা অবশ্যই বুঝবে।

আর টাকা নেই। না থাকাটা স্বাভাবিক। কারণ,টাকা থাকলে তো আর কাজ করতেন না। কষ্ট, শ্রম আর ধৈর্য ছাড়া ভালো কিছু করা সম্ভব না। জীবনে Risk নিতে শিখুন🥰দেখবেন জীবন আপনাকে অনেক ভালো কিছু Feedback দিবে।🥰

সুযোগগুলি ঘটবে না, আপনি তাদের তৈরি করুন।" আপনার ক্ষেত্র বা কুলুঙ্গি যাই হোক না কেন ফ্রিল্যান্সিং একটি কঠোর পরিশ্রম।  আপন...
01/01/2024

সুযোগগুলি ঘটবে না, আপনি তাদের তৈরি করুন।"

আপনার ক্ষেত্র বা কুলুঙ্গি যাই হোক না কেন ফ্রিল্যান্সিং একটি কঠোর পরিশ্রম। আপনি যখন আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করেন, তখন এর একটি বড় অংশ নিজেকে কীভাবে বিক্রি করতে হয় তা জানা এবং একটি ভাল পোর্টফোলিও তৈরি করা। এটি সুযোগ, চাকরি এবং নেটওয়ার্কিংয়ের জন্য ঘন্টার পর ঘন্টা ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে। আপনি যদি সফল হতে চান তবে এটি কঠোর পরিশ্রম যা আপনাকে করতে ইচ্ছুক হতে হবে।

ক্লায়েন্টরা আপনাকে খুঁজতে আসার আগে এটি কিছুটা সময় হতে পারে, তাই ততক্ষণ পর্যন্ত আপনাকে যেতে হবে এবং পরিবর্তে তাদের সন্ধান করতে হবে। আপনার নিজের সুযোগ তৈরি করুন!❤️



অপেশাদাররা বসে অনুপ্রেরণার জন্য অপেক্ষা করে, আমরা বাকিরা উঠে কাজে যাই।এই উদ্ধৃতিটির অর্থ একটি সফল ফ্রিল্যান্সারকে কী করে...
31/12/2023

অপেশাদাররা বসে অনুপ্রেরণার জন্য অপেক্ষা করে, আমরা বাকিরা উঠে কাজে যাই।

এই উদ্ধৃতিটির অর্থ একটি সফল ফ্রিল্যান্সারকে কী করে তোলে তার সারমর্মে নেমে আসে: কাজ করার শৃঙ্খলা এবং কাজ চালিয়ে যাওয়া।

কখনও কখনও আপনি কাজ করতে অনুপ্রাণিত বোধ করতে পারেন। যদিও কিছু লোক কেবল কিছুই করে না এবং তাদের কাছে অনুপ্রেরণা পাওয়ার জন্য অপেক্ষা করে, সেরা ফ্রিল্যান্সাররা জানেন যে উত্পাদনশীলতার গোপনীয়তা কেবল অব্যাহত রাখা। 'করতে' যা আপনাকে চালিয়ে যেতে অনুপ্রাণিত করে!



আপনি যেই কাজই করতে যান না কেনো আপনার পিছনে সমালোচক থাকবেই!!অনর্থক কথা বলার অনেক মানুষ পাবেন, কিন্তু কাজে বিশ্বাসী মানুষ ...
29/12/2023

আপনি যেই কাজই করতে যান না কেনো আপনার পিছনে সমালোচক থাকবেই!!
অনর্থক কথা বলার অনেক মানুষ পাবেন, কিন্তু কাজে বিশ্বাসী মানুষ একজন পাবেন না।
এতে হতাশ না হয়ে নিজের কাজকে নিয়ে সামনে এগোতে হবে, তবেই সফলতা আসবেই আসবে ইনশাল্লাহ্।
মনে রাখতে হবে আপনাকে নিয়ে যদি সমালোচনা বেশি হয় তাহলে আপনি সফলতার দিকে যাচ্ছেন... 😊
(Trust in Allah he knows everything and he is the best planner. 💞)
পরিশেষে একটাই কথা-- চাকরি নয় ফ্রিল্যান্সার হও🥰❤️

Address

Kazipur
Sirajganj
6710

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Maruf posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share