
28/10/2024
বিভিন্ন সূত্রমতে আর কিছুক্ষণের মধ্যেই ব্যালন ডি ওর উঠতে চলেছে স্প্যানিশ মিডফিল্ডার রড্রির হাতে। স্পেন কে ইউরো জিতিয়ে হয়েছেন প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্ট। সিটি তে পারফর্ম করেছেন নিয়মিত, জিতিয়েছেন বিভিন্ন শিরোপা।
কিন্তু রদ্রীর ক্লাব পার্ফরমেন্স থেকেও রদ্রীকে ব্যালন রেস এ এগিয়ে রাখছে তার ইউরো প্যারফরমেন্স। ইউরোর অসাধারণ পার্ফরমেনস এর জন্য টুর্নামেন্ট সেরার খেতাব যে তার।
কিন্তু ব্যালন ডি ওর শর্টলিষ্ট এ জায়গা হয়নি রদ্রির সাথে একই পজিশনে পারফর্ম করা ফাবিয়ান রুইজ। গুরুত্বপুর্ন ম্যাচ গোল অবদান রাখা সহ ছিলেন পুরো ইউরোতে অনবদ্য। নিচে তাদের ২ জনের ইউরোতে পারফরমেন্স দেখানো হলো