22/05/2023
মেলা! মেলা! মেলা!!!
শুরু হতে যাচ্ছে, প্রায় চারশত বছরের অধিক পুরনো ঐতিহ্যবাহি বগুড়ার শেরপুরের কেল্লাপোষি মেলা। মেলাটি বগুড়া জেলার, শেরপুর উপজেলা হতে ৪ কিলোমিটার পশ্চিমে কেল্লা ও পোষি নামক দুই গ্রামের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হয়।
কথিত আছে ১৫৫৬ খ্রিস্টাব্দের দিকে বৈরাগ নগরের বাদশা সেকেন্দার এর ছিল এক পুত্র গাজী মিয়া ও দত্তকপুত্র কালু মিয়া। গাজী মিয়া দেখতে ছিলেন সুদর্শন। একদা তারা দুজন রাজ্যের মায়া ত্যাগ করে ফকির সন্যাসীর বেশে দেশ-দেশান্তরে ঘুরতে ঘুরতে ব্রাহ্মণনগরে এসে পৌছান। সেখানে ব্রাহ্মণ্ রাজমুকুটের একমাত্র কণ্যা চম্পার সাথে গাজী মিয়ায় গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। মুকুটরাজ তা জানতে পারলে গাজী মিয়াকে বন্দি করে।
অন্যদিকে কালুমিয়া ভাই গাজী মিয়াকে উদ্ধার করার জন্য কেল্লাপোষি নামক স্থানে দুর্গ নির্মান করেন। যুদ্ধ করে গাজী মিয়াকে উদ্ধার ও ব্রাহ্মণ্য রাজকন্যা চম্পার সাথে নিজ ভাইয়ের বিবাহের আয়োজন করেন। এসময় কেল্লাপোষী নামক স্থানে লাল নিশান উরিয়ে জামাইবরন মেলার আয়োজন করা হয়। দিনটি ছিল জৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার। এরই ধারাবাহিকতায় আজ পর্যন্ত দিনটিতে কেল্লাপোষি নামক স্থানে আয়োজন করা হয় তিনদিন ব্যাপি জামাইবরন মেলা।
(Collected)