Ashikur Rahman

Ashikur Rahman Photographer

মেলা! মেলা! মেলা!!!শুরু হতে যাচ্ছে, প্রায় চারশত বছরের অধিক পুরনো ঐতিহ্যবাহি বগুড়ার শেরপুরের কেল্লাপোষি মেলা। মেলাটি বগুড়...
22/05/2023

মেলা! মেলা! মেলা!!!
শুরু হতে যাচ্ছে, প্রায় চারশত বছরের অধিক পুরনো ঐতিহ্যবাহি বগুড়ার শেরপুরের কেল্লাপোষি মেলা। মেলাটি বগুড়া জেলার, শেরপুর উপজেলা হতে ৪ কিলোমিটার পশ্চিমে কেল্লা ও পোষি নামক দুই গ্রামের কেন্দ্রস্থলে অনুষ্ঠিত হয়।
কথিত আছে ১৫৫৬ খ্রিস্টাব্দের দিকে বৈরাগ নগরের বাদশা সেকেন্দার এর ছিল এক পুত্র গাজী মিয়া ও দত্তকপুত্র কালু মিয়া। গাজী মিয়া দেখতে ছিলেন সুদর্শন। একদা তারা দুজন রাজ্যের মায়া ত্যাগ করে ফকির সন্যাসীর বেশে দেশ-দেশান্তরে ঘুরতে ঘুরতে ব্রাহ্মণনগরে এসে পৌছান। সেখানে ব্রাহ্মণ্ রাজমুকুটের একমাত্র কণ্যা চম্পার সাথে গাজী মিয়ায় গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। মুকুটরাজ তা জানতে পারলে গাজী মিয়াকে বন্দি করে।
অন্যদিকে কালুমিয়া ভাই গাজী মিয়াকে উদ্ধার করার জন্য কেল্লাপোষি নামক স্থানে দুর্গ নির্মান করেন। যুদ্ধ করে গাজী মিয়াকে উদ্ধার ও ব্রাহ্মণ্য রাজকন্যা চম্পার সাথে নিজ ভাইয়ের বিবাহের আয়োজন করেন। এসময় কেল্লাপোষী নামক স্থানে লাল নিশান উরিয়ে জামাইবরন মেলার আয়োজন করা হয়। দিনটি ছিল জৈষ্ঠ মাসের দ্বিতীয় রবিবার। এরই ধারাবাহিকতায় আজ পর্যন্ত দিনটিতে কেল্লাপোষি নামক স্থানে আয়োজন করা হয় তিনদিন ব্যাপি জামাইবরন মেলা।
(Collected)

18/05/2023

17/05/2023

আমি আপনার সহানুভূতি হারিয়েছি।😢🥲

Ashikur Rahman

ইতি, প্রেয়সী!🥺💙Vamos Argentina⭐⭐⭐
17/05/2023

ইতি, প্রেয়সী!🥺💙

Vamos Argentina⭐⭐⭐

আরো এক কিংবদন্তীর বিদায়।স্বাস্থ্য খাতের এক নক্ষত্র । গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণ পুরুষ, প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী...
11/04/2023

আরো এক কিংবদন্তীর বিদায়।
স্বাস্থ্য খাতের এক নক্ষত্র । গণস্বাস্থ্য কেন্দ্রের প্রাণ পুরুষ, প্রতিষ্ঠাতা ডা.জাফরুল্লাহ চৌধুরী ১১ এপ্রিল (মঙ্গলবার) আনুমানিক রাত ১০:৪০ মি. এ গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন...

আপনি গণমানুষের অন্তরে বেঁচে থাকবেন চিরকাল।

আল্লাহ তা'য়ালা সকল গুনাহ মাফ করে জান্নাতুল ফেরদৌসের উচ্চতর মাকাম দান করুন।
আমিন🤲

- এবার বিয়ে ঠেকায় কে...!😳🤨
04/04/2023

- এবার বিয়ে ঠেকায় কে...!😳🤨

চাঁদের আলোতে রাতের নৈসর্গিক পরিবেশ যেমন দৃষ্টিনন্দন, চিত্তাকর্ষক তেমনি উপভােগ্য হয়ে ওঠে ।💙
03/04/2023

চাঁদের আলোতে রাতের নৈসর্গিক পরিবেশ যেমন দৃষ্টিনন্দন, চিত্তাকর্ষক তেমনি উপভােগ্য হয়ে ওঠে ।💙

02/04/2023

খাওয়া বেশি হয়ে গেছে একটু! 🙂

আহা! কত সুন্দর গোধূলী লগ্ন, তাতে শুধু তুমি আর আমি থাকি মগ্ন।💙💞📸:Ashikur Rahman Device:Vivo Y19
02/04/2023

আহা!
কত সুন্দর গোধূলী লগ্ন,
তাতে শুধু তুমি আর আমি থাকি মগ্ন।💙💞
📸:Ashikur Rahman
Device:Vivo Y19

26/03/2023

সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা🇧🇩🇧🇩

হালাল সবসময়ই সুন্দর!💙🤍তোমার~আমারও এরকম মুহূর্ত আসুক!🥰
26/03/2023

হালাল সবসময়ই সুন্দর!💙🤍
তোমার~আমারও এরকম মুহূর্ত আসুক!🥰

Address

Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ashikur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ashikur Rahman:

Share

Category