Tayeb Rahman

Tayeb Rahman Hello.It's Tayeb Rahman.I am a student But I have another life which is based online. Hope you have a nice experience. Hello. I'm Tayeb Rahman. We are 3 brother's.

Because,I am working to acquire different skills which will benefit me in future.As I am a student,my hobby is creating new things. My parents name are Md.Rafiqul Islam and Mst.Taslima Khatun. I've 5 member in my family. I'm the little of them. I read in class nine with new curriculum. My hobby is create a new some, photographs and reading books for achive some new idea. So I'm also learning about

ICT. I've already learn Adobe Creative's some skills. Adobe Photoshop, Adobe Illustrator, Adobe Light room, Adobe UI-UX and other of Ms Word,Ms Exel,Ms Power point etc. I've already achieved enough experience with work many people. I will always try to post and share my work with you.

ধুতরা ফুল!😄
20/09/2025

ধুতরা ফুল!😄

20/09/2025
19/09/2025

👉আগে সম্পূর্ণ পড়েন পরে মন্তব্য(কমেন্ট) করেন।

বর্তমান যুগের নেতার মতে:"নেতাই কি সবসময় সেবা দিবে? নেতার কি কোন সুযোগ সুবিধাই নাই? নেতারা তো সবসময় আগেই থাকে। নেতাদের সবসময় আগে স্থান তারপরে জনগণের। নেতাদের অভাব আগে দেখতে হবে পরে জনগণের। না হলে তো কাজে ফোকাসই করতে পারবে না।দেশের উন্নতি কীভাবে হবে? "

হায় আফসোস। অথচ তারা জানে না ইসলামের মহান খলিফা উমরের কথা, যে কিনা খেলাফতের দায়িত্ব সামলাতে সামলাতে নিজের পরিবারকে ক্ষুধার কুয়োতে অর্পিত করেছিলো।সবসময় রাষ্ট্রের কথা ভাবতে আর রাষ্টের উন্নয়নে কাজ করতে করতে বুঝেই উঠেনি তারা কতটা দরিদ্রতার মধ্যে যাচ্ছে তবুও রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে কখনো ভোগবিলাসী হওয়ার চিন্তাই মাথায় আসেনি।দেশের জনগণের ইচ্ছায় শেষ পর্যন্ত বাধ্য হন রাষ্ট্রীয় ভাতা চালু করতে। যদিও তা শুধু জীবন যাপন কোনরকমে চালিয়ে যাবার জন্য। আমাদের নেতারা কি জানে না? হজরত আবু বকর ,হজরত উসমান বা হজরত আলী রা: এর কথা ? তাদের কি হজরত মুহাম্মদ (সঃ) এর কথা মনে নেই? তারা কি জানে না? মৃত্যু তাদেরও হবে। কিয়ামতের ভয় কি তারা জ্ঞাপন করে না? আল্লাহ যেদিন তাদেরকে তাদের আমানত ভঙ্গের শাস্তি দেবেন।

আল্লাহ আমাদের দেশের দায়িত্ব এমন নেতাদের হাতে দিন যারা মৃত্যুর ভয় করে। যারা মুহাম্মদ সঃ এর আদর্শে চলে।যারা উমরের ইতিহাস জানে।

রাসূল (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি বিনা কারণে তিন জুমা ত্যাগ করে, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন।" (তিরমিযি)
19/09/2025

রাসূল (সাঃ) বলেছেন, "যে ব্যক্তি বিনা কারণে তিন জুমা ত্যাগ করে, আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন।" (তিরমিযি)

18/09/2025

সময় আর হায়াতের
অপচয় করা ছাড়া তেমন কিছুই করা হলো না।😥

16/09/2025

আমি কেন লুকিয়ে থাকি তুমি তো জানতে চাও তাই না? শোনো তাহলে,
আমার প্রশ্নে খুব ভয় হয়। যদি তুমি আমাকে না দেখতে পাও তাহলে কাকে প্রশ্ন করবে?

14/09/2025

ধরুন, আপনি একটা অফিসে চাকরি করেন।আপনাকে সপ্তাহে ৪ টা কাজ দেওয়া হলো, আপনার ২ টা কাজ করতে খুবই ভালো লাগে কিন্তু বাকী দুইটা আপনার করতেই মন চায় না। তো আপনি দুইটা কাজ ১০০ শে ১০০ এর মতো করলেন এবং বাকী দুইটাই হাতই দিলেন না। সপ্তাহ শেষ, আপনার বস এসে আপনার প্রগ্রেস জানতে চাইল । কাজের কি অবস্থা? আপনি বললেন দুইটা ১০০% শেষ। আপনার বস বললেন বাকী দুইটা? আপনি বললেন, ওই দুইটা আমার পছন্দ না আমি করতে পারবো না। তাহলে একবার ভাবুন তো আপনার চাকরির ভবিষ্যত কি? অবশ্যই আপনার চাকরি টা যাওয়ার সম্ভাবনা অনেক বেশী। এখন কথা হলো আমি কি বলতে চাচ্ছি? আমি বলতে চাচ্ছি যে ধরেন আপনার ৪ টা কাজ আছে কিন্তু আপনি দুইটা খুব ভালো পারেন আর দুইটা পারেনই না। তাই জন্য আপনি শুধু দুইটাই কইরেন না। আপনি চারটাই করুন। ৬০/৭০% কমপ্লিট করতে পারলে তা অবশ্যই দুইটা সম্পূর্ণ কমপ্লিট করে দুইটা বাকী রাখার চেয়ে অনেক বেশী উত্তম ও কার্যকরী।হয়তোবা ক্ষেত্রবিশেষ সবগুলো শেষ করার পরিমাণ কমও হতে পারে কিন্তু আপনি সবগুলোই করেন।

27/08/2025

I need a break.

"হে প্রেম, হে ভুবন-ভরা,হে মহাশক্তি, হে মহামায়া…"— প্রেম  (কাজী নজরুল ইসলাম) #ভালোবাসা  #কবিতারলাইন         #মহাশক্তি  #...
25/08/2025

"হে প্রেম, হে ভুবন-ভরা,
হে মহাশক্তি, হে মহামায়া…"
— প্রেম (কাজী নজরুল ইসলাম)

#ভালোবাসা #কবিতারলাইন
#মহাশক্তি #মহামায়া

19/08/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ

> “মানুষের উপর এমন এক সময় আসবে যে, তখনকার একজন মানুষ সকালে মুমিন থাকবে আর সন্ধ্যায় কাফির হয়ে যাবে, আবার সন্ধ্যায় মুমিন থাকবে আর সকালে কাফির হয়ে যাবে। সে তার দুনিয়ার সামান্য স্বার্থের বিনিময়ে তার দ্বীন বিক্রি করে দেবে।”
(সহীহ মুসলিম, হাদিস নং 118)

ভালোবাসা হল এমন এক ভাষা যা হৃদয় দিয়ে পড়তে হয়, চোখের ভাষায় বুঝতে হয়।
18/08/2025

ভালোবাসা হল এমন এক ভাষা যা হৃদয় দিয়ে পড়তে হয়, চোখের ভাষায় বুঝতে হয়।





Address

Parulkandi, Kazipur
Sirajganj
6710

Alerts

Be the first to know and let us send you an email when Tayeb Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tayeb Rahman:

Share