
02/06/2025
আমার এক স্টুডেন্ট এর দাদী আমাকে পছন্দ করতোনা কারণ, আমি কেনো বিয়ে করতেছিনা! কিন্তু উনাকে আমার অনেক পছন্দ ছিল কারণ, এক গ্রীষ্মের বিকেলে দাদীজান ডাইনিং থেকে রুমে যেতে যেতে গরমের জন্য বলেছিলেন- এই স্যা/টা/ভা/ঙা গরম শইলে আর সইহ্য হয়না। স্টুডেন্ট এর মা অনেক লজ্জা পেয়েছিল, স্টুডেন্ট মুখ চেপে হাসতেছিল আর আমি তখন মুগ্ধ হচ্ছিলাম কারণ, গরমের যন্ত্রণায় আমি ছিলাম বিরক্ত কিন্তু ভদ্রতার খাতিরে স্যা/টা/ভা/ঙা গরম বলতে পারিনাই।
সেদিন বাসায় এসে আমি অনেক্ষণ হাসছি। এইযে এখন আমি গরমকে স্যা/টা/ভা/ঙা গরম বলি, এতে সেই দাদীর অবদান অনেক!
সে যাইহোক, গতদিন আমি সেই স্টুডেন্ট এর বাসায় পড়াতে যাই। তো স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম তোমার দাদী কই। ও বললো মিস, দাদীর মেজাজ খারাপ। আমি বললাম কেনো কি হইছে? স্টুডেন্ট বললো, দাদী আজকে নিচের সবজিওয়ালাকে পঁচা কথা বলছে, আর এটা নিয়ে আম্মু আর দাদীর রাগারাগি হইছে। আমি ভাবলাম জিজ্ঞেস করবো কি নিয়ে রাগারাগি হয়েছে! এটা ভাবতে ভাবতে স্টুডেন্ট বললো, তার দাদী নাকি নিচে কি এক সবজির দাম শুনে সবজিওয়ালাকে বলছে, তোমার স্যা/টা ভাঙবো। সবজির দাম আমরা জানিনা ভাবছো?
আমি আবারও দাদীর উপর মুগ্ধ হলাম!🙂🥲
©️
Follow please Golpo Khor\গল্প খোর シ︎