Golpo Khor\গল্প খোর シ︎

Golpo Khor\গল্প খোর シ︎ নতুন নতুন অনু গল্প পড়তে
এই পেইজটা লাইক/ফলো করতে পারেন ☺️🥰

আমার এক স্টুডেন্ট এর দাদী আমাকে পছন্দ করতোনা কারণ, আমি কেনো বিয়ে করতেছিনা! কিন্তু উনাকে আমার অনেক পছন্দ ছিল কারণ, এক গ্র...
02/06/2025

আমার এক স্টুডেন্ট এর দাদী আমাকে পছন্দ করতোনা কারণ, আমি কেনো বিয়ে করতেছিনা! কিন্তু উনাকে আমার অনেক পছন্দ ছিল কারণ, এক গ্রীষ্মের বিকেলে দাদীজান ডাইনিং থেকে রুমে যেতে যেতে গরমের জন্য বলেছিলেন- এই স্যা/টা/ভা/ঙা গরম শইলে আর সইহ্য হয়না। স্টুডেন্ট এর মা অনেক লজ্জা পেয়েছিল, স্টুডেন্ট মুখ চেপে হাসতেছিল আর আমি তখন মুগ্ধ হচ্ছিলাম কারণ, গরমের যন্ত্রণায় আমি ছিলাম বিরক্ত কিন্তু ভদ্রতার খাতিরে স্যা/টা/ভা/ঙা গরম বলতে পারিনাই।

সেদিন বাসায় এসে আমি অনেক্ষণ হাসছি। এইযে এখন আমি গরমকে স্যা/টা/ভা/ঙা গরম বলি, এতে সেই দাদীর অবদান অনেক!

সে যাইহোক, গতদিন আমি সেই স্টুডেন্ট এর বাসায় পড়াতে যাই। তো স্টুডেন্টকে জিজ্ঞেস করলাম তোমার দাদী কই। ও বললো মিস, দাদীর মেজাজ খারাপ। আমি বললাম কেনো কি হইছে? স্টুডেন্ট বললো, দাদী আজকে নিচের সবজিওয়ালাকে পঁচা কথা বলছে, আর এটা নিয়ে আম্মু আর দাদীর রাগারাগি হইছে। আমি ভাবলাম জিজ্ঞেস করবো কি নিয়ে রাগারাগি হয়েছে! এটা ভাবতে ভাবতে স্টুডেন্ট বললো, তার দাদী নাকি নিচে কি এক সবজির দাম শুনে সবজিওয়ালাকে বলছে, তোমার স্যা/টা ভাঙবো। সবজির দাম আমরা জানিনা ভাবছো?

আমি আবারও দাদীর উপর মুগ্ধ হলাম!🙂🥲
©️

Follow please Golpo Khor\গল্প খোর シ︎

08/05/2025

আমাদের দেশে যু-দ্ধ হইলে আমার মা বলবে আরো টিপ মোবাইল, তোর মোবাইল টিপার কারণেই এই যু-দ্ধ লাগছে।🙂

12/03/2025

একদিন নববিবাহিত স্বামী-স্ত্রী মিলে একটি অদ্ভুত সিদ্ধান্ত নিলো যে আজ কেউ ঘরের দরজা খুলবে না।
যে প্রথমে খুলবে সে এই খেলায় হেরে যাবে।
দু'জনে দরজা আটকে ভেতরে বসে রইলো।

প্রথমে বাবা স্বামীর বাবা এসে দরজায় নক করলো। সে দরজা খুলতে গিয়ে তার সেই খেলার কথা মনে পড়ে গেলো।
স্বামী-স্ত্রী একে অন্যের মুখের দিকে তাকিয়ে রইলো। শেষ পর্যন্ত কেউই দরজা খুললো না।

পরবর্তীতে স্ত্রীর বাবা দরজার কড়া নাড়ালো। এবার স্বামী মুচকি মুচকি হাসতে থাকলো।

স্ত্রী কেঁদে ফেললো এবং বললো,“আমি এটি কিছুতেই করতে পারবো না এবং সে দৌড়ে গিয়ে দরজা খুলে দিলো।”

স্বামী চুপ করে তাকিয়ে রইলো। কিছুই বললো না। নীরব হয়ে রইলো।

অনেক বছর পর তাদের ২টি ছেলে হওয়ার পর একটি মেয়ে হলো। বাবা মেয়ের জন্মদিনে বিশাল বড় একটি পার্টির আয়োজন করলে স্ত্রী জানতে চাইলো,“তুমি কখনও আমাদের ছেলেদের জন্মদিনে কোন আয়োজন করোনি। কিন্তু মেয়ের জন্য এতো বড় পার্টি কেন?”

স্বামী বললো,“কারণ আমি জানি একমাত্র সেই আমার জন্য দরজা খুলবে।”

©

08/03/2025

গুণবতী আমি ঘরের ভেতর চাবি রেখে, বাইরে থেকে তালা মেরে দিসিলাম🙂। তাই, জামাইয়ের ফোনে চাবিওয়ালা মামার নাম্বার খুঁজতেসিলাম।

ফোনে সেইভ করা কিছু নাম্বারের নমুনা :
- দেশী মুরগি সবির
- ফার্মের মুরগি রিয়াজ
- ফখরুল লাল ডিম
- পুরান বুয়া
- ফাতেমা ময়লা (মানে, ময়লা নিতে আসে, এজন্য ফাতেমা-ময়লা)
- মনির বাটপার দুধআলা (মানে, এই দুধওয়ালা দুধে পানি মিশায়🤧)
- মার্কেট সজীব
- নিজাম বেসিন
- কালো দারোয়ান
- পানি আমির (মানে, পানি মিস্ত্রি🙂)
- গ্যাস মামুন (গ্যাসের মিস্ত্রি🙃)
- তালা আলম (সেই কাঙ্খিত তালা-চাবিওয়ালা মামার নাম্বার)

ভাগ্যিস! বউকে নিয়ে এই টাইপ কোনো কিছু লিখে সেইভ করে নাই। জানে বেঁচে গেছে।👀

08/02/2025

অভাব কাকে বলে ?

অর্থনীতি ক্লাসে বয়স্ক একজন স্যার, রুমে ঢুকেই সামনে বসা ছেলেটিকে প্রশ্ন করলেন,
বলো তো, অভাব কাকে বলে ?

-'অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোনো দ্রব্য পাওয়ার আকাঙ্খাকে 'অভাব' বলে।'
ছেলেটি উত্তর দিল।

-এটা তো অর্থনীতির ভাষা,
সাধারণ ভাবে অভাব কাকে বলে ? অর্থাৎ 'অভাব' বলতে তুমি ঠিক কি বোঝ ?

ছেলেটি মাথা নিচু করে বেঞ্চের দিকে তাকিয়ে আছে।
কি বলবে ভাবছে সে।
স্যার আবার তাড়া দিলেন
'বল' ...

ছেলেটি এবার বলতে শুরু করল।

১। আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে অনেক কষ্টে ২০/৩০ টাকা বের করে দেন,
আর আমি বাড়ি থেকে বের হয়ে ৫/৭ মিনিট পর বাড়িতে ফিরে ভাড়ার টাকাটা মাকে দিয়ে বলি, মা! আজ কলেজে ক্লাস হবে না।
মা তখন বলেন, আগে খবর নিবি না ক্লাস হবে কিনা ?
মায়ের সাথে এই লুকোচুরি হচ্ছে 'অভাব'।

২। বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে ?
বাবা বলেন, 'ওভারটাইম' ছিল।
'ওভারটাইম' না করলে সংসার কিভাবে চলবে ? বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে 'অভাব'।

৩। ছোট বোন মাস শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচবোধ করে সেটাই 'অভাব'।

৪. মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভাল আরো কিছুদিন পরা যাবে এটাই 'অভাব'।

৫। মাস শেষে টিউশনির পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি,
মা এটা তুমি সংসারে খরচ করো,
মা তখন একটা স্বস্তির হাসি হাসেন।
এই স্বস্তির হাসি হচ্ছে 'অভাব'।

৬। বন্ধুদের দামী স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জাই আমার কাছে 'অভাব'।

৭। অভাবী হওয়ায় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায়,এই দূরে সরে পড়াটাই আমার কাছে 'অভাব'। ....

পুরো ক্লাসের সবাই দাঁড়িয়ে গেল!
অনেকের চোখে জল!

স্যার ও চোখের জল মুছতে মুছতে ছেলেটিকে কাছে টেনে নিলেন।💝

বস্তুতঃ আমাদের সহপাঠীদের মধ্যে এমন অনেকেই আছে,
যারা কয়েক মাস অপেক্ষা করেও বাড়ি থেকে সামান্য টাকা পায় না।
সব দুঃখ-কষ্টকে আড়াল করে হাসিমুখে দিনের পর দিন পার করে দেয় খেয়ে না খেয়ে!
তাদের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্ট টুকু বুঝার সুযোগ হয়তো আমাদের হয়ে ওঠে না!

এটাই বাস্তব !

সংগৃহীত

নিয়মিত গল্প পেতে GGolpo Khor\গল্প খোর シ︎েজটি ফলো দিয়ে রাখুন 💜

24/01/2025

স্কুলে থাকতে "Yes Sir"এর পরিবর্তে "Present Teacher" বলা স্টুডেন্টদের বড়লোক্স ভাবতাম!🙂

24/01/2025

'Barckupএর দুই মাস পর জানতে পারলাম আমার Ex girlfriend এর ক‍্যান্সার হয়েছে।
সে এখন রংপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে।

'কথাটি শোনা মাত্রই হাসপাতালে ছুটে আসলাম।
এসে দেখি আমার দেয়া নীল শাড়িটা পরে বেডে সুয়ে আছে।
কাছে গিয়ে জিঙ্গেস করলাম।

'আয়েশা কেমন আছো।
কথাটি বলা মাত্রই সে আমার দিকে অপলক দৃষ্টিতে
তাকিয়ে আছে মনে হচ্ছে কতোদিন আমায় দেখি।

'হ‍্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হাসিব?
{মুচকি হেসে}

'তুমি যেমনটি রেখে গিয়েছো ঠিক তেমনি আছি।
কোন পরিবর্তন আসেনি।

'পাগল একটা।

'হ‍্যাঁ পাগল দেখেই বুজতে পারিনি
তুমি আমাকে কেনো ছেড়ে গিয়েছো।

'আচ্ছা বাদ দাওনা এসব।

'আজ আমাকে সবটা জানতে হবে আয়েশা।
বলো কেনো ছেড়ে গিয়েছো।

'জানাটা কি খুবেই জরুরি।

'হ‍্যাঁ অবশ্যই।

'আজ থেকে পাচ মাস আগে আমার ক‍্যান্সার ধরা পরেছে।
ডাক্তার বলেছে সর্বোচ্চ এক বছর বেচে থাকবো।
তাই ভাবলাম তোমার জীবনটা আমি শেষ না করি।
যার কারনে ছেড়ে আসা।
কিন্তু বিশ্বাস করো তোমাকে এখনো ভালোবাসি।
কোন ভাবেই ভুলতে পারিনি আমি।

'আমি মনে হয় ভুলতে পেরেছি।
এমন কোন রাত নেই তোমার জন‍্যে চোখের পানি পরেনা।

'এই পাগল কান্না করিওনা।
তোমার কান্না দেখলে আমার অনেক কষ্ট হয়।
প্লিজ কান্না করিওনা।

'ঠিক আছে কান্না করবো না।
আমাকে কথা দাও মৃত্যুর আগ পযর্ন্ত তোমার সঙ্গে আমাকে থাকতে দিবে।

'কিন্তু।

'কোন কিন্তু না আয়েশা।
আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না।
তুমি যতোদিন এই পৃথিবীতে থাকবে আমি ততোদিন তোমার ছায়া হয়ে তোমার পাশে থাকতে চাই।

'ঠিক আছে থাকিও।
এখন একটু হাসো না কতোদিন হলো ,
তোমার হাসি মুখটা দেখিনা আমি।

'আশেয়ার কথাটি শোনা মাত্রই হাসিব হাহহা হহহাহাহ করে হাসতে থাকে যেটা দেখে আয়েশাও হাসে।

'সত‍্যিই ভালোবাসলে এভাবে ভালোবাসা উচিৎ।
মৃত্যুর আগ পযর্ন্ত যেই মানুষটি ছায়ায় মতোন পাশে থাকবে।

অনুগল্প: #মৃত্যু।

কাহিনী ও লেখনীতে: #মি_হাসিব

আত্নীয়ার বাড়িতে রুপবতী এক তরুণীকে দেখে মনের সাগরে উথাল-পাতাল ঢেউ শুরু হলো।সানগ্লাসটা পড়ে ভাব নিলাম।মেয়েটা একটু পর পর তাক...
15/12/2024

আত্নীয়ার বাড়িতে রুপবতী এক তরুণীকে দেখে মনের সাগরে উথাল-পাতাল ঢেউ শুরু হলো।সানগ্লাসটা পড়ে ভাব নিলাম।

মেয়েটা একটু পর পর তাকাচ্ছে,মুচকি হাসছে।মনের ঢেউ আরো বাড়তে লাগলো।সুযোগ বুঝে মেয়েটার কাছাকাছি দাঁড়ালাম।মেয়েটা হাসতে হাসতে বললো

" ঘরের ভেতর সানগ্লাস পড়ে আছেন!হাউ ফানি "

লজ্জায় পড়ে গেলাম।দ্বিতীয়বার সেই তরুণীর দিকে আর তাকানোর সাহস পেলাম না।

গল্প #লজ্জা
লেখক #জয়ন্ত_কুমার_জয়
Follow for more Golpo Khor\গল্প খোর シ︎

06/12/2024

'প্রতি রাতে তোমার সঙ্গ দিতে পারবো না!এইটা আমার শরীর রোবট না বুজলে।
এতোই যদি তোমার চাহিদা অন‍্য একটি বিয়ে করো।

'এভাবে বলিওনা প্লিজ।
আমি তোমার স্বামী আমার যতো চাহিদা তোমার কাছে।

'হ‍্যাঁ জানি কিন্তু তোমার বুজতে হবে আমার ভালো মন্দ
কারন আমি তোমার বয়সের থেকে অনেক ছোট্ট।
কোথায় তোমার বয়স ৪০শের কাছাকাছি!
আমার মাত্র ১৪-১৫হবে।

'আরে বাবা জানি।
এইটা বলার কি আছে শুনি।

'জানিনা।

{এভাবে এক মাস কেটে যাওয়ার পর দীপিকা বাবার বাড়িতে চলে আসলে মা-কে বলে}

'মা তোমাকে একটা কথা বলতে চাই।
প্লিজ বাবাকে বলিওনা।

'হ‍্যাঁ বল।

'আমি আর শশুর বাড়িতে যাবো না।
ওনাকে আমি ডিভোর্স দিবো।

'মেয়ের মুখে ডিভোর্সের কথাটি শোনা মত্রই ঠাস করে একটি থাপ্পড় দেয় দিপিকার গালে।

'ঠাসসসস! এই কথাটি যদি আর একটিবার বলিশ
আমার থেকে খারাপ কেউ হবেনা।
সুখে থাকতে ভুতে কিলায় হ‍্যা।

'আগেতো আমার কথাটি শোন মা।

'বল।

'উনি আমাকে প্রতি রাতে কষ্ট দেয়।
যেটা আমি সজ‍্য করতে পারিনা।
এছাড়া এখনো আমার বিয়ের বয়স হয়নি তাতেই একটি বুড়োর সঙ্গে বিয়ে দিয়েছো।

'মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছীস একটু কষ্ট সজ‍্য করতেই হবে বুজলি।

'মা বুজার চেষ্টা করো সত‍্যিই আমি এতো কষ্ট সজ‍্য করতে পারতেছি না।
সারাদিন কাজ কর্ম করার পর রাত্রে যখন একটু
রেষ্ট নিবো তখন আবার স্বামীর নির্যাতন।

'চিন্তা করিশ না সব কিছু ঠিক হবে।

'মা তুমি যদি পদক্ষেপ না নাও ,
তাহলে আত্মহত্যা করবো?

'মুহূর্তেই যেনো দিপিকার মা নিস্তব্ধ হয়ে যায়।
মেয়েকে কি বলে সান্ত্বনা দিবে জানা নেই।
কারন অল্প বয়সে বিয়ে দিয়েছে।

'ঠিক আছে আমি তোর বাবার সঙ্গে কথা বলতেছি।
কোন একটা পথ বের হবে।

'হ‍্যাঁ ঠিক আছে।

'সত‍্যিই বতর্মান সমাজটা নষ্ট হয়ে গিয়েছে ১১/১২বছরেই বিয়ে সেটাও আবার ৪০বছরের বয়স্ক লোকের সঙ্গে। যেখানে মেয়েটি খেলা ধুলা করে বেড়াবে সেখানে মেয়েটি সারাদীন সংসারের কাজ করে আবার রাত্রে স্বামীর নির্যাতন।
এভাবে জীবন চলেনা।
আসুন সবাই সচেতন হই আমরা।

অনুগল্প: #বিয়ে?
কাহিনী ও লেখনীতে: #মি_হাসিব

এমন সুন্দর গল্প পরতে চাইলে অবশ্যই পেজটি সবাই ফলো করুন 👉 GGolpo Khor\গল্প খোর シ︎

31/10/2024

প্রবাসে অবস্থানরত বড় ভাইটি সকালে মা"রা গেছে।এখন দুপুর,কেবল জানতে পারলো ছোট ভাই।তার সহকলিগ কল দিয়ে

" লা"শ দেশে নিতে চাইলে বলুন,কোম্পানির সাথে যোগাযোগ করবো "

" প্লিজ একটু ব্যবস্থা করে দিন।বডি আনতে যা খরচ লাগে দিবো সমস্যা নাই "

এলাকায় কানা খোসা ছড়িয়ে গেলো।ছোট ভাই সবাইকে অনুরোধ করে

" মাকে এখন কেউ বলবেন না প্লিজ।মায়ের শ্বাসকষ্টের অসুস্থতা এখন বেশি! "

সবাই বিষয়টা চাপা রাখার প্রাণপণে চেষ্টা করলো।শুধু ভেতরে ভেতরে সবাই হাহুতাশ করতে লাগলো।

ঘর থেকে বিছানাসজ্জ্যা মা ছোট ছেলেকে ডেকে " সকাল থেকে বু"কের ভেতর মোচর দিচ্ছে।বড় খোকার সাথে কথা হইছে বাবা? "

ছোট ছেলে চোখের জল লুকিয়ে " কথা হয়েছে।সব ঠিক আছে "

" আমি কথা বলবো।ফোন দে, আমার এমন লাগতেছে কেন,ওর নিশ্চয়ই কিছু হইছে।ফোন দে,আমি কথা কবো "

মায়ের মন! না বললেও সন্তানের বিয়োগ ঠিকই বুঝে ফেললেন।শ্বাসকষ্ট বাড়লো,একপর্যায়ে নিশ্বাস বন্ধ!মা ছেলে দু'জনের লা"শ পাশাপাশি উঠোনে।

গল্প #বুক_খালি
লেখক #জয়ন্ত_কুমার_জয়

রোমান্টিক সামাজিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।

12/10/2024

স্বামীকে শুয়ে থাকতে দেখে স্ত্রী বললো " শরীর খারাপ নাকি? অফিসে যাবে না? সময় হয়েছে তো "

" আজকেও যেতে হবে? "

" সে কি,যেতে হবে মানে? "

" শুক্রবার আজ "

স্ত্রী মুখ কাচুমাচু করে বললো " ওহহ,খেয়াল করিনি "

" হু।রান্না হইছে?বিকেলে বাইরে খেতে যাবো "

" আমার শরীর খারাপ যাবো না "

স্ত্রী চলে গেলো।ওয়াসরুমে ঢুকে প্রেমিককে কল দিয়ে " আজ সারাদিন ও বাড়িতে থাকবে।কথা হবে না,মিস করবো অনেক।ভালোবাসি প্রিয় "

কথাটা বলে ফোন কাটলো।সপ্তাহের এই একটা দিন তার খুব খারাপ লাগে।স্বামী থাকে বিধায় সারাদিন প্রেমিকের সাথে কথা বলতে পারেনা।একদিন এক বছরের সমান মনে হয়।

গল্প #অভিনয়
লেখক #জয়ন্ত_কুমার_জয়

রোমান্টিক সামাজিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।

05/10/2024

মেয়েকে জামা কেনার জন্য চার হাজার টাকা দিলাম।মেয়ে কিনেছে তিন সেট জামা।অবাক হয়ে বললাম

" একই রঙ্গের তিনসেট জামা কিনছো কেন?আলাদা আলাদা নিতে পারতে তো "

মেয়ে বললো " বাবা এখানে রিতা আর ওর বোনের একটা করে সেট আছে।একটা আমার বাকি দুইটা বান্ধবী রিতা আর তিশার "

অবাক হয়ে বললাম " ওদের জন্যও কিনছো! "

" হ্যা বাবা।করোনায় ওদের বাবা গত হয়েছে।ওরা কোথাও গেলে পুরাতন জামা পড়ে যায়।খারাপ লাগে খুব "

মেয়ের কথায় মুগ্ধ হলাম।এখন থেকে মেয়ে কিছু কেনার জন্য টাকা চাইলে তিনটা সেট নেওয়ার টাকা দিই।একসেট মেয়ের,বাকি দুই সেট পিতৃহীন মেয়ে দুটির।সৃষ্টিকর্তা হয়তো আমার মাধ্যমে তাদের বাবার অপূর্ণ দায়িত্বগুলো পালন করাতে চান।

গল্প #পূর্ণতা
লেখক #জয়ন্ত_কুমার_জয়

সামাজিক রোমান্টিক গল্প পেতে পেজটা ফলো করে রাখতে পারেন।

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Golpo Khor\গল্প খোর シ︎ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Golpo Khor\গল্প খোর シ︎:

Share