Islamic knowledge

Islamic knowledge Knowledge about Islam is the best thing ever…!!!

14/12/2023

কুরআন তেলাওয়াত এর জন্য সুন্দর রুটিন করে দিলেন শায়েখ 🙂

11/12/2023

দরূদ শরীফ পাঠ করা নিয়ে শায়েখ এর সুন্দর বয়ান 🙂
আমরা বেশি বেশি দরূদ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ !!!

06/12/2023

ইসলামে কোন্‌ জিনিসটি উত্তম?🙂
আবূ মূসা (রাঃ) হতে বর্ণিত,
তারা (সাহাবাগণ) জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল! ইসলামে কোন্ জিনিসটি উত্তম? তিনি বললেন( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) :
যার জিহবা ও হাত হতে মুসলিমগণ নিরাপদ থাকে।
(মুসলিম ১/১৪ হাঃ ৪২, আহমাদ ৬৭৬৫)

আবদুল্লাহ ইবনু ‘আমর (রাঃ) হতে বর্ণিত,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
সে-ই মুসলিম, যার জিহবা ও হাত হতে সকল মুসলিম নিরাপদ এবং সে-ই প্রকৃত মুহাজির, আল্লাহ যা নিষেধ করেছেন তা যে ত্যাগ করে।
(৬৪৮৪; মুসলিম ১/১৪ হাঃ ৪০, আহমাদ ৬৭৬৫)

05/12/2023

ঈমানের শাখা : 🙂
আবূ হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত,
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ঈমানের ষাটেরও অধিক শাখা আছে। আর লজ্জা হচ্ছে ঈমানের একটি শাখা।
(মুসলিম ১/১২ হাঃ ৩৫, আহমাদ ৯৩৭২)

04/12/2023

ইসলামের স্তম্ভ : ❤️❤️❤️❤️❤️
ইবন’উমার (রাঃ) হতে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি।
১. আল্লাহ্ ব্যতীত প্রকৃত কোন উপাস্য নেই এবং নিশ্চয়ই মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল-এ কথার সাক্ষ্য প্রদান করা।
২. সালাত কায়িম করা।
৩. যাকাত আদায় করা।
৪. হাজ্জ সম্পাদন করা এবং
৫. রমাযানের সিয়ামব্রত পালন করা।
(৪৫১৪; মুসলিম ১/৫ হাঃ ১৬, আহমাদ ৬০২২, ৬৩০৯) (আধুনিক প্রকাশনীঃ ৭, ইসলামিক ফাউন্ডেশনঃ ৭)

29/11/2023

মৃত্যু থেকে পালিয়ে বেড়ানোর কোনো সুযোগ নেই।প্রত্যেককে তার কর্মের ফল বুঝিয়ে দেয়া হবে।🙁

25/11/2023

কেয়ামত নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা 🙁

23/11/2023

এক ব্যক্তি একজন মৃত ব্যক্তির জানাজা পড়ল, কবর দিল। অথচ পরের ওয়াক্তের ফরজ নামাজটা আর পড়ল না। বাসার দিকে হাঁটা দিয়েছে দেখে কবরস্থানের অনেকেই বলেছিল নামাজটা পড়ে যেতে। কিন্তু সে এসবের থোড়াই পরোয়া করে! এই মানুষগুলোর মন কতটা কঠিন হয়ে গেছে ভাবতেই অবাক লাগে।
এদের অন্তরে কি তবে আল্লাহ মোহর মেরে দিয়েছেন?
আল্লাহুম্মাগফিরলি ।🙁

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Islamic knowledge posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share