Sirajganj TV

Sirajganj TV It has no relation with any television channel.
(3)

"Sirajganj Total View" Sirajganj TV
"সিরাজগঞ্জ টোটাল ভিউ" সিরাজগঞ্জ টিভি
একটি তথ্য-সংবাদ-বিনেদন মুলক ফেসবুক পেইজ
---------------------------------------------------
Note: is not a television channel.

29/11/2025

সিরাজগঞ্জের ছেলেরা কখনো সার্থ খুজে না

শত ব্যস্ততার ভিরে সিরাজগঞ্জকে ভালোবাসি ❤️
28/11/2025

শত ব্যস্ততার ভিরে সিরাজগঞ্জকে ভালোবাসি ❤️

28/11/2025

সিরাজগঞ্জের ছেলেরা শুনুন কি বলে

28/11/2025

Welcome To Sirajganj
আমার সিরাজগঞ্জ, দেখুক দুনিয়া

সিরাজগঞ্জে পাওনা টাকা না পেয়ে তাঁত শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগসিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পাওনা টাকা ফেরত দিতে না পারা...
28/11/2025

সিরাজগঞ্জে পাওনা টাকা না পেয়ে তাঁত শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় পাওনা টাকা ফেরত দিতে না পারায় তাঁত শ্রমিক শুভ মোল্লা (১৮)–কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শুভ কোনাবাড়ি গ্রামের সাইফুল মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, কোনাবাড়ি গ্রামের শাহীন শুভর কাছে ১ হাজার টাকা পেতেন। মঙ্গলবার সকালে বেলকুচির তামাই গ্রামের এক তাঁত ফ্যাক্টরিতে কাজ করার সময় শাহীন ও তার বন্ধু হাসান শুভকে ডেকে নেন। পরে তারা বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করেন; বিশেষ করে মাথায় গুরুতর আঘাত লাগে। স্থানীয়রা এগিয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়।

শুভকে প্রথমে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যালে এবং সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে রাতেই তার মৃত্যু হয়।

বেলকুচি থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

28/11/2025

সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের দী-বার্ষিক নির্বাচনে পরিচালক পদপ্রার্থী রাকিব ভূইয়াকে সমর্থন করুন৷

আসন্ন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে প্রচারণা আরও জোরদার করেছেন বর্তমান প্রেসিডে...
28/11/2025

আসন্ন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচনকে সামনে রেখে প্রচারণা আরও জোরদার করেছেন বর্তমান প্রেসিডেন্ট ও সভাপতি পদপ্রার্থী সাইদুর রহমান বাচ্চু। তিনি সিরাজগঞ্জ শহরের অন্যতম বাণিজ্যকেন্দ্র এসএস রোড এবং ১ নং ও ২ নং খলিফা পট্টির ব্যবসায়ী ও ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে ব্যবসায়ীরা তাকে ঘিরে উচ্ছ্বাসের সঙ্গে অভ্যর্থনা জানান। স্থানীয় দোকান, গুদাম ও ব্যবসায়িক স্থাপনায় ঘুরে ঘুরে তিনি ব্যবসায়ীদের সমস্যার খোঁজখবর নেন এবং তাদের সঙ্গে সামনের পরিকল্পনা নিয়ে কথা বলেন।

এসময় বাচ্চু বলেন,
“৫ আগস্টের ঘটনার পর শহরের ব্যবসায়ীরা ভয়ে দোকানপাটে যেতে পারতেন না। সেই সময় আমি নিজে নেমে এসে ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছি, সাহস দিয়েছি এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করেছি।”
তিনি আরও আশ্বাস দিয়ে বলেন,
“আপনারা আমাকে আবারও প্রেসিডেন্ট নির্বাচিত করলে আমি আপনাদের লোক হয়ে আপনাদেরই স্বার্থ রক্ষা করবো। ব্যবসায়ীদের নিরাপত্তা, সুবিধা বৃদ্ধি এবং বাজার ব্যবস্থাপনা উন্নয়নে আরও শক্তিশালী ভূমিকা রাখতে চাই।”

তার কর্মসূচিতে স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত থেকে সমর্থন জানান এবং অনেকে বলেন যে বাচ্চুর আগের মেয়াদের কাজ তাদের আস্থাকে আরও দৃঢ় করেছে।

দিনব্যাপী ব্যস্ত এই প্রচারণা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে, আর ব্যবসায়ীদের সঙ্গে সরাসরি মতবিনিময় তার প্রচারণাকে আরও গতিশীল করে তোলে।

কাজিপুরে উন্মুক্ত নিলামে জব্দকৃত ১৭ টন সরকারি চাল বিক্রিস্টাফ রিপোর্টারঃসিরাজগঞ্জের কাজিপুরে প্রশাসনের জব্দ করা সাড়ে ১৭ ...
27/11/2025

কাজিপুরে উন্মুক্ত নিলামে জব্দকৃত ১৭ টন সরকারি চাল বিক্রি
স্টাফ রিপোর্টারঃ
সিরাজগঞ্জের কাজিপুরে প্রশাসনের জব্দ করা সাড়ে ১৭ টন সরকারি চাল ও ৩০৩টি খালি বস্তা উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) উপজেলা খাদ্যগুদাম চত্বরে অনুষ্ঠিত এই নিলামে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নিলাম কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান।

তিন ধাপে আয়োজিত নিলামে প্রথম পর্যায়ে অংশ নেন ৩০ জন, দ্বিতীয় পর্যায়ে ২৪ জন এবং খালি বস্তার নিলামে অংশ নেন ১৩ জন ব্যবসায়ী। উপজেলা খাদ্যগুদাম সূত্র জানায়, তিন মাস আগে দুই ধাপে এসব চাল জব্দ করা হয় এবং পরবর্তীতে নিয়ম অনুযায়ী নিলাম বিজ্ঞপ্তি দিয়ে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়।

নিলামের ফলাফলে—

প্রথম নিলাম: ১১.৪৭ টন চাল প্রতি কেজি ২৪ টাকা ২০ পয়সায় কিনে নেন এনামুল হক।

দ্বিতীয় নিলাম: ৫.৫৫ টন চাল প্রতি কেজি ২৪ টাকা ১০ পয়সায় কিনে নেন নজরুল ইসলাম।

খালি বস্তা: ৩০৩টি বস্তা ১৪ টাকা ১৫ পয়সা দরে কেনেন হাসান আলী।

উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান জানান, তিনটি নিলাম মিলিয়ে ভ্যাট ও ট্যাক্সসহ মোট ৫ লাখ ১৬ হাজার ৬৭০ টাকা রাজস্ব পাওয়া যাবে। নিলাম বিজয়ীরা আগামী তিন কর্মদিবসের মধ্যে মালামাল বুঝে নেবেন।

নিলাম অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নিলাম কমিটির সদস্য সচিব ও থানার ওসি নূরে আলম, সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া, উপজেলা খাদ্য কর্মকর্তা শফিকুল আলম, খাদ্য পরিদর্শক ওলিউর রহমান প্রমুখ।

27/11/2025

সিরাজগঞ্জ রহমতগঞ্জ মাদ্রাসায় বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশ নিলেন সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু৷

27/11/2025

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকের চাপায় স্কুল ছাত্র নিহত

সিরাজগঞ্জে পাঁচ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোটের স্মারকলিপি প্রদানসিরাজগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচ...
27/11/2025

সিরাজগঞ্জে পাঁচ দফা দাবিতে বাম গণতান্ত্রিক জোটের স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাঁচ দফা দাবিতে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়েছে বাম গণতান্ত্রিক জোট। বুধবার সকাল ১১টায় জোটের নেতাকর্মীরা শহরে মিছিল শেষে জেলা নির্বাচন কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে জেলা নির্বাচন কর্মকর্তার মাধ্যমে তারা স্মারকলিপি জমা দেন।

জোটের দাবির মধ্যে রয়েছে—প্রার্থীর জামানত ১০ হাজার টাকা নির্ধারণ, নির্বাচনী খরচের সর্বোচ্চ সীমা পাঁচ লাখ টাকা করা, নির্বাচনে ধর্মের ব্যবহার নিষিদ্ধ ঘোষণা, আঞ্চলিক ও প্রশাসনিক কারসাজি বন্ধ করা এবং সুষ্ঠু প্রতিযোগিতার জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করা।

অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাম গণতান্ত্রিক জোটের জেলা আহ্বায়ক ও জেলা সিপিবির সভাপতি ইসমাইল হোসেন। বক্তব্য দেন জোটের জেলা সদস্যসচিব ও বাসদ নেতা নব কুমার কর্মকার।

এ সময় উপস্থিত ছিলেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ও কামারখন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, জেলা সিপিবির সাধারণ সম্পাদক শেখ মোস্তফা নুরুল আমিন, জেলা বিড়ি শ্রমিক ইউনিয়নের সভাপতি আতাউর রহমান ও সাধারণ সম্পাদক বাদশা তালুকদার। আরও উপস্থিত ছিলেন সদর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক শেখ সুলতান আহমদ, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক সুজন আহমেদ এবং বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক নিরঞ্জন সরকার।

জামতৈল রেলওয়ে স্টেশন: রাতে ছিনতাইকারীদের দাপট, নিরাপত্তাহীনতায় যাত্রীরানিজস্ব প্রতিবেদকসিরাজগঞ্জসিরাজগঞ্জের কামারখন্দ উপ...
27/11/2025

জামতৈল রেলওয়ে স্টেশন: রাতে ছিনতাইকারীদের দাপট, নিরাপত্তাহীনতায় যাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার শতবর্ষী জামতৈল রেলওয়ে স্টেশন রাতে ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত এ ঐতিহাসিক স্টেশনে সময়ের সঙ্গে উন্নয়ন না হয়ে বরং অবনতি ঘটেছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্টেশনের নিয়ন্ত্রণ চলে যায় সংঘবদ্ধ ছিনতাইকারী দলের হাতে। যাত্রীদের অভিযোগও আর কেউ শোনে না বলে অনেকেই এখন আর অভিযোগের ঝামেলায় যান না।

স্টেশনে স্থাপন করা ১৮টি সিসি ক্যামেরার বেশিরভাগই অকার্যকর বা নিম্নমানের হওয়ায় ছিনতাইকারীদের শনাক্ত করা যায় না। প্ল্যাটফর্মের দুই প্রান্ত, পাশের অন্ধকার গলি এবং চলন্ত ট্রেনের দরজায় প্রতিদিন রাতেই সক্রিয় হয়ে ওঠে ৭–৮ জনের একটি যুবক দল। বয়স ২৮ বছরের নিচে এই দলটি প্রায় ১০ মাস ধরে যাত্রীদের মোবাইল, ব্যাগসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নিচ্ছে। বিশেষ করে রাত সাড়ে ১০টার পর স্টেশনে ট্রেন ক্রসিংয়ের সময় ছিনতাইয়ের ঘটনা বাড়ছে।

স্থানীয়দের ভাষ্য, রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস এবং ঢাকা থেকে পঞ্চগড়গামী দ্রুতযান এক্সপ্রেসে এসব ছিনতাই বেশি হয়। অন্ধকারের সুযোগে অপরাধীরা মুহূর্তেই গা-ঢাকা দেয়। ফুট ওভারব্রিজ থাকলেও আলোর স্বল্পতা ও নিরাপত্তাহীনতার কারণে যাত্রীরা তা ব্যবহার করেন না।

স্টেশনের এক দোকানি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “ক্যামেরায় মুখ বোঝা যায় না। আলো না থাকায় কয়েক সেকেন্ডের মধ্যেই ছিনতাইকারীরা অন্ধকারে হারিয়ে যায়।”

অন্যদিকে জিআরপি পুলিশ দাবি করেছে, আগের তুলনায় ছিনতাই কমেছে এবং চলতি বছরে জড়িত ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জ বাজার স্টেশন রেলওয়ে থানার ওসি দুলাল উদ্দিন বলেন, “আমি দায়িত্ব নেওয়ার পর পরিস্থিতি কিছুটা উন্নত হয়েছে।”

স্টেশনের দক্ষিণ পাশের কামারের গলির দোকানসংলগ্ন এলাকা এবং উত্তর পাশের কমিউনিস্ট পার্টি অফিসসংলগ্ন অন্ধকার গলিকে ছিনতাইকারীদের প্রধান আস্তানা হিসেবে চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয় লাইন আলোকবিহীন থাকায় ঝুঁকি আরও বাড়ছে।

স্টেশনমাস্টার (ইনচার্জ) আবু হান্নান বলেন, “প্রায় প্রতিরাতে ট্রেন ছাড়ার সময় ছিনতাই হয়। যাত্রীরা চলন্ত অবস্থায় থাকায় অভিযোগ করে না। ক্যামেরার মান এতটাই খারাপ যে কারও মুখ চিনতে পারি না।”

এক যাত্রী রুহুল জানান, “রাতে ট্রেনে উঠতে মোবাইল হাতে রাখতে ভয় লাগে। মনে হয় যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে।” তিনি আরও বলেন, গত আগস্টে তাজুরপাড়া ব্রিজ এলাকায় সিগন্যাল লাইটে বস্তা ঢুকিয়ে বন্ধ করে ট্রেন থামানোর চেষ্টা হয়েছিল ছিনতাইয়ের উদ্দেশ্যে।

উপজেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে জানতে চাইলে কামারখন্দের ইউএনও বিপাশা হোসাইন বলেন, “এ বিষয়ে আমাদের তেমন করণীয় নেই।”

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ বলেন, আইনশৃঙ্খলা বিষয়টি জিআরপি দেখে। অচল সিসি ক্যামেরার বিষয়টি সংশ্লিষ্ট বিভাগকে জানানো হয়েছে। কেন স্টেশনে পুলিশ ফাঁড়ি নেই—এ প্রশ্নে তিনি বলেন, বিষয়টি পুলিশ সদর দপ্তর দেখে। তবে উল্লাপাড়া স্টেশনে নতুন পুলিশ ফাঁড়ি অনুমোদনের প্রস্তাব এসেছে এবং দুই মাসের মধ্যে তা চালু হলে জামতৈলসহ আশপাশের স্টেশনের নিরাপত্তা পরিস্থিতি উন্নত হতে পারে বলে আশা করেন তিনি।

Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Sirajganj TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sirajganj TV:

Share