
09/10/2025
সিরাজগঞ্জে ১৩ বছরের কিশোরী মিমের হত্যাকাণ্ডে গ্রামে শোকের ছায়া, তদন্ত শুরু সিআইডির
সিরাজগঞ্জের সলঙ্গার জগজীবনপুর গ্রামে এক হৃদয়বিদারক ও নৃশংস ঘটনা ঘটেছে। মো. জাকারিয়া হোসেনের ১৩ বছর বয়সী মেয়ে মিমকে গত রাতে হত্যা করা হয়েছে। কে বা কারা এই নির্মম হত্যাকাণ্ড সংঘটন করেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
আজ বৃহস্পতিবার সকালে মিমের বড় ভাই হিরণ হারিগারা আঙ্গারু এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। ঘটনাস্থল থেকে প্রাথমিক প্রমাণ সংগ্রহ করেছে পুলিশ এবং সিআইডি তদন্ত শুরু করেছে। বিশেষজ্ঞ তদন্তকারী দল হত্যাকারীদের শনাক্ত করার জন্য দ্রুত পদক্ষেপ নিচ্ছে।
স্থানীয়রা জানান, মিম ছিলেন মেধাবী, শান্তপ্রকৃতি ও সকলের প্রিয়। তার এমন অকাল মৃত্যু পুরো গ্রামে গভীর শোক ও চাঞ্চল্য সৃষ্টি করেছে। নিহতের পরিবার ও গ্রামবাসী হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।
স্থানীয়দের ভাষ্য, মিমের অকাল মৃত্যু গ্রামে নিরাপত্তা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। এলাকাবাসী আশা করছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা কঠোর ও দ্রুত পদক্ষেপ নেবে, যাতে ভবিষ্যতে এমন নৃশংসতা আর ঘটতে না পারে।
সিআইডির তদন্তকারী দল জানিয়েছে, তারা হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত সকল সন্দেহভাজনকে চিহ্নিত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। পরিবার ও গ্রামের মানুষজনও সর্বোচ্চ সহযোগিতা প্রদান করছেন, যাতে দোষীরা দ্রুত বিচারের মুখোমুখি হয়।