
15/08/2025
সিরাজগঞ্জে র্যাবের অভিযানে ২৯৮০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ি এলাকায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর বিশেষ অভিযানে ২ হাজার ৯৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। অভিযানকালে ইয়াবা কেনাবেচায় ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
র্যাব-১২ এর একটি সূত্র জানায়, শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১০টা ৪৫ মিনিটে র্যাব-১২ সদর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার নেতৃত্বে একটি বিশেষ দল মুলিবাড়ি ওভারপাসের নিচে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় দুই যুবককে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—সিরাজগঞ্জ সদর উপজেলার ঠাকুর টেক (বনবাড়িয়া) গ্রামের মো. ওয়াজকরনি শেখের ছেলে মো. আকাশ শেখ (১৮) এবং দিয়ার ধনগড়া গ্রামের মো. শরিফ উদ্দিনের ছেলে মো. আসিফ হোসেন (১৯)।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছেন যে তারা দীর্ঘদিন ধরে ইয়াবা নিজেদের হেফাজতে রেখে পরস্পরের যোগসাজশে সদর উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন। তারা মূলত স্থানীয় ও আন্তঃজেলা মাদক চক্রের সঙ্গে জড়িত থেকে মাদক ব্যবসা পরিচালনা করতেন।
র্যাব-১২ এর পক্ষ থেকে আরও জানানো হয়, আটক আসামিদের বিরুদ্ধে সিরাজগঞ্জ সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের সহযোগীদের চিহ্নিত করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
সংস্থাটি জানিয়েছে, মাদকবিরোধী এ অভিযান চলমান থাকবে এবং মাদকমুক্ত বাংলাদেশ গঠনে তারা সবসময় দৃঢ় প্রতিজ্ঞ। র্যাবের কর্মকর্তারা মাদক ব্যবসায় জড়িতদের সতর্ক করে দিয়ে বলেন, যেখানেই মাদক ব্যবসা চলছে সেখানেই আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।