মুরুব্বী ヅ

মুরুব্বী ヅ আসসালামু আলাইকুম,, আশা করি আল্লাহর রহমতে অনেক ভাল আছেন। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই পেজটা ফলো দিয়েন।
(1)

উত্তর বঙ্গের প্রবেশদ্বার হলো আমাদের সিরাজগঞ্জ । যমুনা নদীর তীরে অবস্থিত সিরাজগঞ্জ শহর ।

বাংলাদেশকে মাঠে হারানো সম্ভব,,,, কিন্তু সমীকরণ এ না ভাইয়া,,  ২০২২ সালে T20বিশ্ব কাপে নেদারল্যান্ড এর কাছে সাউথ আফ্রিকা হ...
19/09/2025

বাংলাদেশকে মাঠে হারানো সম্ভব,,,, কিন্তু সমীকরণ এ না ভাইয়া,, ২০২২ সালে T20বিশ্ব কাপে নেদারল্যান্ড এর কাছে সাউথ আফ্রিকা হারলে বাংলাদেশ সমীকরণে বাংলাদেশ যেতে পারবে পরের রাউন্ড এ,,,, সেখানে নেদারল্যান্ড এর মতো দল আফ্রিকা কে হারাই দিছে,,,,আর শ্রীলংকা আফগানিস্তান কে হারাতে পারবে না এটা কি হয়,,,,মানে সমীকরণ এ জিতার অনেক রেকর্ড আছে আমাদের।🏏😁

সম্পর্ক  বদলে গেল একটি পলকে, সামনের ম্যাচ তাদের সাথে,,,
19/09/2025

সম্পর্ক বদলে গেল একটি পলকে,
সামনের ম্যাচ তাদের সাথে,,,

18/09/2025

আহত বাঘকে হায়নার হাত থেকে বাচালো সিংহ,,,

শেষমেশ শ্রীলঙ্কার হয়ে মাঠে নেমে পড়লাম,,,
18/09/2025

শেষমেশ শ্রীলঙ্কার হয়ে মাঠে নেমে পড়লাম,,,

18/09/2025

আজকে আমরা সবাই শ্রীলংকার সাপোর্ট

জীবনে ভাবিনাই এগোরে সাপোর্ট করা লাগবো! ২ দিনের জন্য তোরা আমার ভাই🫶🙂
17/09/2025

জীবনে ভাবিনাই এগোরে সাপোর্ট করা লাগবো! ২ দিনের জন্য তোরা আমার ভাই🫶🙂

10/09/2025

যারা ভাবছেন ফেসবুকে ভিডিও ছবি টেক্সট পোস্ট করে টাকা কামাবেন তারা এখনো ভুলের ঘরে আছেন! ফেসবুকিং বাদ দিয়ে নিজের যে কর্ম আছে সেগুলোতে ব্যস্ত হন ব্যস্ত সময় পার করেন তাহলে কর্মের দিক দিয়ে উন্নতি করতে পারবেন ।বর্তমানে সবাই একটা নোংরা প্রতিযোগিতায় নেমেছেন ফেসবুক থেকে ইনকাম করব! কিন্তু আদৌ কি তা সম্ভব ?
না সম্ভব না হাতেগোনা দুই একটা বড় বড় আইডি ছাড়া কেউ ইনকাম করতে পারে না এই ইনকামের ধান্দায় পড়ে আপনি দেখেন আপনি নিলজ্জ হয়েছেন যেই আপনি ফেসবুকে সপ্তাহে একটা ছবি আপলোড করতেন না একটা টেক্সট করতেন না একটা ভিডিও আপলোড করতেন না সে আপনি ঘন ঘন ভিডিও ছবি আপলোড করছেন যার কারণে আপনার চোখ থেকে চোখ লজ্জা সরে গেছে। আপনি ঠিকমতো পরিবারকে সময় দিতে পারছেন না ঠিকমতো নিজের কাজে মন দিতে পারছেন না ঠিকমতো এবাদত করতে পারছেন না সঠিকভাবে ঘুমাতে পারছেন না যার কারণে দিনে দিনে আপনি মৃত্যুর দিকে ঝুঁকে যাচ্ছেন। ওই যে আপনার মাথায় একটা জিনিস ঢুকে আছে ফেসবুক থেকে ইনকাম করবেন যার কারণে দিনে দিনে আপনি বেহায়া হয়ে যাচ্ছেন ।কিন্তু আপনার আর আমার সাথে এগুলা যায় না আমাদের যেটা কর্ম সেটা দিয়ে ব্যস্ত থাকা উচিত। বিশ্বের উন্নত দেশগুলোতে ফেসবুকিং একটি টাইম ওয়েস্ট মাত্র। তারা নিজের কাজে ব্যস্ত যার কারণে তারা দক্ষ কর্মী হয়ে ওঠে বড় বড় ব্যবসায়ী হয়ে উঠে বড় বড় উদ্ভাবক বড় বড় বিজ্ঞানী হয়ে ওঠে। আর আপনার আমাদের মূল্যবান সময় গুলো বর্তমানে ফেসবুকে নষ্ট করছি এগুলা বাদ দিয়ে নিজের কর্মকে মূল্যায়ন করুন নিজের ধর্মকে মূল্যায়ন করুন পরিবারকে সময় দিন ইনশাল্লাহ সব দিক থেকে ভালো থাকবেন দুনিয়ার জীবনে এগিয়ে যাবেন।
ইন শা আল্লাহ্...❤️

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার! জাতীয় দলের ক্রিকেট প্লেয়ার স্পিন বোলার নাসুম আহমেদ যার টি টুয়েন্টি ম্যাচ ফি ২ লাখ টাকা...
06/09/2025

ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার!

জাতীয় দলের ক্রিকেট প্লেয়ার স্পিন বোলার নাসুম আহমেদ যার টি টুয়েন্টি ম্যাচ ফি ২ লাখ টাকা সেই ছেলে বউ নিয়ে আলাদা বাসায় থাকে আর বাবা,

নাসুমের বাবা সিলেটের হাউজিং রোডের সিকিউরিটি গার্ডের চাকরি করে নিজের খরচ চালিয়ে জীবন চালিয়ে যাচ্ছেন তার বেতন ৮ হাজার টাকা,

নাসুমের বাবা নাসুমকে ক্রিকেটার বানানোর জন্য রিক্সা চালিয়ে, রংয়ের কাজসহ বিভিন্ন কস্টের কাজ করে তাকে প্লেয়ার হিসেবে গড়ে তুলেন এবং এলাকা বাসি জানায় বিয়ের পরপরই বাবার সাথে সম্পর্ক খা'রা'প হয়ে যায় নাসুমের এবং বাবার সাথে স'ম্পর্ক নাই প্রায় ৪ বছর ধরে,

'' আমার ছেলের প্রতি আমার কোনো অভি'যো'গ নাই সে ভালো থাকুক এবং জীবনে আরোও অনেক বড় হউক, আমি সবসময়ই এটাই চাই।

নাসুমের বাবা 🗣️

06/09/2025

একটা মৃত ব্যক্তিকে কবর থেকে তুলে লাশ পুড়িয়ে দেয়া আপনি কিভাবে দেখছেন।

06/09/2025
কি হিংসে হচ্ছে,,, 😃😃😃💪💪
04/09/2025

কি হিংসে হচ্ছে,,, 😃😃😃💪💪

Address

Ratankandhi
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুরুব্বী ヅ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share