12/04/2024
বর্তমানে হর হামেশা একটা কথা ব্যাপক প্রচলিত। আমরা যারা অনলাইনে কাজ দেবার কথা বলি, তারা নাকি টাকা পেমেন্ট হবার পর ব্লক করে দেই। কথাটা অমূলক নয়। এইজন্য এখন অনলাইন জবের কথা বললে মানুষজন আর বিশ্বাস করতে চায় না।
এখানে আমি কিছু কথা বলতে চাই। সেটা হলো বর্তমানে সবাই চায় চাকুরী বা পড়াশোনার পাশাপাশি পার্টটাইম জব করে বা বেকার যারা আছেন, তারা চাচ্ছেন এই মাধ্যমে কিছু করে স্বাবলম্বী হবার জন্য। এইজন্য তারা বাড়িতে বসে কাজের কথা শুনে সাথে সাথে সেগুলোর ফিডব্যাক দেয়া শুরু করে। আর এই সুযোগগুলো হাতিয়ে নিচ্ছে কিছু অসাধু প্রতিষ্ঠান। তারা এদের বিশ্বাসকে পুঁজি করে টাকা হাতিয়ে নেয়ার পর সমস্ত যোগাযোগ বন্ধ করে দেয়। পরবর্তীতে আমরা যারা দীর্ঘদিন যাবৎ এই অনলাইন পেশায় সংযুক্ত, তারা যদি কিছু বলি, তখন তো তার সেটা বিশ্বাস করেই না, উল্টো অশ্রাব্য গালিগালাজ শুনতে হয় আমাদের।
এইজন্য আমার পরামর্শ এটাই যে, আগে সবকিছু সম্পর্কে জানুন, বুঝুন। তারপর সেখানে যোগদানের কথা চিন্তা করবেন। কারন আমরা যারা অনলাইন পেশার সাথে সংযুক্ত, তারা সবাই জানি যে এই পেশায় যোগ দিতে গেলে জয়েন ফি বা কোর্স ফি বা অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন ফি দিতে হয়। ফ্রি তে এই সেক্টরে জয়েন করা যায় না। নূন্যতম কিছু ফি লাগে এখানে। তাই ভালোভাবে যাচাই বাছাই করে জয়েন হবেন।
প্রতারকদের পাল্লায় পড়ে নিজের বিশ্বাস আর অর্থ জলাঞ্জলি দিবেন না।
সুব্রত মল্লিক
মাই ড্রিম ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্ম।
www.mydreamdigital.com