04/06/2024
৪ কোটি টাকা বাজেটে ১৭৮ কোটি টাকা আয় করা মুভি (Premalu) নিয়ে খুব আলোচনা হচ্ছিলো। তাই দেখলাম, বেশির ভাগ মানুষকে যদি জিঞ্জাসা বা জিঙ্গেস করা হয়। এখানে তার প্রিয় চরিত্র কে তাহলে কেউ বলবে সচীন, কেউ রেণু খুব অল্প সংখ্যক মানুষ আবার সাপোর্টিভ ফ্রেন্ডটার কথা বলবে।
কিন্তু আমি বলবো মুভির লাস্ট পার্টে যাকে ভিলেন প্রমাণ করছে মানে আদি আমার প্রিয় চরিত্র।
রেণু এখানে প্রথম থেকেই আমাদের সমাজে কিছু অত্যন্ত চালাক প্রকৃতির কিছু মেয়ের মতো নিজের কাছে স্ট্যাবল কাউকে রাখতে চেয়েছে, তাই আদির সাথে এইটা একটা না প্রেম, না রিজেকশন এমন ভাব নিয়ে রেখেছে সো কলড ফ্রেন্ডশীপ মেইন্টেন করেছে, তাকে খুব স্মার্ট এবং বুদ্ধিমান মেয়ে হিসেবে দেখানো হয়েছে, সে খুব ভালো করেই বুঝতো আদি তাকে পছন্দ করছে অনেক, তাই ভবিষ্যতে আদি যাতে কষ্ট না পায় সে আদিকে প্রথমেই স্পস্টভাবে বুঝিয়ে দিতে পারতো সে আদিকে পছন্দ করেনা তা না করে আমরা আদির প্রতি তার খুব কেয়ারিং মনোভাব দেখেছি। আবার যখন সচীন তাকে প্রপোজ করলো তখন সে সচীন কেও মানা করে দিয়েছে সোজাসোজি। যেমনটা রেণু চেয়েছিলো বিয়ে করার জন্য একজন well settled কাউকে। ঠিক সচীনের যখন বিদেশে যাওয়া কনফার্ম হয়ে গেলো রেণু ৯০° পাল্টি খেয়ে গেলো। এবং সচীনকে ভালোবেসে ফেললো। আদি ছেলেটা ইনোসেন্টলি রেণুকে ভালোবেসেছে শুরু থেকেই। এবং শেষ মুহূর্তে সে যা করেছে সে বেস্ট করেছে। আর রেণু নিজের টার্গেটে ফুলফিল করেছে। দুইটা বলদ মার্কা ছেলেকে ঘুরায় গেছে শুধু। মানুষ হুদাই আজাইরা লাভ, ইমোশন মিশায় স্টেটাস দিয়ে উড়ায় ফেলতেসে কেউ একটু গভীর ভাবে ভাবছেই না...!!!
এখন কথা হইলো এমন রেণু আমাদের আসে পাশে অনেক আছে তাদের থেকে সাবধান। আপনি মেইল বা ফিমেইল যেই হন কথাটা সবার জন্যই প্রেম করলে প্রেমই করবেন, না করলে সৃষ্টিকর্তা আপনার জন্য কাউরে না কাউরে রেখেছে , কিন্তু "পরিচিত থাকি, ফ্রেন্ডশীপ রাখি আপাতত, ভাবছি..." এই সবে যাবেন তো আদির মতো লুজার হয়ে যাবেন...❤️
#হায়রে #এমনি #কপাল_সবই_কপাল