
02/02/2025
প্রিয় HSC/Alim’25 বিজ্ঞান /মানবিক ও ব্যবসায় বিভাগের পরীক্ষার্থী বন্ধুরা,
তোমরা ইতোমধ্যে জেনেছ যে, তোমাদের এইচএসসি ও আলিম পরীক্ষা সামনেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই বলা যায় বোর্ড পরীক্ষার জন্য তোমাদের হাতে খুব বেশি সময় নেই। এজন্যই বোর্ড পরীক্ষার পূর্বে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন, পরীক্ষাভীতি দূরীকরণ এবং খুঁটিনাটি ভুলগুলো শুধরে নিয়ে বোর্ড পরীক্ষার জন্য তোমাদেরকে প্রস্তুত করার লক্ষ্যে অফলাইন সার্ভিসের সমন্বয়ে উদ্ভাস এর আয়োজন- “HSC/Alim 2025 মডেল টেস্ট (বিজ্ঞান বিভাগ) [অফলাইন]”। তোমাদের পরিপূর্ণ প্রস্তুতি নিশ্চিতকরণে কোর্সটিকে অধ্যায়ভিত্তিক পরীক্ষা, অধ্যায়ভিত্তিক রেকর্ডেড সলভ ক্লাস, অফলাইন বিষয়ভিত্তিক স্পেশাল ক্লাস ও ফাইনাল মডেল টেস্ট এর সমন্বয়ে সাজানো হয়েছে। এছাড়া প্রতিটি বিষয়ের উপর প্রদান করা হবে ১৩টি প্রশ্নব্যাংক (CQ + MCQ)।
মানবিক বিভাগ কে প্রদান করা হবে ৫টি প্রশ্নব্যাংক (CQ + MCQ)।
ব্যবসায় বিভাগ কে প্রদান করা হবে ৫টি প্রশ্নব্যাংক (CQ + MCQ)।
অধ্যায়ভিত্তিক পরীক্ষা
সম্পূর্ণ সিলেবাসের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে প্রতিটি বিষয়কে সিলেবাস এবং গুরুত্ব অনুযায়ী বিভক্ত করে সর্বমোট ২৯টি অধ্যায়ভিত্তিক পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি পরীক্ষার সকল প্রশ্নের বিস্তারিত সমাধানসহ সর্বমোট ২৯টি সল্যুশন বুক প্রদান করা হবে। যা তোমাদের ধারাবাহিক প্রস্তুতিকে অধিক কার্যকরী করে তুলবে।
অফলাইন বিষয়ভিত্তিক স্পেশাল ক্লাস
বোর্ড পরীক্ষায় ভালো করতে অধ্যায়ভিত্তিক পরীক্ষার উপর ১১টি বিষয়ভিত্তিক স্পেশাল অফলাইন ক্লাস নেওয়া হবে। অধ্যায়ভিত্তিক পরীক্ষায় তোমাদের যে টপিকগুলোতে ঘাটতি পরিলক্ষিত হবে তা এই ক্লাসের মাধ্যমে সমাধান হয়ে যাবে। যার ফলে তোমরা প্রতিটি বিষয়ের অধ্যায়ভিত্তিক সম্পূর্ণ প্রস্তুতি নিশ্চিত করে গুছিয়ে প্রস্তুতি সম্পন্ন করতে পারবে।
ফাইনাল মডেল টেস্ট
শেষ মুহূর্তের চূড়ান্ত প্রস্তুতি নিশ্চিতকরণের লক্ষ্যে এই ধাপে থাকছে ১৩টি ফাইনাল মডেল টেস্ট। প্রতিটি মডেল টেস্টের সকল প্রশ্নের বিস্তারিত সমাধানে থাকছে ১৩টি সল্যুশন বুক। HSC/Alim বোর্ড পরীক্ষার অনুরূপ প্রশ্নপত্রে এই পরীক্ষাগুলো দেওয়ার মাধ্যমে তোমরা বোর্ড পরীক্ষার পূর্বেই নিজেকে সম্পূর্ণরূপে প্রস্তুত করতে পারবে।
► মডেল টেস্ট কেন প্রয়োজন?
বোর্ড পরীক্ষার প্রশ্নধারার সাথে পরিচিত হওয়া।
সৃজনশীল প্রশ্ন-উত্তর সম্পর্কে পরিষ্কার ধারণা লাভ।
পড়ালেখার ধারাবাহিকতা নিশ্চিতকরণ।
একই সিলেবাস একাধিকবার রিভিশন।
ভুলগুলো চিহ্নিত করে শুধরে নেওয়ার সুযোগ।
বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি অর্জন।
পরীক্ষাভীতি দূরীকরণ।
সঠিক প্রশ্ন নির্বাচনে দক্ষতা অর্জন।
যথাসময়ে পরীক্ষা শেষ করে উত্তরপত্র রিভিশন।
নম্বর বেশি পাওয়ার কৌশল আয়ত্তকরণ।
নিজের প্রস্তুতির অবস্থা সম্পর্কে স্বচ্ছ ধারণা অর্জন।
বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের পূর্বে পূর্ণ আত্মবিশ্বাস অর্জন।
► শুরু: ২২ ফেব্রুয়ারি, ২০২৫
► কোর্স ফি: ৭৫০০/- (সাত হাজার পাঁচশত টাকা) [১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ১০০০/- ছাড়ে ভর্তি চলছে, প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য ১০০০/- ছাড়]
► একনজরে কোর্স বিবরণী:
বিষয়ভিত্তিক CQ + MCQ প্রশ্নব্যাংক: ১৩টি
অধ্যায়ভিত্তিক পরীক্ষা: ২৯টি
অফলাইন বিষয়ভিত্তিক স্পেশাল ক্লাস: ১১টি
ফাইনাল মডেল টেস্ট: ১৩টি
অফলাইন বিষয়ভিত্তিক স্পেশাল ক্লাস: ১৩টি
পরীক্ষাভিত্তিক সল্যুশন বুক: ৪২টি