আমাদের সিরাজগঞ্জ OUR SIRAJGANJ

আমাদের সিরাজগঞ্জ OUR SIRAJGANJ উত্তরবঙ্গের প্রবেশদ্বার আমাদের সিরাজগঞ্জ জেলায় আপনাকে স্বাগতম।
(229)

বেলকুচি থানায় সিরাজউদ্দিন চৌধুরী নামক এক ভূস্বামী (জমিদার) ছিলেন। তিনি তাঁর নিজ মহালে একটি ‘গঞ্জ’ স্থাপন করেন। তাঁর নামানুসারে এর নামকরণ করা হয় সিরাজগঞ্জ। কিন্তু এটা ততটা প্রসিদ্ধি লাভ করেনি। যমুনা নদীর ভাঙ্গনের ফলে ক্রমে তা নদীগর্ভে বিলীন হয় এবং ক্রমশঃ উত্তর দিকে সরে আসে। সে সময় সিরাজউদ্দীন চৌধুরী ১৮০৯ সালের দিকে খয়রাতি মহল রূপে জমিদারী সেরেস্তায় লিখিত ভুতের দিয়ার মৌজা নিলামে খরিদ করেন। তি

নি এই স্থানটিকে ব্যবসা বাণিজ্যের প্রধান স্থানরূপে বিশেষ সহায়ক মনে করেন। এমন সময় তাঁর নামে নামকরণকৃত সিরাজগঞ্জ স্থানটি পুনঃ নদীভাঙ্গণে বিলীণ হয়। তিনি ভুতের দিয়ার মৌজাকেই নতুনভাবে ‘সিরাজগঞ্জ’ নামে নামকরণ করেন। ফলে ভুতের দিয়ার মৌজাই ‘সিরাজগঞ্জ’ নামে স্থায়ী রূপ লাভ করে। পাকিস্তান আমলের মহুকুমা সিরাজগঞ্জকে জেলায় ঘোষণা করা হয় ৩০শে জানুয়ারী, ১৯৮৪ সালে এবং প্রশাসনিকভাবে জেলার কার্যক্রম শুরু হয় ১৯৮৪সালের ১লা এপ্রিল। সিরাজগঞ্জ জেলা মোট ৯টি উপজেলায় বিভক্ত। এ গুলো হল বেলকুচি, কামারখন্দ, চৌহালি, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর, তাড়াশ, এবং উল্লাপাড়া এবং এই ৯টি উপজেলার অধীনে মোট থানা রয়েছে ১২টিঃ বেলকুচি, কামারখন্দ, চৌহালি, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর, তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা, এনায়েতপুর ও যমুনা সেতু পশ্চিম।

10/09/2025

ম্যালাদিন আগে এই পেজের এডমিন হবার সুবাদে আমার ইচ্ছা হইলো, সিরাজগঞ্জ জেলার আশে পাশে মোট ৬টি জেলায় যদি আমার একটা করেও বান্ধবী থাকে তাহলে যেদিক থেকেই দৌড়ানি খাই না কেন অন্তত কেউ না কেউ আশ্রয় দিবে। 🙆‍♂️

তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলে গেলাম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে। সামনের সিটেই টাঙ্গাইলের এক আপুর সিট। পুরো পরীক্ষায় নিজের খাতা দেখাইলাম। পরীক্ষা শেষে ফোন নাম্বারো নিলো। পরীক্ষা নিয়া নিজেই কনফিউজড ছিলাম, ভাবছিলাম ফোন কল আসবে না।
রেজাল্টের দিন অচেনা নাম্বার থেকে কল । বললো ভাইয়া, পাশ করেছি আপনে হেল্প না করলে আর পাশ হতো না।
তারপর অনেকদিন কেটে গেলো। হঠাৎ বউ একদিন বললো আমি কিন্তু সব বুঝি এগুলা বাদ দাও, বাদ দিলাম কারন আমি আবার বউয়ের কথা ফেলতে পারি না। 😁

ম্যালাদিন স্টপ থাকার পর ঢাকা যুব উন্নয়নে ট্রেনিং নিতে গেলাম। বাহ যায়া দেখি ৬৪জেলার ৬৪জন ট্রেনিং নিতে আসছে। কাছাকাছি পাবনা আর নাটোর জেলা থেকে অংশগ্রহণকারী দুইজনই মেয়ে।
দেখলাম এই তো সুযোগ। যেভাবেই হোক বাকীদের থেকে আমি যে সেরা সেটা দেখাতেই হবে। কিন্তু এক চামড়া ধলা ছ্যাড়ার প্রতি সবাই ক্রাশ খাচ্ছিলো। আমি হতাশ না হয়ে ট্রেনিং শেষের দিন তাদের দুজনকেই আলাদাভাবে ফোন নাম্বার দিয়ে বলে ছিলাম যদি কখনো মন খারাপ হয় এই নম্বরে কল দিও।
ভাবছিলাম কখনো কল আসবে না কিন্তু নিয়তির কি নির্মম ভালবাসা দুজনেই ১-২মাসের ব্যবধানে কল।
দুজনেরই বিয়ে ঠিক হলো, হঠাৎ একদিন তারা বললো, আমার কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, আপনি কিছু বলবেন না??
বললাম, তোমার দাম্পত্য জীবন সুন্দর হোক, এই দোয়া রইলো।
দোয়া দেয়ার পরেও আর কোনদিন যোগাযোগ করে নাই। এবা ক্যা 🥹

এবার পাইলাম বগুড়ায়, সিরাজগঞ্জের পোলাপানের নামে ব/দ/নাম করতে আইসা আমার ভক্ত হয়া গেলো। বললো আপনে আমাকে বিয়ে করবেন?
কইলাম আমার পরিবার মেনে নিবে না।
জিগায়, পরিবারের কে কে মেনে নিবে না?
কইলাম বউ আর বাচ্চা
এরপর আর কথা হয়নি 🥲

এরপর খুঁজে পাইলাম মানিকগইঞ্জা, শুনলাম জামাই বিদেশ থাকে। একদিন ৫০০ টাকা চাইছিলাম দেয় নাই, আত্মা ছোট দেইহা আর নক দেই নাই 😏

বাদ রইলো জামালপুর, ভাবছিলাম আর নাহ।
পরশুদিন হঠাৎ এক আপু পেজের ইনবক্সে ম্যাসেজ দিয়ে বলতেছে, আপনাদের সিরাজগঞ্জের সব ছেলেরাই ব/দ/মা/শ, প্র/তা/রক।
বললাম, সবাইকে টেষ্ট করা কি উচিত হয়েছে?
বলে, কথা সাবধানে বইলেন, আমার বাড়ি কিন্তু জামালপুর।
মনে মনে কইলাম, আরে আমি তো তোমারেই খুঁইজা বেড়াইতেছি
বলে, আপনাদের এলাকার একটা ছেলে আমার সাথে প্রতারণা করেছে।
বললাম, আপনি আসলে বেঁছে বেঁছে প্রতারকের সাথে প্রেম করেছেন।
এখন আইছেন আসল সৎ দয়াল থুক্কু লয়্যাল একজনের কাছে।
জিগায়, কে সে?
কইলাম- আমি 👨‍🔧

চলবে......

কথায় আছে না, এবিতি জরিনা পাটক্ষেত ছাড়ে না, আবার দিছে ছাগল কিনা 🤭🥱
10/09/2025

কথায় আছে না, এবিতি জরিনা পাটক্ষেত ছাড়ে না, আবার দিছে ছাগল কিনা 🤭🥱

10/09/2025

গতকাল রাতে ইনবক্সে এক মেয়ে আইডি থেকে ম্যাসেজ করেছে-
"এ দুলাভাই,,, ভালো আছেন নাহি??"

ম্যাসেজটা দেখে চিন্তায় পড়ে গেলাম, কারন আমার আপন বউয়ের সব আত্মীয়রে তো চিনি, বাট এরে তো চিনতেছি না 🤔

রিপ্লাইয়ে বললাম, আলহামদুলিল্লাহ ভালো আছি বাট আমার প্রথম পক্ষের সব আত্মীয়রে তো আমি চিনি, আপনে কোন পক্ষের? 😁

সে কি হিজিবিজি লিখে ব্লক দিয়া চলে গেছে 🙃 খুব কষ্ট পাইলাম, একটা জলজ্যান্ত শা/লি/কা হারাইলাম 🥹 (প্রমাণ কমেন্টে)

10/09/2025

সিরাজগঞ্জ সদর উপজেলায় নির্মাণাধীন ভবনের কাজে চাঁদা না দেওয়ায় সাইট ম্যানেজার ও শ্রমিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।
বিস্তারিত কমেন্টে....

10/09/2025

ইনবক্সে ডাকসু নির্বাচন নিয়া অনেকেই কাক্কার মতামত জানতে চেয়েছেন, কাক্বার মতামত👇

"তগোরে কাক্কীর কোন কাম কাজ পছন্দ না হইলেই যহুন পাশের বাড়ির জুলেখা ভাবীর কাম কাজই ভাল কয়া তুলনা দেই, তহুনি সে ভাবে আমার সাথে জুলেখা ভাবীর গো*পনে ইস্কি ডিস্কি চলতেছে" 🥹
হক কথা কওয়া যায় না..🥱

10/09/2025

আবারো আর্জেন্টিনার দেখানো পথে ব্রাজিলের হার 🥱

09/09/2025

ঘুম ধরছে বাট ঘুমাচ্ছি না কারণ না জানি কোন বিনোদন মিস হয়ে যায়🫣

09/09/2025

চ্যাতন নাহি?

09/09/2025

যাই কউ তাই কউ,
তাল গাছটা আমার 🫡

09/09/2025

চিঠির যুগ এখনো শেষ হয় নাই, সিরাজগঞ্জে চিঠি দিয়ে হুম*কি, পু/ড়িয়ে দেয়া হয়েছে রাইস মিল

কাক্কা কয়, কিরে তোরাই দেশ চালাস, তোরাই ভোট দ্যাস, আংগোরে মত বুড়া মাইনসের কোন দাম নাই 🥹 আগে কইছোস কাক্কা তোমার ভোট হয়া গে...
09/09/2025

কাক্কা কয়, কিরে তোরাই দেশ চালাস, তোরাই ভোট দ্যাস, আংগোরে মত বুড়া মাইনসের কোন দাম নাই 🥹 আগে কইছোস কাক্কা তোমার ভোট হয়া গেছে আর এহুন কস আমি বোলে ভোটারি না 🤔 ফ্যাক্ট: ডাকসু 🤭

কাক্কা এল্লা আগে ভোট দিয়া আইলো। জিগাইলাম কাক্কা লোকজন কেবা আইছে?
কয়-এহুন এল্লা "গায়েক" কম :p

09/09/2025

সিরাজগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা। চার জেলার অংশগ্রহণে আসছে ২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এবারের প্রতিযোগিতা।

এ উপলক্ষে রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবনের একেএম শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ রোইং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম।

সভায় জানানো হয়, “তারুণ্যের উৎসবে নতুন বাংলাদেশ গড়ে তোলা” শ্লোগান নিয়ে আবহমান বাংলার ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে শাহজাদপুর উপজেলার যমুনা নদী বা উল্লাপাড়া উপজেলার করতোয়া নদীর যেকোনো নিরাপদ স্থানে।

এবারের প্রতিযোগিতা তিনটি ক্যাটাগরিতে অনুষ্ঠিত হবে। সিরাজগঞ্জ ও পাবনা জেলা অংশ নেবে পানশী নৌকা ক্যটাগরিতে, টাঙ্গাইল ও মানিকগঞ্জ জেলা অংশ নেবে খেলনা নৌকা ক্যটাগরিতে, আর চার জেলা একসাথে অংশ নেবে কোষা নৌকা ক্যটাগরিতে।

আয়োজকদের প্রত্যাশা, জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা কেবল উৎসবমুখর পরিবেশই তৈরি করবে না, বরং ঐতিহ্যবাহী খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে সাংস্কৃতিক বন্ধনে আবদ্ধ করবে।

সূত্র: সিরাজগঞ্জ টাইমস

Address

Sirajganj
6700

Telephone

+8801911277352

Website

https://www.facebook.com/groups/amadersirajganjbd1

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের সিরাজগঞ্জ OUR SIRAJGANJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের সিরাজগঞ্জ OUR SIRAJGANJ:

Share

Our Story

বেলকুচি থানায় সিরাজউদ্দিন চৌধুরী নামক এক ভূস্বামী (জমিদার) ছিলেন। তিনি তাঁর নিজ মহালে একটি ‘গঞ্জ’ স্থাপন করেন। তাঁর নামানুসারে এর নামকরণ করা হয় সিরাজগঞ্জ। কিন্তু এটা ততটা প্রসিদ্ধি লাভ করেনি। যমুনা নদীর ভাঙ্গনের ফলে ক্রমে তা নদীগর্ভে বিলীন হয় এবং ক্রমশঃ উত্তর দিকে সরে আসে। সে সময় সিরাজউদ্দীন চৌধুরী ১৮০৯ সালের দিকে খয়রাতি মহল রূপে জমিদারী সেরেস্তায় লিখিত ভুতের দিয়ার মৌজা নিলামে খরিদ করেন। তিনি এই স্থানটিকে ব্যবসা বাণিজ্যের প্রধান স্থানরূপে বিশেষ সহায়ক মনে করেন। এমন সময় তাঁর নামে নামকরণকৃত সিরাজগঞ্জ স্থানটি পুনঃ নদীভাঙ্গণে বিলীণ হয়। তিনি ভুতের দিয়ার মৌজাকেই নতুনভাবে ‘সিরাজগঞ্জ’ নামে নামকরণ করেন। ফলে ভুতের দিয়ার মৌজাই ‘সিরাজগঞ্জ’ নামে স্থায়ী রূপ লাভ করে। পাকিস্তান আমলের মহুকুমা সিরাজগঞ্জকে জেলায় উন্নীত করা হ্য় ১লা এপ্রিল, ১৯৮৪ সালে। সিরাজগঞ্জের জেলা ৯টি উপজেলায় বিভক্ত। এ গুলো হল বেলকুচি, কামারখন্দ, চৌহালি, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর, তাড়াশ, এবং উল্লাপাড়া এবং থানা রয়েছে ১২টিঃ বেলকুচি, কামারখন্দ, চৌহালি, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর, তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা, এনায়েতপুর, যমুনা সেতু পশ্চিম।