10/09/2025
ম্যালাদিন আগে এই পেজের এডমিন হবার সুবাদে আমার ইচ্ছা হইলো, সিরাজগঞ্জ জেলার আশে পাশে মোট ৬টি জেলায় যদি আমার একটা করেও বান্ধবী থাকে তাহলে যেদিক থেকেই দৌড়ানি খাই না কেন অন্তত কেউ না কেউ আশ্রয় দিবে। 🙆♂️
তারই ধারাবাহিকতায় টাঙ্গাইলে গেলাম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে। সামনের সিটেই টাঙ্গাইলের এক আপুর সিট। পুরো পরীক্ষায় নিজের খাতা দেখাইলাম। পরীক্ষা শেষে ফোন নাম্বারো নিলো। পরীক্ষা নিয়া নিজেই কনফিউজড ছিলাম, ভাবছিলাম ফোন কল আসবে না।
রেজাল্টের দিন অচেনা নাম্বার থেকে কল । বললো ভাইয়া, পাশ করেছি আপনে হেল্প না করলে আর পাশ হতো না।
তারপর অনেকদিন কেটে গেলো। হঠাৎ বউ একদিন বললো আমি কিন্তু সব বুঝি এগুলা বাদ দাও, বাদ দিলাম কারন আমি আবার বউয়ের কথা ফেলতে পারি না। 😁
ম্যালাদিন স্টপ থাকার পর ঢাকা যুব উন্নয়নে ট্রেনিং নিতে গেলাম। বাহ যায়া দেখি ৬৪জেলার ৬৪জন ট্রেনিং নিতে আসছে। কাছাকাছি পাবনা আর নাটোর জেলা থেকে অংশগ্রহণকারী দুইজনই মেয়ে।
দেখলাম এই তো সুযোগ। যেভাবেই হোক বাকীদের থেকে আমি যে সেরা সেটা দেখাতেই হবে। কিন্তু এক চামড়া ধলা ছ্যাড়ার প্রতি সবাই ক্রাশ খাচ্ছিলো। আমি হতাশ না হয়ে ট্রেনিং শেষের দিন তাদের দুজনকেই আলাদাভাবে ফোন নাম্বার দিয়ে বলে ছিলাম যদি কখনো মন খারাপ হয় এই নম্বরে কল দিও।
ভাবছিলাম কখনো কল আসবে না কিন্তু নিয়তির কি নির্মম ভালবাসা দুজনেই ১-২মাসের ব্যবধানে কল।
দুজনেরই বিয়ে ঠিক হলো, হঠাৎ একদিন তারা বললো, আমার কিন্তু বিয়ে হয়ে যাচ্ছে, আপনি কিছু বলবেন না??
বললাম, তোমার দাম্পত্য জীবন সুন্দর হোক, এই দোয়া রইলো।
দোয়া দেয়ার পরেও আর কোনদিন যোগাযোগ করে নাই। এবা ক্যা 🥹
এবার পাইলাম বগুড়ায়, সিরাজগঞ্জের পোলাপানের নামে ব/দ/নাম করতে আইসা আমার ভক্ত হয়া গেলো। বললো আপনে আমাকে বিয়ে করবেন?
কইলাম আমার পরিবার মেনে নিবে না।
জিগায়, পরিবারের কে কে মেনে নিবে না?
কইলাম বউ আর বাচ্চা
এরপর আর কথা হয়নি 🥲
এরপর খুঁজে পাইলাম মানিকগইঞ্জা, শুনলাম জামাই বিদেশ থাকে। একদিন ৫০০ টাকা চাইছিলাম দেয় নাই, আত্মা ছোট দেইহা আর নক দেই নাই 😏
বাদ রইলো জামালপুর, ভাবছিলাম আর নাহ।
পরশুদিন হঠাৎ এক আপু পেজের ইনবক্সে ম্যাসেজ দিয়ে বলতেছে, আপনাদের সিরাজগঞ্জের সব ছেলেরাই ব/দ/মা/শ, প্র/তা/রক।
বললাম, সবাইকে টেষ্ট করা কি উচিত হয়েছে?
বলে, কথা সাবধানে বইলেন, আমার বাড়ি কিন্তু জামালপুর।
মনে মনে কইলাম, আরে আমি তো তোমারেই খুঁইজা বেড়াইতেছি
বলে, আপনাদের এলাকার একটা ছেলে আমার সাথে প্রতারণা করেছে।
বললাম, আপনি আসলে বেঁছে বেঁছে প্রতারকের সাথে প্রেম করেছেন।
এখন আইছেন আসল সৎ দয়াল থুক্কু লয়্যাল একজনের কাছে।
জিগায়, কে সে?
কইলাম- আমি 👨🔧
চলবে......