আমাদের সিরাজগঞ্জ OUR SIRAJGANJ

আমাদের সিরাজগঞ্জ OUR SIRAJGANJ উত্তরবঙ্গের প্রবেশদ্বার আমাদের সিরাজগঞ্জ জেলায় আপনাকে স্বাগতম।
(228)

বেলকুচি থানায় সিরাজউদ্দিন চৌধুরী নামক এক ভূস্বামী (জমিদার) ছিলেন। তিনি তাঁর নিজ মহালে একটি ‘গঞ্জ’ স্থাপন করেন। তাঁর নামানুসারে এর নামকরণ করা হয় সিরাজগঞ্জ। কিন্তু এটা ততটা প্রসিদ্ধি লাভ করেনি। যমুনা নদীর ভাঙ্গনের ফলে ক্রমে তা নদীগর্ভে বিলীন হয় এবং ক্রমশঃ উত্তর দিকে সরে আসে। সে সময় সিরাজউদ্দীন চৌধুরী ১৮০৯ সালের দিকে খয়রাতি মহল রূপে জমিদারী সেরেস্তায় লিখিত ভুতের দিয়ার মৌজা নিলামে খরিদ করেন। তি

নি এই স্থানটিকে ব্যবসা বাণিজ্যের প্রধান স্থানরূপে বিশেষ সহায়ক মনে করেন। এমন সময় তাঁর নামে নামকরণকৃত সিরাজগঞ্জ স্থানটি পুনঃ নদীভাঙ্গণে বিলীণ হয়। তিনি ভুতের দিয়ার মৌজাকেই নতুনভাবে ‘সিরাজগঞ্জ’ নামে নামকরণ করেন। ফলে ভুতের দিয়ার মৌজাই ‘সিরাজগঞ্জ’ নামে স্থায়ী রূপ লাভ করে। পাকিস্তান আমলের মহুকুমা সিরাজগঞ্জকে জেলায় ঘোষণা করা হয় ৩০শে জানুয়ারী, ১৯৮৪ সালে এবং প্রশাসনিকভাবে জেলার কার্যক্রম শুরু হয় ১৯৮৪সালের ১লা এপ্রিল। সিরাজগঞ্জ জেলা মোট ৯টি উপজেলায় বিভক্ত। এ গুলো হল বেলকুচি, কামারখন্দ, চৌহালি, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর, তাড়াশ, এবং উল্লাপাড়া এবং এই ৯টি উপজেলার অধীনে মোট থানা রয়েছে ১২টিঃ বেলকুচি, কামারখন্দ, চৌহালি, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর, তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা, এনায়েতপুর ও যমুনা সেতু পশ্চিম।

08/10/2025

জেলা প্রশাসন, সিরাজগঞ্জ‘র আওতাধীন উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের ১২টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ 👇

08/10/2025

আমি তখন জামতৈল হাজী কোরপ আলীতে ইন্টারে পড়ি । খেয়াল করতাম প্রতিদিন একজন মাঝবয়সী মানুষ আমাকে দেখলেই তাকিয়ে থাকতো।
সেও সাইকেল নিয়ে আসতো আমিও সাইকেল নিয়ে একদম শুনশান নিরব এলাকায় প্রায় একই সময়ে একে অপরকে ক্রস করে যেতাম।
একটা সময় ঐ লোককে দেখলেই মনে হতো নিশ্চিত ছেলে ধরা নইলে হ্লা এবা কইরা আমাক দেখে কেন?🤔

প্রায় এক বছর পর সে একদিন আমাকে রাস্তায় থামালো। আমার তো হাত পা কাঁপাকাঁপি অবস্থা (তহুন পুরাই অবাত্তি আছিলাম)।
আমার নাম জিগাইলো, বাপের নাম, গ্রামের নাম সব বললাম।
ও মা, একদিন পরে দেখি সেই লোক আমাদের বাড়িতে এসে বসে আছে।

মাকে জিগাইলাম, ঘটনা কি? এ লোক কেন আইছে?
মা কয়, এ মানুষটোর একটো সুন্দরী ছোট বোন আছে, তোরে আর্মির চাকুরী দিয়া বিয়া দিবার চায়। 😋
আমি তো শরমে পুরাই অস্থির, আর ভাবলাম হ্লা সরি হুমুন্দি এই কামের নিগাল আমাক ফলো করো আগে কইবানা? আগে কইলে আমিতি রেগুলার তোংগোরে বাড়িত যায়া ফলো দিতাম🤭
হেদিন খালি আব্বা রাজী থাকলিপারে হ্যার বুইনডোই আমার প্রথম বউ হইতো 🥱🤣

-রেজওয়ান

08/10/2025

ইনবক্সে এক আপুরে জিগাইলাম "আপু আপনার জামাই কি করে?"
সে প্রচন্ড ভাব নিয়ে বললো "বাহিরে থাকে"🙂

আমিও একটু ভাব নিয়া কইলাম "এহুন যে পরিমান বৃষ্টি আর ঠাডা পইরত্যাছে বাইরে থাকে কিহামে?
ঘরে জাগা দেন না?🙄 😂

08/10/2025

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি বেসরকারি হাসপাতালের সামনের ফুটপাত থেকে উদ্ধার হওয়া নবজাতক কন্যা শিশুকে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন ২৫ দম্পতি। এদের মধ্যে স্থানীয় সমাজসেবা অফিসে সশরীরে এসে আবেদন করেছেন ১৫ জন ও অনলাইনে যোগাযোগ করেছেন ৮ জন।

Send a message to learn more

আর এই পেজের কটকটি
08/10/2025

আর এই পেজের কটকটি

08/10/2025

তোমরা যারা বলো-কাক্কা নাই, কাক্কার দিন শেষ হয়ে গেছে, কাক্কা বুড়া হয়ে গেছে 😒
আচ্ছা, তোমরা কি কখনো কাক্কার ম্যাসেঞ্জার দেখেছো? 🤔🤣

সিরাজগঞ্জের পাঁচজন সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল নির্বাচনে সফল, তাদের পরিচয় নিচে দেয়া হলো👇গত ৯...
08/10/2025

সিরাজগঞ্জের পাঁচজন সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল নির্বাচনে সফল, তাদের পরিচয় নিচে দেয়া হলো👇

গত ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ জেলা থেকে পাঁচজন ছাত্র উজ্জ্বল সাফল্য অর্জন করেছেন। এই নির্বাচনে তারা বিভিন্ন পদে নির্বাচিত হয়ে জেলার ছাত্র সম্প্রদায়ের মাথা উঁচু করেছেন।

এই নির্বাচিত ছাত্রদের মধ্যে মোঃ রবিউল ইসলাম গণিত বিভাগের ছাত্র হিসেবে অমর একুশে হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত। তিনি শাহজাদপুর উপজেলার বাসিন্দা।

অন্যদিকে নির্বাচিত মোঃ মহসীন উদ্দিন (শাফি) গণিত বিভাগের ছাত্র এবং ফজলুল হক মুসলিম হলের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত। তার ঠিকানা গ্রাম-রায়পুর (মুন্সিবাড়ী), সিরাজগঞ্জ সদর থানা, সিরাজগঞ্জ। কলেজ জীবন কাটিয়েছেন ইসলামিয়া সরকারি কলেজ, সিরাজগঞ্জে।

তৃতীয় নির্বাচিত শাহীন আলম সালিমুল্লাহ মুসলিম হল সংসদের সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নির্বাচিত হয়েছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ছাত্র। তার ঠিকানা আজগড়া, বেলকুচি, সিরাজগঞ্জ। এসএসসি করেছেন এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা থেকে এবং এইচএসসি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে।

চতুর্থ নির্বাচিত মোঃ ফজলে রাব্বী সরকার ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের ছাত্র এবং কবি জসীম উদ্দীন হল সংসদের সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত। তার ঠিকানা জানপুর, সিরাজগঞ্জ সদর।

শেষ নির্বাচিত মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ফিন্যান্স বিভাগের ছাত্র এবং কবি জসীম উদ্দীন হল সংসদের সদস্য পদে নির্বাচিত। তার কলেজ নটর ডেম কলেজ, ঢাকা এবং গ্রাম পূর্ব লক্ষীকোলা, উপজেলা রায়গঞ্জ, জেলা সিরাজগঞ্জ।

এই সাফল্য সিরাজগঞ্জের ছাত্রদের মধ্যে উৎসাহ যোগিয়েছে এবং স্থানীয়ভাবে এটিকে একটি গৌরবের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচিত ছাত্ররা বলছেন, তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণের জন্য কাজ করবেন।

আমরা সিরাজগঞ্জবাসী প্রত্যাশা করি, শুধু ছাত্র কল্যান নয় অদূর ভবিষ্যতে নিজ এলাকার সেবাতে তারা ভূমিকা রাখবে।

07/10/2025

ঝাঐল ওভার ব্রীজ সংলগ্ন গভীর রাতে ডা/কা/তি মা/ম/লায় আট/ক দুজনের বাড়ি সয়দাবাদ ইউনিয়নে।
Sorry ঝাঐলবাসী 🥱

07/10/2025

দেশে আম পাবলিক বলতে আর কেউ আছে কি?
সবাই কেক বিক্রেতা, সবাই কাপল ব্লগার, সবাই টিকটকার, সবাই নেতা আর বাকি সব 10 Seconds back to back 🤭

কাঞ্চিত বইসা নোটার দিকে চোখ পড়তেই নোটা কয়, স্যার টেনশন হইরেন না, আমি "বদ না" 🤭
07/10/2025

কাঞ্চিত বইসা নোটার দিকে চোখ পড়তেই নোটা কয়, স্যার টেনশন হইরেন না, আমি "বদ না" 🤭

07/10/2025

চায়না বাঁধে চাইনিজ গ্যাদা 🥱

07/10/2025

ইংরেজি: দ্য ইগুয়ানা লিনেংটিং অন দ্যা ট্রি 🥱
সিরাজগঞ্জ: হুংগুইডো চ্যাল চ্যাল কইরা গাছে ওটে 😋
শুদ্ধ বাংলা: তারাই উত্তর দেন যারা নিজেদের খুব মডার্ন মনে করেন, আঞ্চলিকতায় যাদের এলার্জি 🥱😏

Address

Sirajganj
6700

Telephone

+8801911277352

Website

https://www.facebook.com/groups/amadersirajganjbd1

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের সিরাজগঞ্জ OUR SIRAJGANJ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আমাদের সিরাজগঞ্জ OUR SIRAJGANJ:

Share

Our Story

বেলকুচি থানায় সিরাজউদ্দিন চৌধুরী নামক এক ভূস্বামী (জমিদার) ছিলেন। তিনি তাঁর নিজ মহালে একটি ‘গঞ্জ’ স্থাপন করেন। তাঁর নামানুসারে এর নামকরণ করা হয় সিরাজগঞ্জ। কিন্তু এটা ততটা প্রসিদ্ধি লাভ করেনি। যমুনা নদীর ভাঙ্গনের ফলে ক্রমে তা নদীগর্ভে বিলীন হয় এবং ক্রমশঃ উত্তর দিকে সরে আসে। সে সময় সিরাজউদ্দীন চৌধুরী ১৮০৯ সালের দিকে খয়রাতি মহল রূপে জমিদারী সেরেস্তায় লিখিত ভুতের দিয়ার মৌজা নিলামে খরিদ করেন। তিনি এই স্থানটিকে ব্যবসা বাণিজ্যের প্রধান স্থানরূপে বিশেষ সহায়ক মনে করেন। এমন সময় তাঁর নামে নামকরণকৃত সিরাজগঞ্জ স্থানটি পুনঃ নদীভাঙ্গণে বিলীণ হয়। তিনি ভুতের দিয়ার মৌজাকেই নতুনভাবে ‘সিরাজগঞ্জ’ নামে নামকরণ করেন। ফলে ভুতের দিয়ার মৌজাই ‘সিরাজগঞ্জ’ নামে স্থায়ী রূপ লাভ করে। পাকিস্তান আমলের মহুকুমা সিরাজগঞ্জকে জেলায় উন্নীত করা হ্য় ১লা এপ্রিল, ১৯৮৪ সালে। সিরাজগঞ্জের জেলা ৯টি উপজেলায় বিভক্ত। এ গুলো হল বেলকুচি, কামারখন্দ, চৌহালি, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর, তাড়াশ, এবং উল্লাপাড়া এবং থানা রয়েছে ১২টিঃ বেলকুচি, কামারখন্দ, চৌহালি, কাজীপুর, রায়গঞ্জ, শাহজাদপুর, সিরাজগঞ্জ সদর, তাড়াশ, উল্লাপাড়া, সলঙ্গা, এনায়েতপুর, যমুনা সেতু পশ্চিম।