
01/07/2025
পুরুষ হওয়া সহজ নয় 🙂
আজ বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যাত্রী ছাউনির কর্নারে রিকশায় স্ট্রোক করে একজন রিকশাওলা মা রা গেছেন।
সবাই দেখে ভেবেছে তিনি ঘুমাচ্ছেন হয়তো। কিন্তু একজন বিকেলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে যায়। একটু আগে আবারো এইদিকে যাওয়ার সময় ঘুমন্তই দেখে। পজিশন দেখে সন্দেহ হওয়ায় তারা গায়ে হাত দিয়ে বুঝতে পারে তিনি মারা গেছেন।
বর্তমানে পুলিশ ও প্রক্টরিয়াল বডির দায়িত্বে আছে লাশ। এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ চেষ্টা করছে।
মানুষের জীবন কি অদ্ভুত! ক্লান্ত শরীরে বিশ্রাম নিতে এসেছিলেন বোধহয়। শরীরটা রিকশায় ছেড়ে দেওয়ার সাথে সাথেই হয়তো স্ট্রোক হয়েছে।
আল্লাহ জান্নাতবাসী করুন তাকে।
- Dark Stories Of Student Politics In DU