Ak Arif 909 প্রোফাইল রিভিউ করতে আসার জন্য
আপনাকে অসংখ্য ধন্যবাদ 🥰

🥺 আমি খুব বেশি কিছু চাই না, শুধু…• রাতে ঘুমানোর আগে কেউ বলুক: “ঘুমিয়ে পড়ো, স্বপ্নে আমিই আসব…”• সকালে ঘুম ভাঙার পর কেউ বল...
14/07/2025

🥺 আমি খুব বেশি কিছু চাই না, শুধু…

• রাতে ঘুমানোর আগে কেউ বলুক:
“ঘুমিয়ে পড়ো, স্বপ্নে আমিই আসব…”

• সকালে ঘুম ভাঙার পর কেউ বলুক:
“বাকা চুলটাও কিউট লাগছে আজ!”

• আর মাঝে মাঝে হঠাৎ করেই বলুক:
“তোমাকে ছাড়া আমার দিনটাই ভালো লাগে না…”

সবাই বলে, এসব বই আর সিনেমায় হয়…
কিন্তু আমি বিশ্বাস করি, কেউ একজন ঠিক আসবে।

হয়তো এই পোস্টটা পড়ে চুপ করে লাইক দিয়ে চলে যাবে,
কিন্তু যদি মনে মনে একটু হাসো…
তাহলে ইনবক্সটা করে ফেলো না হয় 😉💬

এটা কতটা সত্য
08/07/2025

এটা কতটা সত্য

আমিও চেয়েছিলাম আমার একটা মানুষ হোক, আমার শুন্যতায় কারো মনে ব্যথা হোক, আমাকে এক নজর দেখার জন্য কেউ ছটফট করুক, আমাকে বুকে ...
07/07/2025

আমিও চেয়েছিলাম আমার একটা মানুষ হোক, আমার শুন্যতায় কারো মনে ব্যথা হোক, আমাকে এক নজর দেখার জন্য কেউ ছটফট করুক, আমাকে বুকে জরিয়ে ধরার জন্য কেউ বাহানা করুক, কিন্তু এই পৃথিবী আমাকে ভালোবাসার মানুষ দেয়নি..!

অপূর্ণতার কাব্য,সন্ধ্যা নেমে আসছিল ধীরে ধীরে। শহরের নিয়ন আলোয় যখন রাস্তাগুলো ঝলমল করছে, তখন আমার পৃথিবীটা ডুবে যাচ্ছিল এ...
07/07/2025

অপূর্ণতার কাব্য,
সন্ধ্যা নেমে আসছিল ধীরে ধীরে। শহরের নিয়ন আলোয় যখন রাস্তাগুলো ঝলমল করছে, তখন আমার পৃথিবীটা ডুবে যাচ্ছিল এক গভীর অন্ধকারে। প্রিয়জনের হাত ধরে হেঁটে যাওয়া পথগুলো আজ বড্ড অচেনা লাগছে। প্রতিটি পদক্ষেপে যেন বুক চিরে বেরিয়ে আসছে অব্যক্ত যন্ত্রণা।
আমাদের ভালোবাসার শুরুটা ছিল বসন্তের প্রথম ফুলের মতো স্নিগ্ধ। একরাশ স্বপ্ন আর অগণিত প্রতিশ্রুতি নিয়ে আমরা একে অপরের হাত ধরেছিলাম। ভেবেছিলাম, এই পথ অনন্ত, এই ভালোবাসা অমর। কিন্তু সময়ের সাথে সাথে সব রঙ ফিকে হতে শুরু করলো। ছোট ছোট অভিমান, ভুল বোঝাবুঝি আর না বলা কথাগুলো যেন দেয়াল হয়ে দাঁড়াল আমাদের মাঝে।
আমি চেষ্টা করেছি, বারবার চেষ্টা করেছি সেই দেয়াল ভাঙতে। কিন্তু তুমি হয়তো ক্লান্ত হয়ে পড়েছিলে, অথবা তোমার পথটা অন্য কোথাও বাঁক নিয়েছিল। একসময় যে চোখগুলোয় আমার জন্য অফুরন্ত ভালোবাসা দেখতাম, সেই চোখেই আজ শুধু শূন্যতা। যে কণ্ঠস্বর আমার নাম ধরে ডাকলে হৃদয়ে সুর বাজতো, সেই কণ্ঠেই আজ শুধু নীরবতা।
ভালোবাসা যখন শেষ হয়, তখন শুধু একজনই কাঁদে না। দুজনেই কাঁদে, তবে ভিন্ন উপায়ে। একজন হয়তো চিৎকার করে কাঁদে, তার কষ্টগুলো প্রকাশ পায় চোখের জলে। আর অন্যজন নীরবে কাঁদে, তার কষ্টগুলো চাপা পড়ে যায় হাসির আড়ালে। আমি ছিলাম সেই দ্বিতীয়জন। সবার সামনে হাসিমুখে থাকলেও, রাতের নিস্তব্ধতায় আমার বালিশ ভিজে যেত চোখের জলে।
সবচেয়ে কষ্টকর ছিল সেই স্মৃতিগুলো, যা এখন শুধুই অতীত। তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রতিটি হাসি, প্রতিটি স্পর্শ—সবই এখন তীক্ষ্ণ তীরের মতো বিঁধে। মনে হয় যেন বুকের ভেতরটা কেউ শূন্য করে দিয়েছে। এক বুক শূন্যতা নিয়ে আমি আজ দাঁড়িয়ে আছি একাকী, বৃষ্টির ফোঁটাগুলো আমার চোখের জলের সাথে মিশে একাকার হয়ে যাচ্ছে। এই বৃষ্টি যেন আমার ভেতরের কষ্ট আর যন্ত্রণার প্রতিচ্ছবি।

আমরা যারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ বলি
26/06/2025

আমরা যারা সুস্থ আছি আলহামদুলিল্লাহ বলি

23/06/2025

দাম্পত্য জীবনে সঙ্গীর প্রেম-ভালোবাসা, আদর, যত্ন যারা পায়, তারাই জগতে সবচেয়ে সুখী মানুষ।

20/06/2025

আল্লাহর উপর ভরসা করো,
মানুষ বদলে যায়, কিন্তু রব কখনো বদলায় না।

16/06/2025

আমি চাই
কোন এক গরিব বাবার রাজকন্যা আমার বউ হোক 🌹

13/06/2025
Eid Mubarak  🇸🇦🇧🇩🇸🇦
06/06/2025

Eid Mubarak 🇸🇦🇧🇩🇸🇦

05/06/2025

🇸🇦🇸🇦

উনার কারণেই বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ বাংলাদেশকে চিনতে শুরু করেছে,  আপনি কি আমার কথার সাথে সহমত 👍 আর অবশ্য হ্যাঁ উনাকে...
04/06/2025

উনার কারণেই বিভিন্ন দেশের বিভিন্ন মানুষ বাংলাদেশকে চিনতে শুরু করেছে, আপনি কি আমার কথার সাথে সহমত 👍
আর অবশ্য হ্যাঁ উনাকে চিনে থাকলে অবশ্যই উনার নামটা বলে যাবেন

Adresse

Democratic Republic Of The

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque Ak Arif 909 publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager