31/12/2024
-একটা মেয়ে কে ভালোবাসতে বাধ্য করে,
তুমি নিজে বদলে যাও! 😢🖤
মেয়েটা তো তোমাকে ভালোবাসতে চাইনি,
তোমার জন্য পাগলামিও করে নি।🥺
একটা মেয়ে যখন তোমাকে পাত্তা দেই না, তখন তুমি কি না করো,
পাগলামি করতে করতে ভালোবাসতে
বাধ্য করো তাকে। সে যা বলবে তাই করবে, যেমনে চলতে বলবে ,তেমন করেই চলবে। যেকোনো মূল্যে তুমি তাকে পাওয়ার চেষ্টা করো। 😌
-আর যখন সেও তোমার প্রেমে পড়ে যায়, তোমার ভালোবাসায় পাগল হয়ে যায়।
তখন তুমি নিজেই বদলে যাও!🖤🙂
নিজের ইচ্ছে মতো চলো, অবহেলা করো! 🖤😥
-তাহলে কি প্রাপ্তিতেই সমাপ্তি ! 💔😅
পেয়ে গেলে মানুষের কদর বুঝে না।
সে যখন তোমাকে ছাড়া থাকতে পারে না,
তখন তুমি বুঝিয়ে দাও, তুমি তাকে ছাড়া ভালো আছো।😊
হয়তো পরিবারের নয়তো অন্য কোন না কোন অজুহাত দিয়ে ,
ছেড়ে চলে যাও। 😢
-কই গেলো রে ,,তোমার এতো ভালোবাসা,
কই গেলো তোমার এতো পাগলামি,
তোমার অবহেলা সহ্য করতে না পেরে
যখন সে নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে, 🙂
একটু ভালো থাকার জন্য, তখন তোমার মনে হবে সে অন্য কাউকে পছন্দ করে, 🖤
ঐ সময় সে তোমার কাছে বেইমান হয়ে যায়।😥
-বা'হ্" কি সুন্দর নিয়ম তোমার,😅
তুমি তো ভাই ,তারে কখনো গুরুত্বই দাও নাই। দিনে দিনে তুমি তারে, মানসিক রোগি বানাই দিছো। 😭কয়দিন আর ,সে তোমার এত অবহেলা সইবে তোমার পিছে এমন করে পড়ে থাকবে। সেও তো দিন শেষে একজন মানুষ,😅
সেও তো ভালো থাকতে চায়।😔
-নিজের ইচ্ছে মতো অবহেলা করবা, যখন যা ইচ্ছে তাই করবা, তাতে কোন দোষ নেই। 🥺
আর সে এটা সহ্য করতে না পেরে অন্য কোন ডিসিশন নিলে সব তার দোষ!! 💔😅
অনুভূতির গল্প
゚
゚