
26/05/2025
কার্লো আনচেলত্তির অধীনে ব্রাজিল দলের প্রথম স্কোয়াড ঘোষণা!
দলে নতুন মুখের পাশাপাশি পরিচিত তারকারাও রয়েছেন।
দলে ফিরেছে রিয়াল বেতিসে উড়তে থাকা আন্তনি, এবং কার্লোর প্রিয় ছাত্র ক্যাসেমিরো ! সেই সাথে যুক্ত হয়েছে উঠতি তারকা উইলিয়ান এস্তেভাও। আবারো নেইমার ছাড়া ব্রাজিলের স্কোয়াড ঘোষণা!
আর কত অপেক্ষা করতে হবে তোমাকে ব্রাজিলের জার্সি গায়ে দেখার জন্য?
গোলকিপার পজিশনে
আলিসন, বেন্টো, হুগো সোসা।
ডিফেন্স সামলানোর ডাক পেয়েছেন:
আলেক্স সান্দ্রো, রিবেইরো, বেরালদো, কার্লোস অগাস্টো, দানিলো, ওর্তিজ, মার্কিনিয়োস, ভান্ডারসন, ওয়েসলি।
মিডফিল্ডার কন্ট্রোল করবেন যারা:
আন্দ্রেয়াস পেরেইরা, আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারায়েস, কাসেমিরো, এডারসন, গেরসন।
আক্রমণ ভাগের অস্ত্র হিসেবে যাদের বেছে নিয়েছে:
আন্তনি, এস্তেভাও, মার্টিনেল্লি, মাতেউস কুনিয়া, রাফিনিয়া, রিচার্লিসন, ভিনিসিয়ুস জুনিয়র।
আনচেলত্তির অধীনে নতুন যুগের সূচনা কি সফল হবে? অপেক্ষায় ফুটবল বিশ্ব!