Hasan tarek FM

Hasan tarek FM Hi i am Hasan tarek FM Digital Marketing Expert. Do you want to grow your business on social media?freelancer Hasan tarek fm. md hasan tarek

Hi i am freelancer Hasan Tarek fm. Digital marketing expart

12/05/2025

নবীজী হযরত মুহাম্মদ (সা.) – মানবতার শ্রেষ্ঠ আদর্শ

“তোমাদের মধ্যে যে ব্যক্তি চরিত্রে উত্তম, সেই ব্যক্তি আমার নিকটতম হবে কিয়ামতের দিনে।”
— (তিরমিজি: ২০১৮)

হযরত মুহাম্মদ (সা.) ছিলেন দয়ালু, বিশ্বস্ত, বিনয়ী ও সর্বোপরি সকলের কল্যাণে নিবেদিত। তিনি শুধু একজন ধর্মীয় নেতা নন, বরং একজন মহান নেতা, শিক্ষক ও আদর্শ মানুষ।
তাঁর জীবনচরিত আমাদের শিক্ষা দেয় কিভাবে সত্য, ধৈর্য ও ন্যায়বিচার নিয়ে জীবন যাপন করতে হয়।

আসুন, আমরা তাঁর সুন্নাহ অনুসরণ করে জীবনে শান্তি ও সফলতা লাভ করি।

সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

11/05/2025
11/05/2025

রাতের নীরবতায় প্রিয় নবীজিকে স্মরণ

যখন সমস্ত দুনিয়া ঘুমিয়ে পড়ে, তখন একজন মুমিনের হৃদয় জেগে থাকে প্রিয় নবীজির (সা.) ভালোবাসায়।
তিনি আমাদের জন্য অশ্রু ঝরিয়েছেন, রাতের অন্ধকারে দাঁড়িয়ে উম্মতের জন্য দোয়া করেছেন।

তিনি বলতেন:
"হে আল্লাহ! আমার উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করছি।"
(হাদীস – তাবারানী)

চলো আমরা আজ রাতেও প্রিয় নবীজিকে বেশি বেশি দরুদ পাঠ করি।
কারণ তিনি বলেছেন:
"যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর দশটি রহমত বর্ষণ করেন।"
(সহীহ মুসলিম)

اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

শুভ রাত্রি। নবীজির ভালোবাসায় রাত হোক পূর্ণ বরকতের

09/05/2025

---

জুমার নামাজের গুরুত্ব
রাসূলুল্লাহ (সা.) বলেছেন—
"যে ব্যক্তি জুমার দিন ভালভাবে অজু করে, আগেভাগে মসজিদে আসে, ইমামের কাছাকাছি বসে মনোযোগ দিয়ে খুতবা শোনে এবং কোনো ধরনের অনর্থক কাজ করে না—তার প্রত্যেক কদমের বদলে এক বছরের রোজা ও নামাজের সওয়াব লেখা হয়।"
— (তিরমিজি)

জুমার নামাজ কোনো সাধারণ নামাজ নয়। এটি মুসলমানদের জন্য সাপ্তাহিক ঈদ ও সম্মিলিত ইবাদতের দিন। আসুন, সময়মতো জুমার নামাজ আদায় করি এবং নিজের আত্মাকে পবিত্র রাখি।

জুম্মা মুবারক!

09/05/2025

---

الْجُمُعَةُ مُبَارَكَة
Jummah Mubarak

قَالَ رَسُولُ اللَّهِ ﷺ:
"خَيْرُ يَوْمٍ طَلَعَتْ عَلَيْهِ الشَّمْسُ يَوْمُ الْجُمُعَةِ..."
(رواه مسلم)

অর্থ:
সবচেয়ে উত্তম দিন যার ওপর সূর্য উদিত হয় তা হলো জুম্মার দিন।
(সহিহ মুসলিম)

আসুন, আজকের এই ফজিলতপূর্ণ দিনে বেশি বেশি ইবাদত ও দরুদ পাঠ করি।
সকলের জন্য শান্তি, রহমত ও বরকতের দোয়া রইলো।

জুম্মা মুবারক

08/05/2025

"সবাই ভাবে আমি হাসিখুশি, অথচ ভেতরে কতটা ভাঙা—তা কেউ বুঝে না। মনটা শুধু একটু বুঝতে চায়, ভালোবাসা নয়..."

08/05/2025

"যার ভরসা আল্লাহর ওপর, সে কখনো নিরাশ হয় না।"
আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার প্রতি তাওয়াক্কুল (ভরসা) এমন এক শক্তি, যা দুঃসময়ে শান্তি দেয়, আশাহীনতায় আশার আলো দেখায়।
কুরআনে বলা হয়েছে:

"…যে আল্লাহর উপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট।"
(সূরা তালাক, আয়াত ৩)

আসুন, প্রতিটি কাজে আল্লাহর ওপর ভরসা রাখি, দোয়ার হাত উঁচু করি, ইনশাআল্লাহ ভালো ফলই পাবো

23/04/2025

সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ।- হযরত আলী (রাঃ)

23/04/2025

আস্সালামুআলাইকুম

শুভ সকাল
20/04/2025

শুভ সকাল

Address

Dhaka.
Sirajganj
6720

Alerts

Be the first to know and let us send you an email when Hasan tarek FM posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hasan tarek FM:

Share