গঞ্জের কথা-Gonjer Kotha

গঞ্জের কথা-Gonjer Kotha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গঞ্জের কথা-Gonjer Kotha, Digital creator, Sirajganj.

সোনালী শৈশব, স্কুল, মাঠ, ঘাট, হাট, পুকুর, নদী, পেরিয়ে জীবন ছুটে যায় শহরের দিকে।
সাথে বয়ে চলে আমাদের বাঙালী ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। এসব নিয়েই আমাদের গঞ্জের কথা।

হৈমবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: শৈশব, শিক্ষা, স্বপ্ন আর স্মৃতির এক অপরূপ যাত্রা❤️
30/06/2025

হৈমবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: শৈশব, শিক্ষা, স্বপ্ন আর স্মৃতির এক অপরূপ যাত্রা❤️

সব বিদ্যার গল্প শুরু হয় এক অনন্য যাত্রা দিয়ে। আমাদের বেড়ে ওঠার সেই যাত্রা শুরু হয়েছিল স্কুলের সবুজ আঙিনা আর খ....

আমরা আবারও আসছি কুইজ প্রোগ্রাম নিয়ে 😊❤️গঞ্জের কথা-Gonjer Kotha র সঙ্গেই থাকুন❤
30/06/2025

আমরা আবারও আসছি কুইজ প্রোগ্রাম নিয়ে 😊❤️
গঞ্জের কথা-Gonjer Kotha র সঙ্গেই থাকুন❤

বর্ষার সৌন্দর্য দেখতে চাইলে রেশম বাড়ি আসতে হবে❤🙂       #রেশমবাড়ি  #বর্ষা   #বর্ষারসৌন্দর্য
29/06/2025

বর্ষার সৌন্দর্য দেখতে চাইলে রেশম বাড়ি আসতে হবে❤🙂

#রেশমবাড়ি #বর্ষা #বর্ষারসৌন্দর্য

সিরাজগঞ্জের কোথায় এটা বলেন দেখি কে পারে😁❤
28/06/2025

সিরাজগঞ্জের কোথায় এটা বলেন দেখি কে পারে😁❤

এটাই সেই বাংলাদেশ, যেখানে ধর্ম বা পেশাগত পরিচয় মুখ্য নয়, ‘মানুষ’, ‘নিবেদিত কর্মী’ পরিচয়ই যথেষ্ট। শুধু এইটুকুর জন্যই ত...
26/06/2025

এটাই সেই বাংলাদেশ, যেখানে ধর্ম বা পেশাগত পরিচয় মুখ্য নয়, ‘মানুষ’, ‘নিবেদিত কর্মী’ পরিচয়ই যথেষ্ট। শুধু এইটুকুর জন্যই তাকে সম্মান করা যায়।

এই স্কুলের একজন ক্লিনার, বাবু সন্তোষ লাল প্রায় ৩৫ বছর ধরে সেখানে কাজ করেন। ১৯৭৩ সালে সন্তোষ লালের মা সুন্দরী রাণী স্কুলের পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ শুরু করেন। বিয়ের পর তার স্বামী, মানে সন্তোষ লালের বাবা কানু লালও এই স্কুলের পরিচ্ছন্নতার দায়িত্ব নেন। এরপর স্কুলের পরিচ্ছন্নকর্মীর দায়িত্ব নেন সন্তোষ লাল। বিয়ের পর তার স্ত্রী সনজু রাণীও এখানে পরিচ্ছন্নকর্মী হিসেবে কাজ শুরু করেন।

প্রায় ৩৫ বছর কাজ করে অবসরে যাওয়ার সময় হয় সন্তোষ লালের। শরীরও আর সায় দিচ্ছিলো না। ভেবেছিলেন নিরবে নিভৃতেই চলে যাবেন। কিন্তু কি অদ্ভুত ব্যাপার! এক সকালে শুনতে পেলেন তার অবসর উপলক্ষে স্কুল তাকে একটা বিদায় সংবর্ধনা দেবে। গিয়ে দেখেন, রীতিমতো হল সাজিয়ে, চেয়ার পেতে, ব্যানার টাঙিয়ে ঘটা করে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে! পুরো স্কুলে সাজ সাজ রব। ছেলে-মেয়েরা তার জন্য ছোটাছুটি করছে। শিক্ষকরাও ভীষণ ব্যস্ত অনুষ্ঠান নিয়ে।

সন্তোষ জানতে পারেন স্কুলের বর্তমান আর সাবেক ছাত্র-ছাত্রীরা চাঁদা তুলে এই আয়োজন করেছে। সেকি আয়োজন! বক্তৃতা, ব্যান্ড বাদ্য, স্কাউটদের গার্ড অব অনারের মধ্যদিয়ে সন্তোষ লালের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠানে প্রাক্তন শিক্ষক, পুরানো ছাত্র-ছাত্রীরা হাজির হয়ে রীতিমতো চমকে দিয়েছেন সন্তোষ লালকে। আর কত কত উপহার! আসবাবপত্র, দৈনন্দিন কাজে লাগে এমন সব জিনিস। সেই সাথে ৪ লাখ টাকা, যাতে তার অবসর জীবনটা একটু হলেও নির্ভার কাটে। বিদায় সংবর্ধনা শেষে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে সন্তোষ লালকে।

আমরা তো এই বাংলাদেশ চেয়েছিলাম। কোথাও কোনো বৈষম্য থাকবে না, যে যার কাজের কারণে সম্মানিত হবেন ❤️

ফেনী সেন্ট্রাল হাইস্কুল কর্তৃপক্ষ মানবিক বাংলাদেশের এক অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।

প্রশ্ন কঠিন হতেই পারে, কিন্তু তোমরা তার চেয়েও বেশি দৃঢ়।নিজের ওপর বিশ্বাস রেখো, সৎ থেকো, মনোযোগ ধরে রাখো।এই পথই একদিন তো...
25/06/2025

প্রশ্ন কঠিন হতেই পারে, কিন্তু তোমরা তার চেয়েও বেশি দৃঢ়।
নিজের ওপর বিশ্বাস রেখো, সৎ থেকো, মনোযোগ ধরে রাখো।
এই পথই একদিন তোমায় নিয়ে যাবে তোমার কাঙ্ক্ষিত গন্তব্যে❤️

আগামীকাল ২৬ জুন থেকে শুরু হচ্ছে এইচএসসি পরীক্ষা —
একটি অধ্যায়ের শেষ, আর ভবিষ্যতের নতুন দরজায় প্রথম কড়া নাড়ার সময়।

"গঞ্জের কথা" পরিবারের পক্ষ থেকে
দেশজুড়ে সকল এইচএসসি পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভকামনা।

তোমাদের প্রতিটি অধ্যবসায় যেন সফলতায় রূপ নেয়,
তোমাদের মন শান্ত ও সাহসী থাকুক,
তোমাদের স্বপ্ন যেন বাস্তব হয় — ধাপে ধাপে, বিশ্বাস আর পরিশ্রমে।

শুভ কামনায়,
গঞ্জের কথা পরিবার ❤️

#শুভকামনা #গণপ্রাণেরপাশে #গঞ্জের_কথা #পরীক্ষার্থীদেরশুভেচ্ছা

মনে পড়ে কি কখনো🙂 ছোটবেলায় মায়ের হাতের গোসল কে কে মিস করেন ?       #মা  #৯০দশক
25/06/2025

মনে পড়ে কি কখনো🙂 ছোটবেলায় মায়ের হাতের গোসল কে কে মিস করেন ?

#মা #৯০দশক

23/06/2025

নীলমণি স্যার❤
এখন কেমন আছেন কিভাবে দিন কাটছে এক সময়ের মানুষ গড়ার কারিগরের দিন🙂❤

#শিক্ষাগুরু

22/06/2025

বৃষ্টি কেবল প্রকৃতিকে ধুয়ে-মুছে সতেজ করে তোলে না, বরং আমাদের মনকেও ভরে দেয় এক অনির্বচনীয় প্রশান্তিতে❤🙂

#বৃষ্টিস্নাতসিরাজগঞ্জ #বৃষ্টি

শোক সংবাদ 🥲 সিরাজগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ১৬তম ব্যাচের কর্মকর্তা অধ্যাপক সঞ্চিতা চৌধুরী ম্যাডাম ০৪:০৫ ম...
22/06/2025

শোক সংবাদ 🥲 সিরাজগঞ্জ সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক ১৬তম ব্যাচের কর্মকর্তা অধ্যাপক সঞ্চিতা চৌধুরী ম্যাডাম ০৪:০৫ মিনিটে পরলোকগমন করেছেন।

আত্মার শান্তি কামনা করছি।

বৃষ্টি আর যমুনার পাড়, চারদিকে এক অপার্থিব শান্তির আবরণ🙂❤         #বৃষ্টিস্নাতসিরাজগঞ্জ  #বৃষ্টি
21/06/2025

বৃষ্টি আর যমুনার পাড়, চারদিকে এক অপার্থিব শান্তির আবরণ🙂❤

#বৃষ্টিস্নাতসিরাজগঞ্জ #বৃষ্টি

Address

Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when গঞ্জের কথা-Gonjer Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share