গঞ্জের কথা-Gonjer Kotha

গঞ্জের কথা-Gonjer Kotha Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গঞ্জের কথা-Gonjer Kotha, Digital creator, Sirajganj.
(3)

সোনালী শৈশব, স্কুল, মাঠ, ঘাট, হাট, পুকুর, নদী, পেরিয়ে জীবন ছুটে যায় শহরের দিকে।
সাথে বয়ে চলে আমাদের বাঙালী ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি। এসব নিয়েই আমাদের গঞ্জের কথা।

13/09/2025

পূজার ছুটি
চাকরিজীবীরা
পাচ্ছেন ৩ দিন, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ১২দিন!

আমার মৃ/ত্যুর জন্য কেউ দায়ী না..খুব পরিচিত একটা লাইন, অনেক Su❗cide নোটে পাওয়া যায়। কিন্তু সত্যি কেউ দায়ী না? নাকি আসলে আ...
13/09/2025

আমার মৃ/ত্যুর জন্য কেউ দায়ী না..

খুব পরিচিত একটা লাইন, অনেক Su❗cide নোটে পাওয়া যায়। কিন্তু সত্যি কেউ দায়ী না?
নাকি আসলে আমরা- পরিবার, বন্ধু, শিক্ষক, সহকর্মী অজান্তেই কোথাও দায়িত্বটা এড়িয়ে যাই?
প্রতিদিন পৃথিবীতে গড়ে প্রতি ৪০ সেকেন্ডে একজন মানুষ নিজের জীবন শেষ করছে।
সংখ্যাটা শুধু পরিসংখ্যান নয় এগুলো একেকটা ভাঙা স্বপ্ন, একেকটা অদৃশ্য যন্ত্রণা, একেকটা সম্পর্কের ফাটল, আর নীরব চিৎকার, যা হয়তো কেউ শুনতে চায়নি।
বাইরে থেকে স্বাভাবিক হাসি, ক্লাসের আড্ডা, অফিসের রুটিন বা সোশ্যাল মিডিয়ার রঙিন ছবি দেখালেও ভিতরে চলছিলো নিঃশব্দ এক যুদ্ধ।
একটা আত্ম/হ/ত্যা মানে শুধু একজনের মৃ/ত্যু নয়, তার সঙ্গে ভেঙে যায় অসংখ্য মন। বাবা-মায়ের বুক শূন্য হয়ে যায়, কখনো সন্তানের পৃথিবী অন্ধকারে ঢেকে যায়, কিংবা প্রিয় মানুষটা নিঃশব্দে হারিয়ে যায়।
কেউ সারাজীবনের মতো হারিয়ে যাবার পরে অপরাধবোধ মনে হয় “আমি কি একটু খোঁজ নিতে পারতাম না?”
দায়িত্বটা কে নিবে, কীভাবে নিতে পারে?
📒 পরিবার: সন্তানের আচরণ বদল, নীরবতা বা অতিরিক্ত অস্থিরতা খেয়াল করা জরুরি। তাদের শোনা, সময় দেয়া এটাই হতে পারে সবচেয়ে বড় সাপোর্ট।
📒 শিক্ষক: শুধু পড়াশোনা নয়, শিক্ষার্থীর মানসিক পরিবর্তনগুলো দেখার দায়িত্বও তাদের। একটা “তুমি ঠিক আছো?” প্রশ্ন হয়তো বড় সংকেত হয়ে দাঁড়াতে পারে।
📒 বন্ধু: হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটাকে বুঝতে চেষ্টা করা, প্রয়োজনে জোর করে হলেও পাশে বসা বন্ধুত্বের সত্যিকারের পরিচয় এটাই।
📒 সমাজ: কাউকে ছোট করা, অপমানিত বা কলঙ্কিত করা, এই বিষয়গুলোকে স্বাভাবিক না মনে করা, বরং খোলাখুলি আলোচনার জায়গা তৈরি করা দরকার।
📒 আর নিজে: নিজেকে একবার দেখুন, স্রষ্টার দেয়া সবচেয়ে মূল্যবান হচ্ছে “নিজ প্রাণ”, আপনাকে বাঁচতে হবে আপনি হয়ে। বিপদ জীবনের অংশ, সাহায্য চাওয়া নিজেকে ভালবাসারই অংশ।
একটা ফোনকল, একটা সহানুভূতির হাত, বা নিঃশব্দে পাশে থাকা এই ছোট্ট ছোট্ট যত্নই কারো ভাঙা পৃথিবীতে আলো জ্বালাতে পারে, ভেঙ্গে যাওয়া সম্পর্ককে নতুনভাবে আশা দেখাতে পারে।
আসুন আমরা শুধু সংখ্যার হিসাব না করে প্রতিটি কষ্টের পেছনের মানুষটাকে দেখি। প্রতিটা প্রাণের সাথে জড়িয়ে থাকে স্বপ্ন, আশা আর ভালোবাসায় ভরা একটা পুরো পৃথিবী।

12/09/2025

সিরাজগঞ্জের এথলেটের মেহেফাজ উদ্দিন মামুনের গল্প!
🏆 BAFF Men’s Physique 2021 Top 6
🔥 BD Muscle show-2025 Top 6

#বডিবিল্ডিং

11/09/2025

সুখ চাইলে মেলে যন্ত্রণা🙂

কথা, সুর এবং মূলশিল্পী : শিমুল হাসান❤️
#জগতেরপিরিতভালানা #সুখচাইলেমেলেযন্ত্রণা

10/09/2025

200 টাকার জন্য বুট কিনতে না পারা ছেলেটি আজ জাতীয় ফুটবল দলের লেফট উইংগার || Foysal Ahmed Fahim

10/09/2025

সিরাজগঞ্জের ঐতিহ্য শলপের ঘোল❤

09/09/2025

আমার সবচেয়ে বড় পরিচয় আমি সিরাজগঞ্জের বউ❤🙂

08/09/2025

📚 কুইজ মানেই শেখার আনন্দ ✨❤🙂

গঞ্জের কথার এবারের কুইজের আয়োজন শ্যামপুর আলিম মাদ্রাসায় ❤

গঞ্জের কথায় আবারও আসছি কুইজের আয়োজন নিয়ে,, 🙂এবারের কুইজের আয়োজন শ্যামপুর আলিম মাদ্রাসা❤
08/09/2025

গঞ্জের কথায় আবারও আসছি কুইজের আয়োজন নিয়ে,, 🙂
এবারের কুইজের আয়োজন শ্যামপুর আলিম মাদ্রাসা❤

08/09/2025

গঞ্জের কথার সাথেই থাকুন❤

যমুনার পাড় থেকে  চন্দ্রগ্রহণ❤🙂
07/09/2025

যমুনার পাড় থেকে চন্দ্রগ্রহণ❤🙂

চন্দ্রগ্রহণ কি?আজ রাতে (রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ (Blood ...
07/09/2025

চন্দ্রগ্রহণ কি?

আজ রাতে (রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫) বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে একটি পূর্ণ চন্দ্রগ্রহণ (Blood Moon) ঘটবে। এই গ্রহণটি রাতের আকাশে চাঁদকে লালাভ রঙে রূপান্তরিত করবে, যা একটি দৃষ্টিনন্দন দৃশ্য।

চন্দ্রগ্রহণ হলো একটি জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা যখন পৃথিবী সূর্যের আলোকে আড়াল করে চাঁদের দিকে আংশিক বা পুরোপুরি ছায়া ফেলে। পৃথিবীর ছায়ার মধ্যে চাঁদ প্রবেশ করলে আমরা আকাশে চাঁদকে আংশিক বা সম্পূর্ণ অদৃশ্য বা লালাভ রঙের রূপে দেখতে পাই, যা অনেক সময় “Blood Moon” নামে পরিচিত। এই ঘটনা ঘটে যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ এক সরলরেখায় অবস্থান করে। সাধারণভাবে চাঁদ পৃথিবীর চারপাশে একটি কক্ষপথে ঘুরে এবং সূর্যের আলো প্রতিফলিত করে আমাদের কাছে দৃশ্যমান হয়। পৃথিবী সূর্যের আলোকে আড়াল করলে দুটি ধরনের ছায়া তৈরি হয়, একটি হলো হালকা পেনুমব্রা এবং অন্যটি হলো ঘন উম্ব্রা। চাঁদ যখন উম্ব্রার মধ্য দিয়ে যায়, তখন পূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে।

চন্দ্রগ্রহণ সাধারণত কয়েকটি ধাপে ঘটে। প্রথমে চাঁদ পেনুমব্রায় প্রবেশ করে, যা হালকা ছায়া। এরপর চাঁদের একাংশ উম্ব্রার মধ্যে ঢোকে, ফলে চাঁদের কিছু অংশ অদৃশ্য হয়, এটি আংশিক গ্রহণ। এরপর চাঁদ পুরোপুরি উম্ব্রার মধ্যে ঢেকে গেলে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হয়। পূর্ণ গ্রহণের সময় চাঁদ লালাভ রঙ ধারণ করে, কারণ পৃথিবীর বায়ুমণ্ডল সূর্যের নীল আলো ছেঁকে দিয়ে লাল আলো চাঁদে পৌঁছায়। পূর্ণ গ্রহণের সর্বোচ্চ পর্যায়ে চাঁদ সম্পূর্ণরূপে উম্ব্রার মধ্যে থাকে, তারপর ধীরে ধীরে উম্ব্রা থেকে বের হয়ে আংশিক গ্রহণের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। পুরো প্রক্রিয়াটি সাধারণত দুই থেকে চার ঘণ্টা স্থায়ী হয় এবং পূর্ণ গ্রহণ সাধারণত এক থেকে দুই ঘণ্টা ধরে চলে।

চন্দ্রগ্রহণ মূলত তিন প্রকারের হয়। একটি হলো পূর্ণ চন্দ্রগ্রহণ, যেখানে চাঁদ পুরোপুরি উম্ব্রার মধ্যে ঢেকে যায়। আংশিক চন্দ্রগ্রহণে চাঁদের কেবল কিছু অংশ উম্ব্রায় ঢেকে যায়। আর পেনুমব্রাল চন্দ্রগ্রহণে চাঁদ কেবল পেনুমব্রায় থাকে এবং সামান্য হালকা বা ধূসর দেখায়। চন্দ্রগ্রহণ পৃথিবীর যে কোনো অর্ধগোলার থেকে দেখা যায় এবং উন্মুক্ত ও পরিষ্কার আকাশে তা চোখে সরাসরি দেখা যায়।

চন্দ্রগ্রহণ বৈজ্ঞানিকভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি সূর্য, চাঁদ ও পৃথিবীর কক্ষপথ এবং অবস্থান বোঝার একটি চমৎকার সুযোগ দেয়। বিভিন্ন সংস্কৃতিতে চন্দ্রগ্রহণকে বিশেষ মুহূর্ত হিসেবে দেখা হয়। আধুনিক জ্যোতির্বিজ্ঞানে এটি কোনো ক্ষতির কারণ নয়, এটি শুধুমাত্র একটি দর্শনীয় প্রাকৃতিক ঘটনা। চাঁদ সরাসরি চোখে দেখা নিরাপদ, তবে পরিষ্কার এবং উন্মুক্ত স্থান বেছে নিলে চন্দ্রগ্রহণ আরও সুন্দরভাবে দেখা যায়।

Address

Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when গঞ্জের কথা-Gonjer Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share