Hasan Al Rakib 2.O

Hasan Al Rakib 2.O ✨ Starry-eyed dreamer ✨

04/05/2025

"অতলেই আলো খুঁজি আমি"
অনেক সময় মনে হয়, জীবনের পৃষ্ঠায় আমার নামটা যেন ভুল করে লেখা হয়েছে।
চেষ্টা করেছি, নিজেকে নতুন করে গড়েছি, আবার ভেঙে পড়েছি।
আকাশের দিকে তাকিয়ে ভাবি—"আমি কি আসলেই হাওয়ার কোনো খবর পাই?"
এই পৃথিবীতে চলতে গেলে শুধু ডিগ্রি নয়, দরকার একটা দরজা—যেটা আমার সামনে আজও খোলা হয়নি।
আমার পরিবার—যারা দিনের পর দিন চেয়ে থাকে আমার ভালো খবরের আশায়,
তাদের প্রত্যাশার ওজন আমার কাঁধে, আর আমিও তা বহন করি গর্বে।
কিন্তু এই গর্ব অনেক সময় ভারী হয়ে ওঠে, যখন নিজেকে একটা পরিচয়ের খোঁজে হাপিত্যেশ করতে হয়।
তুচ্ছ আর তাচ্ছিল্যের দেয়ালে দেয়ালে ধাক্কা খেতে খেতে আজ আমি বুঝি,
সব কাজই শ্রমের, কিন্তু সব শ্রমেই যে সম্মানের আলো থাকে—তা নয়।
আমার স্বপ্নগুলো খুব সাধারণ নয়,
আমি কেবল জীবন চালানোর জন্য কিছু চাই না—
আমি নিজেকে নির্মাণ করতে চাই এমন একভাবে,
যাতে আমার আত্মপরিচয় কেবল অন্যের দয়া কিংবা করুণার মুখাপেক্ষী না থাকে।
আজ আমি বুঝি—
হার মানা মানে শেষ নয়,
অসীম অন্ধকার মানে আলো হারিয়ে যাওয়া নয়।
এই যাত্রা আমার, এই ধৈর্য আমার, এই যুদ্ধও আমার।
একদিন আসবে, যখন আমি আমার প্রাপ্তিকে দেখাবো,
যখন আমার মুখের হাসি হবে আমার পরিবারের প্রাপ্তির প্রতিচ্ছবি।
আজ নয়তো কাল, সেই দিন আসবেই—
আর আমি জানি, আমি সেই দিনটির জন্য প্রস্তুত হচ্ছি প্রতিদিন, নিঃশব্দে, ধৈর্যের চাদরে মুড়ে।
এই গল্প এখনো শেষ হয়নি,
এই তো শুরু—এক নিঃশব্দ লড়াইয়ের,
যার প্রতিটি ধাক্কা আমাকে আরও দৃঢ়, আরও প্রস্তুত করে তুলছে।💔💪
🖤 #স্বপ্নের_যুদ্ধ #অপরাজেয় #নিজেকে_নিয়ে_লড়াই #সংগ্রামী_জীবন
#নীরব_যোদ্ধা
#স্বপ্নের_লড়াই
#আত্মসম্মান
#নতুন_সূচনা
#মনেপ্রাণে_লড়াই







01/05/2025

"বেকারত্ব এক কঠিন যাত্রা — তবু হার মানি না, কারণ আমি জানি, সময় একদিন বদলাবেই।"💔

01/05/2025

Address

Bealkuchi , Sirajgong
Sirajganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasan Al Rakib 2.O posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share