ব্রেকাপ

ব্রেকাপ love failure

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Riyaj Miajee, Md Biplob, Md. Jahirul Isla...
24/12/2024

আমার নতুন ফলোয়ারদের স্বাগত জানাই! আপনাদের ফলোয়ার হিসাবে পেয়ে আমি খুবই খুশি! Riyaj Miajee, Md Biplob, Md. Jahirul Islam, Winnifred Laker, অপরিচি' তা

21/12/2024

প্যারা-০১
ভার্চুয়াল লাইফে মানুষ যতটা না চেহারার প্রেমে পড়ে, তারচেয়ে বেশি তার কথার প্রেমে পড়ে।আরো স্পেসিফিকভাবে বলতে গেলে কনভার্সেশন এর প্রেমে পড়ে ।

প্যারা-০২
কনভারসেশন শুরু হবার কিছুদিনের মধ্যেই মানুষটাকে অন্য সবার থেকে আলাদা লাগতে শুরু করে। তার সাথে চ্যাটিং জমে ওঠে অল্পতেই। চ্যাটিং এ আড্ডা জমে । আড্ডায় দিন কেটে যায়। রাতও গভীর হয়। কখনো রাত পেরিয়ে ভোর হয়। তবু কারো কনভার্সেশন যেন শেষ হয় না।

প্যারা-০৩
এরই মধ্যে মানুষটার আইডি নামটা আপন আপন লাগতে শুরু করে। মায়া জন্মে যায় আইডিটার উপরে সবুজ বাতিটার ।অন্য কোনো আইডি থেকে সারাদিন হাজার হাজার মেসেজ আসলেও কিছুই মনে হয় না। কিন্তু সেই বিশেষ আইডিটা থেকে মেসেজ আসলেই চোখ দুটো ঝলমল করে ওঠে।কেঁপে ওঠে বুকের ভিতরটা,,নড়েচড়ে বসা হয় মোবাইলটা হাতে নিয়ে। আর মনে মনে বলা হয়, মানুষটা যেন অনলাইনে অনেক্ষণ থাকে। দ্রুত সে অফলাইনে চলে গেলে রাজ্যের হতাশা এসে ভর করে চোখেমুখে।

প্যারা-০৪
একটা সময় মানুষটার কথা শুনতে ইচ্ছে করে। মানুষটা কিভাবে কথা বলে, মানুষটার কণ্ঠস্বরটা কেমন, বড্ড জানতে ইচ্ছে করে। কৌশলে ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়।
এরপর ভার্চুয়ালের এর মহল ছেড়ে কথার সমুদ্রে ভাসতে থাকে দুজন। মানুষটার কথা ভালো লাগে, হাসি ভালো লাগে, অভিমান ভালো লাগে, আরো কত কী.........

প্যারা-০৫
আগে চ্যাটিং করতে করতে রাত কেটে ভোর হতো। এরপর ভোর হয় মুঠোফোনে কথা বলতে বলতে। তবুও যেন কথা শেষ হতে চায় না কারোর ।

প্যারা-০৬
মানুষটাকে ততদিনে আর ভার্চুয়াল মনে হয় না। মনে হয় খুব আপন কেউ। খুউব কাছের কেউ। বাংলা সিনেমার গানের মতই যেন মনে হতো থাকে- "হাজার বছর মানুষটার সাথে ছিল পরিচয়" ।

প্যারা-০৭
সময়ের স্রোত বইতে থাকে। এরই মধ্যে হঠাৎ করেই সম্পর্কটা কিভাবে যেন ফুরিয়ে যেতে শুরু করে।💔
তিলে তিলে পরিচিত হয়ে ওঠা মানুষটা একটা সময় একদম অপরিচিত হয়ে যায়। ঠিক যেমন মোমবাতির শেষ আলোটুকু ধুপ করে নিভে যায়।
কাছের মানুষের এই ধুপ করে বদলে যাওয়াটা সবচেয়ে বেশি ভয়ংকর।

প্যারা-০৮
মানুষ পরিবর্তনশীল,এটাই স্বাভাবিক। কিন্তু হঠাৎ বদলানোটা খুব বেশি অবাক করে, কস্টদায়কও বটে ।মেনে নেয়া যায়না ব্যাপারটা সহজে। মনে হয় যেনো সব মাথার ওপর দিয়ে যাচ্ছে।

হাজারো প্রশ্ন মাথায় ঘুরে,, কেন বদলে গেল??
এমনটাতো হবার কথা ছিল না। 💔🙂

"আমায় ভালোবাসলেনা কেন বাবাইদা, জীবনটা তো অন্যরকমও হতে পারতো""।

05/08/2024

আপনি যাদের সাথে অন্যায় করেছেন, হয়তো আপনি ভুলে গেছেন। কিন্তু, যে অন্যায় সহ্য করেছে, ব্যাথা পেয়েছে মনে,সে তো আর ভুলে নাই।
কি ভেবেছেন আল্লাহ ছেড়ে দেয়???
ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না।

বিজয় মিছিল করতে গিয়ে আমরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করিতবে বাসায় নিয়ে গেলে ভিন্ন কথা
05/08/2024

বিজয় মিছিল করতে গিয়ে আমরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট না করি

তবে বাসায় নিয়ে গেলে ভিন্ন কথা

03/08/2024

দেশকে লুটে খাওয়া মানুষ গুলো যখন মুক্তবাতাসে ঘুরে বেড়ায়, আর কারাগার গুলো দেশ গড়ার কান্ডারী শিক্ষক -শিক্ষার্থীদের দিয়ে পূর্ণ হয়, শিক্ষক দের রিমান্ডে নেয়া হয় তখন বলতেই হয়, "শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কারাদণ্ডে পরিণত হয়েছে" ।
নিরপরাধ সকল শিক্ষক -শিক্ষার্থী দের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেপ্তার বন্ধ করুন । অনতিবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি দিন, শত শত মায়ের বুক খালি করা প্রকৃত অপরাধীদের বিচার করুন ।

____মিজানুর রহমান আজহারী ।

প্রসঙ্গ যখন শরিফ -শরিফা ।প্রথমতো, সন্মানিত শিক্ষকদের উদ্যেশ্যে বলছি, শিশু-কিশোর কে আপনারা কি শিখাচ্ছেন ? একটা কিশোর সে ক...
24/01/2024

প্রসঙ্গ যখন শরিফ -শরিফা ।

প্রথমতো,
সন্মানিত শিক্ষকদের উদ্যেশ্যে বলছি, শিশু-কিশোর কে আপনারা কি শিখাচ্ছেন ?
একটা কিশোর সে কতটুকুই বা বুঝে??
এই বয়সে তারা ভুল করবে/ ভুল বুঝবে এটাই কি স্বাভাবিক নয়??
আমরা স্কুলে আমাদের সন্তানদের কেন পাঠাই???
তাদের নিজেদের মনমানি করার জন্য কি ??
তারা যা খুশি তাই করতে পারবে কি ??
যদি তারা যা খুশি তাই করতে পারে, তাহলে
সমাজে সঠিক মানুষ হিসেবে মানুষ গড়ে তোলার দায়িত্ব কাদের ???

আমরা পড়েছি, স্কুল হলো একজন শিশুকে একজন সঠিক মানুষ করে গড়ে তোলার কারখানা। আর সেখানে যদি তারা তাদের মনমানি করতে পারে,গুরুমার কাছে যেতে পারে, তাহলে স্কুলে যাবার দরকার টা কি ?
যদি তাদের ইচ্ছেমতো যা খুশি করতে পারে তাহলে অনেকের তো মারামারি, চুরি, ছিনতাই, মাদকাসক্ত, অপরাধ করতে ভালো লাগে। সেগুলোকেও কি স্বীকৃত দেবেন ? তখনো কি বলবেন এগুলা তাদের অধিকার?
একজন ছেলে কে ছেলে, একজন মেয়ে কে মেয়ে করে গড়ে তোলার দায়িত্ব তাহলে কার ?

দ্বিতীয়ত,
হিজড়া , তাদের প্রতি অবশ্যই আমি ব্যাক্তিগত ভাবে সন্মান জানাই । কারণ হলো, তারাও মানুষ। তারাও অাল্লাহর সৃষ্টি । বায়োলজিকালি তাদের গড়ন ভিন্ন হলেও সমাজে সন্মানের সাথে বেচেঁ থাকার অধিকার আছে । কিন্তু, বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে কতজন হিজরা আছে তাদের মেডিক্যাল চেকাপ করিয়ে আলাদা করে সন্মাননা করা উচিত এবং জীবিকা নির্বাহ এর ব্যাবস্থা করে দেওয়া উচিৎ বলে মনে করি ।
কিন্তু, যারা ছেলে/মেয়ে হয়ে হিজড়া-র বেশ ধরে সমাজে ছোটছোট কোমলমতি শিশু কিশোরদের ব্রেইনওয়াশ করে তাদের গুরুমার সাথে পরিচয় করায় দিচ্ছে শুধুমাত্র তাদরে দলকে ভারী করার জন্য, তাদের শাস্তির দাবি জানাচ্ছি অন্যাথায় তাদের সংশোধনাগারে পাঠানোর ব্যাবস্থা করুন। নয়তো সমাজ আর আর সমাজ থাকবে না ।তারা, তাদের দলকে ভারী করার জন্য যা খুশি তাই করতে পারে।

তৃতীয়ত, হলো বাবা মা, আপনারা কি এখনো চোখ কান বন্ধ করে বসে থাকবেন ?
এখনো কি প্রতিবাদ করবেন না ??
আপনার সন্তান সঠিক শিক্ষা টা পাচ্ছে তো ?
অবশ্য, এখানে কিছু বাবা মা কেও আমি দোষ দেব ? কারণ, এখনো কিছু বাবা মা আছেন তাদের কারো ছেলে চাই আবার কারো মেয়েই চাই। যদি তার বিপরীত হয় তাহলে ছেলে কে মেয়ে বা মেয়ে কে ছেলেদের মতো পোষাক পড়িয়ে নিজেদের শান্তনা দেবার চেষ্টা করে থাকেন । সেই মেয়ে/ছেলে যদি সত্যিই একসময় তাতে অভ্যস্ত হয়ে গুরুমার শরণাপন্ন হয় মেনে নিতে পারবেন তো ???
পারবেন??? নিজেদের ভুলের কারনে আপনার সন্তানকে ট্রানসজেন্ডার হয়ে যেতে দেখতে???

তাই, এখনো সময় আছে আপনার সন্তানকে জানুন, ছেলেকে ছেলে, মেয়ে কে মেয়ে করে গড়ে তুলুন।
শুধুমাত্র স্কুলে পাঠালেই আপনার দায়িত্ব শেষ হয়ে যায়না, তারা কোথায় যাচ্ছে, কি করছে, কাদের সাথে মিশছে একটু খোজঁ রাখুন ।
তাইলেই না তারা মানুষ হিসেবে গড়ে উঠবে, তারা মানুষ হিসেবে গড়ে উঠলেই না একটা সুস্থ সমাজ গড়ে উঠবে।

সর্বোপরি, ধিক্কার জানাই বাংলাদেশের শিক্ষা-ব্যাবস্থা ।যেখানে শিশু কিশোরদের সঠিক শিক্ষা দেয়া থেকে বঞ্চিত করে তাদের মনমানি কে প্রাধান্য দেয়ার জন্য ।

24/01/2024

মাঝেমধ্যে মনে হতেই পারে 'আর ভাল্লাগেনা! নিতে পারতেছিনা আর এতো প্যারা!' চিল্লাইয়া বলতে ইচ্ছে করবে 'আল্লাহ! মুক্তি দাও! আর সহ্য হয়না৷ নিয়ে যাও আমারে৷ আমি মুক্তি চাই!'

চিল্লাইয়া বলা হয়না৷ সব সহ্য করে যেতে হয়৷ হাসি মুখে বলতে হয় 'ভালো আছি!'
মানুষ এর সাথে দূরত্ব বাড়ে৷ সবাই ভুল বুঝে। ভুল টা ভাঙ্গাতেও ইচ্ছে করেনা। যার যা ইচ্ছে তা ভেবে বসে থাকুক। দুনিয়াদারি আর সহ্য হয়না৷
দুনিয়ার সব ঠিকঠাক চলে৷ আমরাও চলি৷ সবাই জানে আমরা ঠিক আছি,ভালো আছি৷ সবাই যেটা জানেনা,সেটা আমরা নিজেরা জানি। আমরা জানি আমরা নিজেরা ভেতরে ভেতরে শেষ হয়ে গেছি,যে খবর কেউ জানেনা,যে খবর কাউকে জানানো যায় না! জানাতে ইচ্ছে করেনা...

দুনিয়ার সবথেকে বড় খুনি কে জানেন? মায়া.......আপনার মনটা যদি মায়ার সাথে গিট্টু দিয়া রাখেন,সারাজীবন দুঃখ পাইতে হবে ।গিট্টু ...
21/01/2024

দুনিয়ার সবথেকে বড় খুনি কে জানেন?

মায়া.......

আপনার মনটা যদি মায়ার সাথে গিট্টু দিয়া রাখেন,
সারাজীবন দুঃখ পাইতে হবে ।
গিট্টু খুলে ফেলুন, মেঘের মতো উরে বেড়ান।

জীবন সুন্দর
🙂🙂🙂

20/01/2024

#জীবন্ত_মেশিন

তেইশ থেকে ত্রিশ বয়সটা অদ্ভুত রকমের বেমানান ।

এই বয়সটায় পড়াশুনা শেষ হয়, চাকুরীর পীড়া থাকে, প্রিয় মানুষের বিয়ে হয়। বাবার অসুখ হয়, মায়ের রান্না অার মনমতো হয়না, সবকিছু সবকিছু কেমন যেন পানসে লাগে।
কেউ উপদেশ দিলে কেমন যেন কাটার মতো বিধে ।
সবকিছু থেকেও যেন কিছুই নেই মনে হয় ।

এই বয়সটায় রাজ্যের যত চাপ একসঙ্গে মাথায় এসে ভর করে, প্রিয়জন ভালো লাগেনা, বন্ধু ভালো লাগেনা, সবকিছুই কেমন যেন পর পর লাগে।
হঠাৎ মন খারাপ হয়, কান্না পায়, রাত্রে ঘুম অাসেনা । মনে হয় পুরো পৃথিবীর বিপরীতে অামি এক ব্যর্থ সৈনিক ।

নিজের জীবন ছাড়া হারাবার যেন কিছুই বাকি নেই, এই বয়সে বড় বড় স্বপ্ন গুলো কেমন ছোট হতে হতে বেলুনের মতো চুপসে যায়, মনে হয় বেঁচে থাকাটায় যেন বড় দায় ।

এই বয়সে বাবার শান্তনাও ভাল লাগেনা,মায়ের অাদর অার গায়ে মাখেনা, প্রিয়জনদের উপদেশ করুণার মতো লাগে। এই বয়সে অাবেগ দেখানো যায়না, জোরে হাসা যায়না, লোক সন্মুখে কাঁদা যায়না ।সবকিছু পেরিয়ে এই বয়সটায় মানুষটা অার মানুষ থাকেনা, যেন একটা জীবন্ত মেশিন হয়ে যায়।

যার অাবেগ অনুভূতিগুলো সব পিষে ফেলে ভোরের প্রথম ট্রেনে, যেই ট্রেনে করে অামরা ফিরি পরের স্টেশনে ।

Address

Sirajganj

Telephone

1818072241

Website

Alerts

Be the first to know and let us send you an email when ব্রেকাপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share