Growth Tech Suman

Growth Tech Suman "Empowering growth, one byte at a time. Welcome to Growth Tech Suman, where innovation meets possibility.
(1)

Join us as we navigate the ever-evolving landscape of technology, unlocking its potential for a brighter tomorrow.

♻️Let's grow together.♻️"

AI সমাচার,অনেকে এর নেগেটিভ দিক নিয়ে বেশ উদ্বিগ্ন।হওয়ারই কথা। কারন মানুষ একমাত্র প্রানি যে কোনো কিছু তৈরি করে ভালো করার জ...
18/09/2025

AI সমাচার,
অনেকে এর নেগেটিভ দিক নিয়ে বেশ উদ্বিগ্ন।
হওয়ারই কথা। কারন মানুষ একমাত্র প্রানি যে কোনো কিছু তৈরি করে ভালো করার জন্য। কিন্তু ব্যবহার করে ক্ষতি করার জন্য।।
শুভরাত্রি।

HR: আপনার স্যালারি এক্সপেকটেশন কত?Candidate: মাসিক ২,৫০,০০০ টাকা।HR: আমরা আপনার প্রোফাইল খুব পছন্দ করেছি, কিন্তু এটা আমা...
18/09/2025

HR: আপনার স্যালারি এক্সপেকটেশন কত?

Candidate: মাসিক ২,৫০,০০০ টাকা।

HR: আমরা আপনার প্রোফাইল খুব পছন্দ করেছি, কিন্তু এটা আমাদের বর্তমান বাজেটের চেয়ে কিছুটা বেশি।

Candidate: আমি সত্যিই এই রোলে আগ্রহী। যদি ২,৪০,০০০ টাকা ঠিক থাকে, আমি অ্যাডজাস্ট করতে রাজি।

HR: গ্রেট। তাহলে ২,২০,০০০ টাকায় ফাইনাল করি।

প্রার্থী রাজি হলো- একটু দ্বিধায়, কিন্তু আশা রেখেই।

পরে অফিসে:

"পজিশন ফিল্ড," HR রিপোর্ট দিল।

"বাজেট ছিল ২,৮০,০০০ টাকা ডিল ক্লোজ হলো ২,২০,০০০ টাকায়। মাসে ৬০,০০০ টাকা বাঁচলো!"

HR Manager: "এক্সেলেন্ট। খুব স্মার্ট হায়ারিং।"

কয়েক সপ্তাহ পর...

নতুন নিয়োগপ্রাপ্ত জানতে পারলো একই রোলে কাজ করা সহকর্মীরা পাচ্ছে ২,৭০,০০০ থেকে ২,৮০,০০০ টাকা।

* মোটিভেশন শেষ

* বিশ্বাস ভেঙে যায়

* পারফরম্যান্স পড়ে যায়

* রেজিগনেশন চলে আসে

এবং কোম্পানি আবার শূন্যতে:

নতুন ভ্যাকেন্সি

নতুন রিক্রুটমেন্ট সাইকেল

অনবোর্ডিং খরচ

সময় ও প্রোডাক্টিভিটি অপচয়

আসল সত্য?

ট্যালেন্টেড প্রফেশনালকে আন্ডারপে করা কোনো সেভিংস নয় এটা শুধু খরচকে দেরি করায়।

যদি আপনি টপ ট্যালেন্ট রিটেইন করতে চান, তবে প্রথম দিন থেকেই তাদের ফেয়ারলি কমপেনসেট করুন।

কারণ তারা শুধু স্কিল আনে না তারা আনে স্ট্যাবিলিটি, লয়্যালটি আর লং-টার্ম ভ্যালু।

কালেক্টেড

AI Creation.Digital Marketing এর জন্য এখন খুবই কার্যকর বিষয় হচ্ছে AI. এর সুচিন্তিত ও সঠিক ব্যবহার।।
17/09/2025

AI Creation.
Digital Marketing এর জন্য এখন খুবই কার্যকর বিষয় হচ্ছে AI. এর সুচিন্তিত ও সঠিক ব্যবহার।।

আইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দার্থ শিখুন। এই শব্দগুলো আইনি কথোপকথন, দলিলপত্র, বা বিচারিক প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।
09/09/2025

আইন সম্পর্কিত গুরুত্বপূর্ণ ইংরেজি শব্দার্থ শিখুন।

এই শব্দগুলো আইনি কথোপকথন, দলিলপত্র, বা বিচারিক প্রক্রিয়ায় ব্যবহৃত হয়।

09/09/2025
ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন- কেমন আছ বাবা ?(তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তাঁর ছাত্র)কল...
14/12/2024

ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী দরজা খুলে হাসিমুখে বললেন- কেমন আছ বাবা ?
(তিনি ধরেই নিলেন সামনে দাঁড়িয়ে থাকা যুবকটি তাঁর ছাত্র)
কলিমউল্লাহ বলল- স্যার ভালো আছি । আপনি কি আমাকে চিনতে পেরেছেন স্যার ?
(তিনি তাকে চিনতে পারেন নি । চিনতে পারার কথাও না)
তারপরও হাসিমুখে বললেন- চিনতে পারবনা কেন ? অবশ্যই চিনেছি।
(মিথ্যা বলার কারণ হলো তিনি অতীত অভিজ্ঞতায় দেখেছেন, যতবার কোনো ছাত্রকে দেখে তিনি না চেনার কথা বলেছেন, ততবারই তারা ভয়ঙ্কর মনে কষ্ট পেয়েছে । এক ছাত্র তো কেঁদেই ফেলেছিল)
ধীরেন্দ্রনাথ রায় বললেন- বাবা, তোমার নামটা যেন কী ?
- কলিমউল্লাহ।
- হ্যাঁ, তাই তো। কলিমউল্লাহ। এখন পরিষ্কার মনে পড়েছে। তুমি কি খাওয়াদাওয়া করেছ ?
- জি না স্যার ।
- এসো আমার সঙ্গে চারটা ভাত খাও । আয়োজন খুব সামান্য । ভাত, ডিম ভর্তা । ঘরে আরো ডিম আছে । তোমাকে ডিম ভেজে দেব। ঘরে এক কৌটা ভালো গাওয়া ঘি ছিল, কৌটাটা খুঁজে পাচ্ছি না।
কলিমউল্লাহ বলল- এখন খেতে পারব না । আপনার কাছে আমি একটা অতি জরুরী কাজে এসেছি ।
- জরুরী কাজটা কী ?
- মিলিটারির এক কর্নেল আপনার সাথে কথা বলতে চান ।
ধীরেন্দ্রনাথ রায় বিস্মিত হয়ে বললেন- আমার সাথে মিলিটারির কী কথা ?
- আমি জানি না । তবে স্যার আপনার ভয়ের কিছু নেই । আমি সঙ্গে আছি ।
ধীরেন্দ্রনাথ রায় বললেন- তুমি আমার কোন ব্যাচের ছাত্র বলো তো ?
- কথা বলে সময় নষ্ট করতে পারব না । মিটিংটা শেষ করে আসি, তারপর গল্প করব ।
- দুইটা মিনিট অপেক্ষা করো, ভাতটা খেয়ে নিই । আমি খুব ক্ষুধার্ত । সকালে নাশতা করিনি।
- ভাত খাবার জন্যে অপেক্ষা করার সময় নাই স্যার।
- তাহলে দাঁড়াও, পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসি । আমার সঙ্গে কি কথা বুঝলাম না । সে আমার ছাত্র না তো? করাচি ইউনাভার্সিটিতে আমি দু'বছর মাষ্টারি করেছি । প্রফেসর সালাম সাহেব সেখানে আমার কলিগ ছিলেন ।
কলিমউল্লাহ বলল- আপনার ছাত্র হবার সম্ভাবনা আছে । কর্নেল সাহেব যেভাবে বললেন "স্যারকে একটু নিয়ে আসো"... তাতে মনে হচ্ছে উনি আপনার ছাত্র ।
ধীরেন্দ্রনাথ রায় চৌধুরী গাড়িতে উঠে দেখলেন.. গাড়ি ভর্তি মানুষ । তারা সবাই চিন্তায় অস্থির । ধীরেন্দ্রনাথ রায় তাদের দিকে তাকিয়ে আন্তরিক ভঙ্গিতে হাসলেন । ভুলে তিনি চশমা ফেলে এসেছেন বলে তাদের কাউকে চিনতে পারলেন না । চোখে চশমা থাকলে এদের অনেককেই তিনি চিনতেন । বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানরা সেই গাড়িতে বসেছিলেন । তাঁদের নিয়ে যাওয়া হবে বধ্যভূমিতে....
(জোছনা ও জননীর গল্প : হুমায়ূন আহমেদ)

With Farida Taslim Mukta – I just got recognized as one of their top fans! 🎉
05/11/2024

With Farida Taslim Mukta – I just got recognized as one of their top fans! 🎉

With Abdul Motaleb – I just got recognized as one of their top fans! 🎉
24/10/2024

With Abdul Motaleb – I just got recognized as one of their top fans! 🎉

Big shout out to my newest top fans! 💎 Purnima Rani Sutra Dhor
23/10/2024

Big shout out to my newest top fans! 💎 Purnima Rani Sutra Dhor

Address

Kumira
Sitakund
4314

Alerts

Be the first to know and let us send you an email when Growth Tech Suman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share