11/10/2024
লাইভে এসে মিজানুর রহমান আজহারীর তাওবা।
মিজানুর রহমান আজহারীকে নিয়ে কিছু কথা পড়ে যাওয়ার সবিনয় অনুরোধ করছি।
আমরা ইতিপূর্বেই মিজানুর রহমান আজহারীর কিছু ভিডিও ক্লিপ দেখেছি যেখানে তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে এমন কিছু শব্দ চয়ন করেছেন যা আমাদের খুবই মর্মাহত করেছে।
১/রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মি নবি(নিরক্ষর নবি) ছিলেন।
২/রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিক্সপ্যাক ছিলেন। নাউজুবিল্লাহি মিন যালিক।
কিন্তু তিনি এ শব্দচয়ন গুলো মূলত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানমান কমাতে বলেন নাই বরং বাড়াতে বলেছিলেন।তিনি এই ভিডিও ক্লিপে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উম্মি নবি দ্বারা শিক্ষা জানতেন না এটা বুঝাতে চান নাই বরং এই ভিডিও বার্তায় নবীজিকে সবচেয়ে জ্ঞানী ও শিক্ষক হিসেবে প্রেরিত নবী বলেছেন।কিন্তু এরকম শব্দগুলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে যায় না যা তিনি এই ভিডিও বার্তায় বলেছেন। সুতরাং এতদিন যারা উম্মি শব্দ দ্বারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিরক্ষরতার অর্থ নিয়েছেন সবাই সেই উম্মি দ্বারা রাসুল (দঃ) জ্ঞানের মূল হিসেবে জানতে হবে।
৩/মা খাদিজাতুল কুবরা (রাঃ)কে আনইন্টেক বলা
৪/তিনাকে ভার্জিনা বলা।
(নাউজুবিল্লাহি মিন যালিক)
মা খাদিজাতুল কুবরাও (রাঃ)কে নিয়ে অশ্লীল কথাবার্তাও মিজানুর রহমান আজহারী বলেছিলেন।যা তাহার Sleep of tongue হয়েছে।এবং এটা নিয়ে প্রায় সাড়ে চার বছর পূর্বে একটা ভিডিও বার্তায় লাইভে এসে তিনি তাওবা করেছেন।
আমরা সবাই জানি মানুষ মাত্রই ভুল।তবে মূল বিষয় হচ্ছে ভুল করার পরে মানুষ তাওবা করে কিনা।মা খাদিজাকে নিয়ে তিনি যে শব্দগুলো ব্যবহার করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলমায়ে কেরামসহ প্রায় অনেক ওলমায়ে কেরাম তাহাকে তাওবার জন্য বলেছিলেন।তখন হয়তো অনেকে আজহারী হুজুরের ফ্যান হওয়ার কারণে বরং আহলে সুন্নাত ওয়ালজামাতের ওলমাদেরকে খারাপ ভেবেছেন।অথচ পরবর্তীতে দেখা যায় মিজানুর রহমান আজহারী নিজেই মা খাদিজাতুল কুবরা(রাঃ)এর শানে শব্দ চয়ন নিয়ে তাওবা করেছেন।
আমি জানি মিজানুর রহমান আজহারীর ওয়াজ আপনাদের ভালো লাগে। আমারও ভালো লাগে।কিন্তু আমি উনাকে দলীল হিসেবে মানি না এমনকি আমাদের কোন সুন্নি আলেমকেও দলিল হিসেবে মানি না কারণ আমাদের দলিল হলো কুরআন সুন্নাহ।তবে আমরা সকল ওলমায়ে কেরামকে শ্রদ্ধা করবো।মনে রাখবেন কোন আলেমের কথা যদি কোরআন হাদিসের শানে আগাত করে তাহলে আলেমের দিকে দেখবেন না তিনি যতই বড় আলেম হোক না কেন তাহার সেই কথা থেকে বিরত থাকবেন।পারলে সমালোচনা না করে লিখিত,অনলাইনে,সরাসরি সংশোধন করার চেষ্টা করবেন।সুন্নি হোক,জামাত হোক,ওহাবী হোক আমরা দ্বীনের উত্তম আদর্শকে সবার থেকে গ্রহন করবো।
আমি আজহারী প্রেমিক কিন্তু অলি আউলিয়া,পীর মাশায়েখের বিরোধী এটা কখনও হবে না কারণ আজহারী এই ভিডিও বার্তায় নিজেই বলেছেন এদেশে ইসলাম এনেছে আল্লাহর অলিরা।সুতরাং আমাদের অলি আউলিয়াদের পক্ষে থাকতে হবে।তবে হ্যাঁ,হক্কানি মাজার ব্যাতীত যারা ভন্ড আমরা তাদেরকে হামলা না করে সঠিক পথে আনতে হবে।আমাদেরকে উগ্র হলে চলবে না।ইসলাম শান্তির ধর্ম সকল ধর্মের মানুষের কাছে ছড়িয়ে দিতে হলে সর্বপ্রথম আমাদেরকে একে অপরের প্রতি সহানুভূতি হতে হবে।
আমার লেখাগুলো কে কিভাবে নিচ্ছেন আমি জানি না।তবে আমি আমার বিবেকে নিরপেক্ষ বিচার করে দ্বীন মাযহাব মিল্লাতের খেদমতে কিছু লিখার চেষ্টা করেছি।সবাইকে ভিডিওটি দেখার অনুরোধ রইলো।এবং আপনাদেরও কমেন্ট, শেয়ারে নিরপেক্ষ বিচার আশা করছি।
Rubel Vai follow দিয়ে সাথে থাকুন