আল্লাহ মহান

আল্লাহ মহান Do you want to know more about Islam and Allah Islamic video,Islamic ringtone,

(3)

🖤🥰🕋
11/07/2025

🖤🥰🕋

🕋❤️❤️
16/06/2025

🕋❤️❤️

এইটা এই পযর্ন্ত সবচেয়ে সুন্দর দৃশ্য 🦶🏻🇮🇱
15/06/2025

এইটা এই পযর্ন্ত সবচেয়ে সুন্দর দৃশ্য
🦶🏻
🇮🇱

ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমানে তীব্র পাল্টাপাল্টি হামলা চলছে, যা মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। এখানে স...
15/06/2025

ইরান ও ইসরায়েলের মধ্যে বর্তমানে তীব্র পাল্টাপাল্টি হামলা চলছে, যা মধ্যপ্রাচ্যে আরও বড় সংঘাতের আশঙ্কা তৈরি করেছে। এখানে সর্বশেষ কিছু খবর সূত্রসহ দেওয়া হলো:

সর্বশেষ অবস্থা:

ইরানের পাল্টা হামলা: ইরান ইসরায়েলের উপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েলের বিভিন্ন স্থানে, যেমন তেল আবিব ও জেরুজালেমে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (IRGC) জানিয়েছে, তারা চতুর্থ দফায় পাল্টা হামলা শুরু করেছে এবং ইসরায়েলের গুরুত্বপূর্ণ ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। (সূত্র: কালবেলা, প্রথম আলো, Al Jazeera)
ইসরায়েলের হামলা: ইসরায়েল ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দফতর এবং দেশটির পারমাণবিক কর্মসূচির সাথে সম্পর্কিত বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে যে তারা ইরানের 'পারমাণবিক অস্ত্র প্রকল্প' সম্পর্কিত স্থানগুলিতে হামলা করেছে। (সূত্র: Al Jazeera, The Daily Star, CBS News)
ক্ষয়ক্ষতি ও হতাহত:
ইসরায়েলে: ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের উত্তরাঞ্চলে অন্তত ৫ জন নিহত এবং ৩৪ জনের বেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে। তেল আবিব ও এর আশেপাশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডোম (MDA) জানিয়েছে, হামলায় দুজন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। (সূত্র: প্রথম আলো, Hindustan Times, Kalbela, CBS News)
ইরানে: ইসরায়েলের হামলায় ইরানে ৭৮ জন নিহত এবং ৩২০ জনের বেশি আহত হয়েছেন বলে ইরানের জাতিসংঘ রাষ্ট্রদূত জানিয়েছেন। এর মধ্যে তেহরানের একটি আবাসিক ভবনে হামলায় ২০টি শিশুসহ প্রায় ৬০ জন নিহত হয়েছেন। (সূত্র: প্রথম আলো, Al Jazeera, Kalbela)
শক্তি স্থাপনার উপর হামলা: ইসরায়েল ইরানের শাহরান তেল ডিপো এবং বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্স-এ হামলা চালিয়েছে, যার ফলে গ্যাস উৎপাদন আংশিকভাবে স্থগিত হয়েছে। (সূত্র: The Daily Star, Al Jazeera)
আন্তর্জাতিক প্রতিক্রিয়া: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় পক্ষকে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। (সূত্র: AP News, Al Jazeera)
F-35 যুদ্ধবিমান: জানা গেছে, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র F-35 যুদ্ধবিমানগুলোকে এমনভাবে পরিবর্তন করেছে যাতে রিফুয়েলিং ছাড়াই ইরানের উ

আলহামদুলিল্লাহ 🖤দোয়া কবুলের স্থান।।।।।
14/06/2025

আলহামদুলিল্লাহ 🖤
দোয়া কবুলের স্থান।।।।।

ভারতের ইতিহাসে সবথেকে বড় বিমান দুর্ঘটনা | TBN24 NEWS | India Plane Crash | Air India Crashআজ দুপুরটা আহমেদাবাদের জন্য আ...
12/06/2025

ভারতের ইতিহাসে সবথেকে বড় বিমান দুর্ঘটনা | TBN24 NEWS | India Plane Crash | Air India Crash

আজ দুপুরটা আহমেদাবাদের জন্য আর পাঁচটা সাধারণ দুপুরের মতো ছিল না।

আকাশ ছিল পরিষ্কার, বিমানবন্দরের রানওয়ে জুড়ে ছিল ব্যস্ততার পরিচিত ছবি। ঘড়ির কাঁটা যখন স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ ছুঁয়েছে, তখন এক বিশাল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার তার ইস্পাতের ডানা মেলে মাটি ছেড়েছিল। তার পেটের গভীরে ছিল ২৪৪টি প্রাণ, ২৩২ জন যাত্রী আর ১২ জন ক্রু সদস্য।

তাদের গন্তব্য ছিল লন্ডন, কারও চোখে ছিল নতুন জীবনের স্বপ্ন, কারও মনে ছিল বিদেশে থাকা প্রিয়জনের সঙ্গে মিলিত হওয়ার আকুলতা। কতজন ছাত্রছাত্রী উচ্চশিক্ষার জন্য পাড়ি দিচ্ছিল, কত পরিবার ছুটি কাটাতে যাচ্ছিল, কত মানুষ ফিরছিল নিজের কর্মস্থলে। উড়ানের মুহূর্তে জানালার ধারে বসা যাত্রীরা হয়তো দেখছিলেন, কীভাবে তাদের প্রিয় শহরটা ধীরে ধীরে ছোট হয়ে আসছে, তারা জানতেন না, এই দেখাই শেষ দেখা।

উড্ডয়নের ঠিক পরেই, কন্ট্রোল রুমের রাডার স্ক্রিন থেকে হঠাৎই উধাও হয়ে যায় বিমানটির সবুজ বিন্দু। ফ্লাইটরাডারের শেষ তথ্য অনুযায়ী, বিমানটি তখন মাটি থেকে মাত্র ৬২৫ ফুট উচ্চতায় ছিল এবং তখনও উপরে ওঠার চেষ্টা করছিল। আর তার পরেই নেমে আসে সেই ভয়ংকর, অনন্ত নিস্তব্ধতা। সব যোগাযোগ বিচ্ছিন্ন। কয়েকশো টন ওজনের একটি যন্ত্র, ভেতরে জীবন্ত মানুষের আশা আকাঙ্ক্ষা নিয়ে তখন পৃথিবীর নিয়ন্ত্রণের বাইরে, এক অনিবার্য পরিণতির দিকে ছুটে চলেছে।

এরপরই সেই ভয়ংকর মুহূর্ত। আহমেদাবাদের মেঘনীনগর এলাকার আকাশ চিরে একটি বিকট শব্দ নেমে আসে। স্থানীয় বাসিন্দারা কিছু বুঝে ওঠার আগেই, তাদের চোখের সামনে এক বিশাল আগুনের গোলা হয়ে ভেঙে পড়ে বিমানটি। একটি মেডিকেল কলেজের হোস্টেলের ওপরে আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই, বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা এলাকা।

মুহূর্তের মধ্যে জ্বালানি তেল আর বিমানের ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে চারিদিকে, দাউদাউ করে জ্বলে ওঠে লেলিহান অগ্নিশিখা। কালো ধোঁয়ার কুণ্ডলী এতটাই ঘন ছিল যে, তা ঢেকে দিয়েছিল দুপুরের সূর্যকে। সবকিছু এক মুহূর্তে গ্রাস করে নিল সেই বিধ্বংসী আগুন আর ধ্বংসযজ্ঞ।

খবর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই বেজে ওঠে সাইরেন। দমকলের একের পর এক গাড়ি, অ্যাম্বুলেন্স, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর জওয়ানরা ছুটে আসেন। কিন্তু ততক্ষণে যা ঘটার, তা ঘটে গেছে। চারদিকে ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ আর আগুনের তীব্রতার ম

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।🥲আজ হৃদয়টা ভেঙে গেল। যে মানুষটি কয়েকদিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজে গিয়ে...
12/06/2025

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।🥲

আজ হৃদয়টা ভেঙে গেল। যে মানুষটি কয়েকদিন আগে আল্লাহর ডাকে সাড়া দিয়ে হজে গিয়েছিলেন, যাকে বারবার প্লেন ফিরিয়ে দিচ্ছিল — অনেকেই বলেছিলেন, “হয়তো তার যাওয়ায় আল্লাহর রহমত আছে”, আজ খবর এলো — তিনি আর নেই।
উনাকে নিয়ে আমি পোষ্ট দিয়েছিলাম।

তিনি ফিরে গেলেন, তবে পৃথিবীর কোনো বন্দরে নয় — ফিরে গেলেন তাঁর প্রভুর সান্নিধ্যে।
কি অদ্ভুত এক ইশারা ছিল সেটা! আল্লাহ যেন নিজ হাতে তাঁর এই বান্দাকে ডাকছিলেন। হয়তো তাঁর প্রতি ছিল এক বিশেষ রহমত, এক অদ্ভুত ভালোবাসা।

যিনি হজে যাচ্ছিলেন, বারবার ফিরে আসছিলেন — হয়তো এভাবেই তাঁর পাপ মোচনের দরজা খুলে যাচ্ছিল। আজ তিনি পৃথিবীর মায়া কাটিয়ে চিরশান্তির পথে যাত্রা করলেন।

হে মহান আল্লাহ, এই প্রিয় মানুষটিকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন। তাঁর যাবতীয় গুনাহ ক্ষমা করে দিন। তাঁর পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দিন।

তুমি চলে গেলে, কিন্তু তোমার প্রতি আল্লাহর এই রহস্যময় আহ্বান চিরকাল মনে থাকবে আমাদের।
আল্লাহ্ মহান। আল্লাহ্ এক ও অদ্বিতীয়। কোনো‌ সন্দেহ নেই। 🤲🤲🤲

11/06/2025
🥰
09/06/2025

🥰

কীসের এতো অহংকার?? আসুন না অহংকার না করে সবাই পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব দেই
08/06/2025

কীসের এতো অহংকার??
আসুন না অহংকার না করে সবাই পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি গুরুত্ব দেই

Address

Sitakund

Alerts

Be the first to know and let us send you an email when আল্লাহ মহান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share