
25/08/2025
চলছে' আসসূন্নাহ ফাউন্ডেশন‘মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম’ এর দ্বিতীয় দিনের কর্মশালা। এঁদের ভেতর থেকে চূড়ান্ত নির্বাচিতদের নিয়ে শুরু হবে তিনমাসের আবাসিক কোর্স।
উল্লেখ্য, এ দেশের মোবাইল ফোন সার্ভিসিং খাতটি বিদেশি যন্ত্রাংশ ও প্রযুক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দক্ষ জনশক্তি এবং সঠিক প্রশিক্ষণের অভাবে এই বিশাল সেবাখাতটি এখনও পুরোপুরি বিকশিত হতে পারেনি।
আসসূন্নাহ ফাউন্ডেশন এই অচলায়তন ভাঙতে চায়। এ বিষয়ে তরুণদের যথাযথ ট্রেনিং দিতে পারলে বিপুল জনগোষ্ঠীর বেকারত্ব দূর করা সম্ভব হবে।
সে লক্ষ্যে আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের অধীনে চালু হয়েছে ‘মোবাইল ফোন রিপেয়ার ট্রেনিং প্রোগ্রাম’ কোর্স।
বর্তমানে দক্ষতা উন্নয়নমূলক মোট নয়টি আবাসিক কোর্স চলমান রয়েছে।