imro Khan001

imro Khan001 Amr Sopon ta puron hoba kina.???
আসসালামু আলাইকুম আমার পেইজ আপনাকে স্বাগতম.।।।

04/05/2024

Golpo ta amon hoto

Kawo celo na.?
11/04/2024

Kawo celo na.?

09/04/2024

Eid mubarak

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉
21/09/2023

I've received 100 reactions to my posts in the past 30 days. Thanks for your support. 🙏🤗🎉

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হালকোথায় ...
12/07/2023

কোথায় গেল সোনার সময় সোনার মানুষ কই!
কোথায় গেল লাঙ্গল জোয়াল কোথায় গেল মই।
কোথায় গেল গরুর গাড়ি কোথায় গরুর হাল
কোথায় গেল রংবেরঙের ডিঙি নায়ের পাল।
কোথায় গেল মাটির কলস
সেই কলসির জল
ঘরের শোভা রঙিন শিখা কোথায় গেল বল!
শকুনরা সব কোথায় গেল কোথায় গেল কাক
কোথায় গেল শিয়াল মামার হুক্কাহুয়া ডাক।
কোথায় গেল শিল আর পাটা পাটার বাটা ঝাল
কোথায় গেল কাঠের ঢেকি ঢেকির ছাঁটা চাল।
কোথায় গেল পালকি চলার হুনহুনাহুন সুর
ঠেলার গাড়ি হারিয়ে গেল হায়রে কত দূর।
কোথায় গেল রাত্রি জেগে চিঠি লেখার দিন
কোথায় গেল হারিকেন আর কোথায় কেরোসিন।
কোথায় গেল গরুর টানা আঁখ মারানোর কল
কোথায় গেল গ্রামের বাড়ির বাংলা ঘরের ছল।
বিয়েবাড়ির গীতের আসর কোথায় গেল ভাই
কলাপাতায় আহার করার মেজবানিটাও নাই।
কোথায় গেল কাঁচের চুড়ি রেশমী ফিতার সাজ
কোথায় গেল হায় রুমালের সুতার কারুকাজ।
কোথায় গেল মাটির কূপের মিষ্টি স্বাদের জল
কোথায় গেল ডাল মারানোর শিলার যাঁতাকল।
কোথায় গেল কুলুর বলদ বন্ধ যাহার চোখ
কোথায় গেল হুক্কা তামাক হুক্কা টানার লোক।
হারানো সুর খুঁজতে গিয়ে সবচেয়ে ব্যথা পাই
যখন দেখি কোরআন শিখার মতকব ও আর নাই।

প্রমথ চৌধুরী বলে ছিলেন,"বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে, নিহত হয়েছে চট্টগ্রামে"....চট্টগ্রামের মানুষ হিসেবে ব্যপারটাআসলেই চি...
09/07/2023

প্রমথ চৌধুরী বলে ছিলেন,
"বাংলা ভাষা আহত হয়েছে সিলেটে, নিহত হয়েছে চট্টগ্রামে"....
চট্টগ্রামের মানুষ হিসেবে ব্যপারটা
আসলেই চিন্তা করার মত।
সত্য বলতে কি বাংলা ভাষার সাথে চট্টগ্রামের ভাষার ৭০ ভাগই নূন্যতম মিল নেই!!
যেমন টা ধরেন:
মুরগী কে চট্টগ্রামের ভাষায় বলে "কুরো"...
মোরগ কে বলে " লাতা কুরো"..
শালিক পাকি কে বলে "দেচ্ছো"..
তেলাপোকা কে বলে "তেইল্লেচুরা"
কাক কে " হাউওয়ো"
টয়লেট কে "টাট্টি"
খারাপ মানুষ কে " জারগো"
মাউলানা কে " মুলিছাফ"
পেয়ারা কে "গুয়াছি"
শিমের বিচি কে "হাইস্যে"
সমুদ্র কে "দইজ্জে"
কলসি কে "ঠিল্লে"
হঠাৎ কে "আতিক্কে"
পিচ্ছিল কে "বিরবিজ্জে"
ইত্যাদি ইত্যাদি...।
আর চট্টগ্রামের ভাষায় এমন কিছু এপিক
এক্সপ্রেশন আছে যা শুধু বাংলা কেন! পৃথিবীর
কোন ভাষায় অনুবাদ করা যাবেনা।
যেমন ধরুন :
অবাইজ্জেহুদা!!
আত্তামারেবাপ!!!
মাইল্লেপিরে!!!
অবাজিরে!!
উম্মারেম্মা।
এরকম আরো শত শত এক্সপ্রেশন।
তাছাড়া চটগ্রামের #প্রবাদ গুলোও
পুরোপুরি ভিন্ন। যেমন:-
★ফুয়াদেল্লাই ছাড়িত ন পারির,
কেঁডারলাই গিলিত ন পারির।
বাংলা অনুবাদ : স্বাদের জন্য
ছাড়তে পারছি না, কাঁটার জন্য
গিলতে পারছি না।
"পুঁদত নাই তেনা মিডে দি ভাত হানা"
অনুবাদ : গায়ে নেই জামা মিঠায় দিয়ে ভাত খাওয়া।
যা কোনো ভাষায় অনুবাদ করা যায় না
"চেরেত গরি পরি গেইয়ে"
চিটাইংগে ছোটবেলার খেলা
"ইচকিম ইচকিম হাইমর দাঁরা
হাইম গেইয়ে রাজার বারা
রাজার বউয়ের বাইট্টে চুল
টাইনতে টাইনতে লাম্বা চুল
লাম্বা চুলেত্তলে
দুওয়ো বাত্তি জ্বলে
সোনার আত হাডি দিলাম
কেঁচেঁত"
আরো আছে
বাংলাদেশের জাতীয় খেলার চিটাইংগে ভার্ষন
১/"হা ডু ডু লক্কন
তুরে মাইত্তে হতক্কন"।
২/"তুব্বোইন শরত
টিব্বাত্তি বরত"।
★★★মানুষ এই ভাষা কে কঠিন,কুৎসিত, যে
যাই বলুক না কেন🙊
এটাই আমাদের মায়ের ভাষা। এ ভাষা শিখাতে সবাই পাড়ে না। যুগের পর যুগ মানুষ "এ ভাষা" চট্টগ্রামে থেকেও আয়ত্ত করতে পারেনা।
এ ভাষা জন্ম থেকে আয়ত্ত করতে হয়।।
#বেঁচে_থাকুক_চাটগাঁইয়া_ভাষা_অনন্ত_কাল।
"দরহার অইলে এই ভাষারে বাচাইবাল্লাই আঁরা আবার ভাষা আন্দোলন গইজ্জুম"।
" চিটাইংগে মরতপুয়া/মাইয়েপুয়া অক্কল আঁরাতো আঁরাই😃✌
আঁরাই সেরা"।

সব কিছুই এখন স্মৃতি ♥️আপনি কি  ...১. কয়লা দিয়ে কখনো দাঁত মেজেছেন?২. বল সাবান, ৫৭০ সাবান কিংবা লাইফবয় সাবান দিয়ে চুল ধুয়...
08/07/2023

সব কিছুই এখন স্মৃতি ♥️

আপনি কি ...

১. কয়লা দিয়ে কখনো দাঁত মেজেছেন?
২. বল সাবান, ৫৭০ সাবান কিংবা লাইফবয় সাবান দিয়ে চুল ধুয়েছেন?
৩. মুখে তিব্বত স্নো, ট্যালকম পাউডার মেখেছেন?
৪. মাথার চুলে সর্ষের তেল দিয়েছেন?
৫. কলমের খাপ দিয়ে কান চুলকেছেন?
৬. টিউবওয়েলের তলায় বসে গোসল করেছেন (‌গোসল শেষে উঠতে গিয়ে মাথায় বাড়ি খেয়েছেন)?
৭. স্পঞ্জের স্যান্ডেলের ফিতা ল্যাম্পের আলোয় গলিয়ে জোড়া দি‌য়ে‌ছেন?
৮. টিনের চালে ঝুম বৃষ্টি পড়ার শব্দ শুনেছেন?
৯. মুচির কাছে ফুটবল নিয়ে গিয়ে ব্লাডারের লিক সা‌রি‌য়ে‌ছেন?
১০. জাম্বুরা দিয়ে ফুটবল খেলেছেন?
১১. হারিকেন দিয়ে পড়ালেখা করেছেন?
১২. হ্যাজাক এর আলোয় বিয়ের অনুষ্ঠান দেখেছেন?
১৩. কলা গাছ দিয়ে গেইট সাজানো দেখেছন ?
১৪. বর্ষায় শালুক তোলা দেখেছেন?
১৫. কুতকুত, সাতচারা, লাটিম, মার্বেল, পুতুল বিয়ে, গোল্লাছুট এসব খেলা খেলেছন?
১৬.বাড়ি বাড়ি গিয়ে চাল, তেল, ডিম, পেঁয়াজ, মরিচ ইত্যাদি সংগ্রহ করে পিকনিক করেছেন?
১৭. ঈদের সময় কসকো সাবান দিয়ে গোসল করেছেন?

য‌দি এসব ক‌রে থা‌কেন তাহ‌লে আপনার শৈশব অনেক আনন্দের ছিল !!
____সংগ্রহীত

আমাদের তামিম ইকবাল অবসর ভেঙে ফিরেছেন! ✊ এটার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না এই মুহূর্তে! 🥺বিশেষ ধন্যবাদ আমাদের প্রধানম...
07/07/2023

আমাদের তামিম ইকবাল অবসর ভেঙে ফিরেছেন! ✊ এটার চেয়ে শান্তির আর কিছু হতে পারে না এই মুহূর্তে! 🥺
বিশেষ ধন্যবাদ আমাদের প্রধানমন্ত্রী ও মাশরাফি বিন মর্তুজাকে! 🙏King is back ❤️

02/07/2023

Hi

Address

1
Sitakund
143

Website

Alerts

Be the first to know and let us send you an email when imro Khan001 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category