Priya's World Today

Priya's World Today কৃষ্ণ ভক্ত

বিশ্বব্রহ্মাণ্ডের নির্মাতা (কারিগর) দেবশিল্পী ও কর্মের দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা।কালকে পূজার দিন উপলব্ধি করলাম—একা...
18/09/2025

বিশ্বব্রহ্মাণ্ডের নির্মাতা (কারিগর) দেবশিল্পী ও কর্মের দেবতা শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা।
কালকে পূজার দিন উপলব্ধি করলাম—একা হয়েও অনেক কিছু সম্ভব। পূজার প্রতিটি আচার নিজের হাতে করে এক অপার শান্তি পেলাম। মায়ের অসুস্থতার কারণে একা হাতে সামলালাম পূজার প্রতিটি আয়োজন—ফুল সাজানো থেকে প্রদীপ জ্বালানো পর্যন্ত। ক্লান্তি ছিল ঠিকই, কিন্তু ভক্তির তৃপ্তি সব কষ্টকে ঢেকে দিলো।
#সনাতনধর্ম

ছোটবেলার সবচেয়ে প্রিয় শো।রাত ১০ টা হলেই টিভির রিমোর্ট নিয়ে Cartoon Network এ দেখতাম। কতবার মিস্টার বিন দেখে হেসে কুটিকিু...
12/09/2025

ছোটবেলার সবচেয়ে প্রিয় শো।রাত ১০ টা হলেই টিভির রিমোর্ট নিয়ে Cartoon Network এ দেখতাম।
কতবার মিস্টার বিন দেখে হেসে কুটিকিুটি হয়েছি। কিন্তু একটা দৃশ্য দেখে, জানি না কেন, কান্না পেয়েছিল।

বছরের প্রথম দিন। মিস্টার বিন তার পরিচিত স্যুট-টাই পরে ঘর থেকে বেরোল। দরজা লাগাল। তার পর নিজেই নিজের রুমের দরজার তল দিয়ে একটা খাম ঠেলে দিল।

দরজা খুলে আবার ঘরে ঢুকল। ঢুকেই চোখ গেল মেঝেতে। অবাক চোখ। খাম! কে পাঠাল! অবাক হয়ে খামটা তুলল। ভেতর থেকে বেরিয়ে এল একটা হ্যাপি নিউ ইয়ার কার্ড! মিস্টার বিন এত্ত খুশি!

ব্যাকগ্রাউন্ডে হাসির সাউন্ড থাকে। হাসির সাউন্ড এফেক্ট দর্শকদের প্রভাবিত করে। সাধারণ দৃশ্যেও হাসি আসে।
এই সিনেও ওই মোমেন্টে হাসির সাউন্ড বেজে উঠল। কিন্তু আমার মন ভরে গেল বিষাদে।

একটা মানুষ কতটা নিঃসঙ্গ হলে নিজেই নিজেকে নিউ ইয়ারের কার্ড পাঠায়!

একটু আগে একজনের পোস্ট দেখলাম। মজা করেই হয়তো লিখেছে: কাউকে রিল পাঠালে সিনই করে না। তাই নিজেই নিজেকে রিল পাঠাই, রিলে রিঅ্যাক্ট দেই, রিপ্লাই হিসেবে আরেকটা রিল পাঠাই। আবার দেখি...।

সবাই ওই পোস্টে হাহা দিচ্ছে। আমিও তা-ই দিচ্ছিলাম। কেমন করে জানি কেয়ার ইমোতে আঙুলের চাপ পড়ে গেল!

হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জারে প্রতিদিন ১০০ বিলিয়ন মেসেজ আদান-প্রদানের এই যুগেও আমরা কতটা একা! কতটা নিঃসঙ্গ!

মিস্টার বিনের তবু টেডি ছিল। আমাদের টেডিটা কই?

হরে কৃষ্ণ 🙏   ゚viralfbreelsfypシ゚viral
08/09/2025

হরে কৃষ্ণ 🙏 ゚viralfbreelsfypシ゚viral

সন্তানকে না বলা মায়ের কিছু কথা... পুরোটা পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যাবে একদিন সবকিছু ফিরে আসবে — হারিয়ে ফেলা ঘুম, শান...
01/09/2025

সন্তানকে না বলা মায়ের কিছু কথা... পুরোটা পড়লে গায়ের লোম দাঁড়িয়ে যাবে

একদিন সবকিছু ফিরে আসবে — হারিয়ে ফেলা ঘুম, শান্তি, নিজের জন্য সময়।
ফিরে আসবে অবাধ স্বাধীনতা, ফিরে আসবে নিশ্চিন্ত নিশি।
কিন্তু যা কোনোদিনও ফিরে আসবে না, তা হলো তোমার এই ছোট্ট শৈশব।

আর সকাল সকাল উঠে তোমার ময়লা কাঁথা-চাদর ধোয়ার তাড়া থাকবে না।
তোমার জন্য আর শখ করে নতুন খেলনা কেনা হবে না।
তুমি আর দাঁতহীন হাসিতে আমার আঙুল কামড়ে ধরবে না,
না-না বলার ভঙ্গিতে দুই মুঠো হাত দিয়ে আমার চুল ছিঁড়ে দেবে না।
তুমি বাবার চুল ধরে টেনে দুষ্টুমি করে হাসবে না।

তোমার জন্য আলাদা রান্নার সেই ছোট ছোট পেরেশানিগুলোও আর থাকবে না।
বাড়ির কোণে ছড়িয়ে থাকা খেলনাগুলো তুলে নিতে হবে না।
নতুন খেলনা দেখলেই বাবার উচ্ছ্বসিত চোখের সেই ভালোবাসা আর দেখা যাবে না।
এই হাতদুটো দিয়ে তোমাকে স্নান করিয়ে আদর করে মুছে দেবার মুহূর্তগুলো হারিয়ে যাবে।
ভরা বুকের উষ্ণতায় তোমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ার মুহূর্তগুলো ফুরিয়ে যাবে।

একদিন তুমি বড় হয়ে যাবে।
আমার শরীরের ব্যথা, যন্ত্রণার ইতিহাস হয়ে যাবে।
যে দিন প্রথমবার ছেঁড়া-ফাটা, সেলাই করা শরীর নিয়ে তোমাকে বুকের মধ্যে চেপে ধরেছিলাম, সেই দিনটিও স্মৃতির পাতায় ঝাপসা হয়ে যাবে।

তারপর…
দিন যাবে, মাস যাবে, বছর পেরিয়ে যাবে।
তুমি আমার কোল ছেড়ে নিজের ছোট্ট দুনিয়ায় পা রাখবে।
যে জড়তা মাখা ভাষায় তুমি আমাকে "মা" বলেছিলে, সেই ডাকের সরলতা হারিয়ে যাবে।
তুমি বড় ব্যস্ত হয়ে পড়বে তোমার নিজস্ব জীবন নিয়ে।

তখন আমাদের — মা-বাবার — সমস্ত ব্যস্ততা ছুটি পাবে।
তুমি থাকবে ব্যস্ত, আর আমরা থাকবো অতীতের স্মৃতিতে হারিয়ে।

যে শৈশব তোমার মনে আবছা হয়ে যাবে,
সেই শৈশব আমাদের হৃদয়ে চিরকাল ঝকঝকে জ্বলবে।
কখনো একটিবার মনে পড়বে হয়তো—
তোমাকে ঘুম পাড়াতে, খেলনা গুছাতে, ভালোবাসায় ভিজিয়ে রাখার সেই সব দিনগুলো।

আর আমাদের মনে পড়বে—
তোমার ছোট্ট হাতের টান, দুধের গন্ধ মাখা শরীরের উষ্ণতা,
তোমার নির্ভরতা, তোমার অবুঝ ভালোবাসা।
সেই সব অনুভূতির কোনো বিকল্প আর কোনোদিন খুঁজে পাওয়া যাবে না।
কারণ, শৈশব একবারই আসে।
আর তা হারিয়ে গেলে, আর কখনও ফিরে আসে না।

— মায়ের ডায়েরি
সংগৃহীত

Address

Sitakund

Website

Alerts

Be the first to know and let us send you an email when Priya's World Today posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share