Sitakunda News/ সীতাকুণ্ডের খবর

Sitakunda News/ সীতাকুণ্ডের খবর নতুন সীতাকুণ্ডের সন্ধানে।
Sitakunda facebook News paper

16/11/2025

"ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বটতলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা
বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ প্রায় ১৩ জন নিহত তার মধ্যে চারজনের লাশ এখনো বটতলা পড়ে আছে বলে জানিয়েছেন।

সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ প্রায় ১৩ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে একের পর এক লাশ আসতে শুরু করেছে।
হৃদয়বিদারক দৃশ্য—কারো হাত নেই, কারো পা নেই, স্বজনদের আহাজারিতে হাসপাতালের পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছে।

গুরুতর আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে.

সীতাকুণ্ডে হোটেল জরিমানাউত্তর বাইপাস এলাকার ভাবির হোটেলকে অনুমতি ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দধি ও ঘি উৎপাদন ও বি...
30/10/2025

সীতাকুণ্ডে হোটেল জরিমানা

উত্তর বাইপাস এলাকার ভাবির হোটেলকে অনুমতি ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দধি ও ঘি উৎপাদন ও বিক্রির কারণে ১০,০০০ টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম, উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য পরিদর্শক মো. জাহেরুল হক ও পুলিশ সদস্যরা।৩০/১০/২০২৫ ইং

01/10/2025

সীতাকুণ্ডে স্কুল ছাত্র জিহাদ হ*ত্যা*র সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

ব্রেকিং নিউজঃ-সীতাকুণ্ডের টেরিয়াইল বাজারএলাকায় বাস ডাকাতি কালে কুমিরা  হাইওয়ে থানার ওসি রাব্বানির অভিযানে ২ডাকাত আটক।
20/09/2025

ব্রেকিং নিউজঃ-
সীতাকুণ্ডের টেরিয়াইল বাজারএলাকায় বাস ডাকাতি কালে কুমিরা হাইওয়ে থানার ওসি রাব্বানির অভিযানে ২ডাকাত আটক।

17/09/2025

সীতাকুণ্ড ভূঁইয়া টাওয়ারে ভাড়া বাসায় ফ্যানের সাথে ঝুলে সরোয়ার উদ্দিন (২৫) যুবক আত্মহত্যা করেছে

সীতাকুণ্ড উপজেলা বাইপাসে  অ্যাক্সিডেন্ট। হানিফ বাস ও কাভার্ড ভেন।ড্রাইভার খুবই আহত।
30/07/2025

সীতাকুণ্ড উপজেলা বাইপাসে অ্যাক্সিডেন্ট। হানিফ বাস ও কাভার্ড ভেন।ড্রাইভার খুবই আহত।

29/07/2025
আজ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী, সোনাইছড়ি, ও সীতাকুণ্ড পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী  মোবাইল কোর্ট অভিযা...
27/07/2025

আজ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী, সোনাইছড়ি, ও সীতাকুণ্ড পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সীতাকুণ্ড জনাব মো: ফখরুল ইসলাম উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মো: জামাল উদ্দিন (৩২) ও মো: সোহেল (২২) নামীয় দুই ব্যক্তিকে প্রত্যেককে ৩০দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রামের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন কর্তৃক মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চুরি ও ছি*নতাইকৃত প্রায় ৩৪২ টি ফোনের আইএমইআই ও ফোনের নাম প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।আপনার হারানো মোবাইলটি ...
22/07/2025

চুরি ও ছি*নতাইকৃত প্রায় ৩৪২ টি ফোনের আইএমইআই ও ফোনের নাম প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।আপনার হারানো মোবাইলটি আছে কিনা দেখে নিতে পারেন।যে সমস্ত আইফোন লক করা তা কালার প্রকাশ করা হয়েছে।

সীতাকুণ্ডের সলিমপুরে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাব-৭ এর অভিযানআজ সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট ...
21/07/2025

সীতাকুণ্ডের সলিমপুরে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাব-৭ এর অভিযান

আজ সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট আব্দুল্লাহ ঘাটা এলাকায় র‍্যাব-৭ এর একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত একটি নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানা সনাক্ত করা হয়। কারখানাটি নিম্নমানের ও বিপজ্জনক তার উৎপাদন করে আসছিল, যা জনসুরক্ষার জন্য হুমকিস্বরূপ।

র‍্যাব কারখানাটি সিলগালা করে দিয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

19/07/2025

সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির একাদশ কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দের তালিকা :- ০১.সভাপতি - মো: নাছির উদ্দীন ভূঁইয়া, ০২. সিনিয়র সহ সভাপতি - মো: দেলোয়ার হোসেন,০৩. সহ সভাপতি - মো: নূর মোহাম্মদ, ০৪. সাধারণ সম্পাদক - মো: সাজ্জাদ হোসেন রফিক, ০৫. সহ সাধারণ সম্পাদক - মো: জাহাঙ্গীর আলম,০৬.সাংগঠনিক সম্পাদক- মো: আলা উদ্দীন,০৭ অর্থ সম্পাদক - মো: হেলাল উদ্দীন, ০৮ দপ্তর সম্পাদক - শ্রীধাম চন্দ্র দে (বিনা- প্রতিদ্বন্দ্বীতায়) ,০৯. সহ দপ্তর সম্পাদক - মো: নূর উদ্দীন, ১০.প্রচার সম্পাদক - আনোয়ার হোসেন বাদশা,১১. সমাজ কল্যাণ সম্পাদক - মো: আবু তাহের ১২. ক্রীড়া সম্পাদক - মোহন পাল । (সদস্য ০১). আবির,(সদস্য ০২).মো: জাহাঙ্গীর আলম, (০৩).মো: বাবলু, ( সদস্য ০৪). মো: জসিম উদ্দীন,(সদস্য০৫) মো: আজম।

Address

Sitakunda

Alerts

Be the first to know and let us send you an email when Sitakunda News/ সীতাকুণ্ডের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sitakunda News/ সীতাকুণ্ডের খবর:

Share