Sitakunda News/ সীতাকুণ্ডের খবর

Sitakunda News/ সীতাকুণ্ডের খবর নতুন সীতাকুণ্ডের সন্ধানে।
Sitakunda facebook News paper

🔻 সর্তকতামূলক পোস্ট 🔻প্রিয় সীতাকুণ্ডবাসীআসসালামু আলাইকুম, 01795-877623 এই নাম্বার  থেকে উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড...
29/05/2025

🔻 সর্তকতামূলক পোস্ট 🔻

প্রিয় সীতাকুণ্ডবাসী
আসসালামু আলাইকুম,
01795-877623 এই নাম্বার থেকে উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড পরিচয়ে ল্যাপটপ দেয়া হবে মর্মে স্কুলের শিক্ষকদের কাছে কল করে টাকা চাওয়া হচ্ছে। এই নাম্বার কিংবা অন্যকোন নাম্বার থেকে এ বিষয়ে কোন প্রতারক/দুষ্কৃতকারী/বিভ্রান্তকারীদের সাথে কোন প্রকার লেনদেন না করার জন্য অনুরোধ করা হলো।

সোবাহানবাগ (গার্ল কলেজ রোড় / বাজার রোড়) ,মধ্যম মহাদেবপুর,সীতাকুণ্ড পৌরসভার এই রাস্তার অবস্থা খুবই খারাপ। যাতায়াত অনেক কষ...
16/04/2025

সোবাহানবাগ (গার্ল কলেজ রোড় / বাজার রোড়) ,মধ্যম মহাদেবপুর,সীতাকুণ্ড পৌরসভার এই রাস্তার অবস্থা খুবই খারাপ। যাতায়াত অনেক কষ্টসাধ্য। বৃষ্টি হলে পানি জমে থাকে। কর্তৃপক্ষের কোন নজরদারি নাই যে যার যার মত ব্যস্ত।
শত শত বিল্ডিং এর কোটি কোটি টাকার টেক্স আদায় করা হয় তা সত্ত্বেও সামান্য দূরত্বের এই রাস্তা সংস্কারের কোন প্রদক্ষেপ নাই।
পৌরসভার আওতাভুক্ত রাস্তার এমন হাল মেনে নেওয়ার মত না।

অথচ রাস্তার পাশে থাকা বিল্ডিং থেকে কোটি কোটি টাকার টেক্স আদায় করা হয়। মাত্র ১০ হাত সমান ছোট রাস্তাটা অবহেলিত। হাজারো মানুষের আনাগোনা এই রাস্তায়। বাজার রোড, গোড়াউন রোড়,রেল স্টেশন রোড ও কলেজ রোডে যাওয়ার মত গুরুত্বপূর্ণ রোড়ের এমন অবস্থা যা মেনে নেওয়া যাই না। 20 বছর আগে এই রোডের সর্বশেষ কাজ করা হয়েছিলো এর পর থেকে এই রোড অভিভাবকহীন।

বাংলাদেশের মধ্যে টপ ধনী পৌরসভার একটি আমাদের সীতাকুণ্ড পৌরসভা অথচ এই পৌরসভার গুরুত্বপূর্ণ ছোট রাস্তাটার করুণ অবস্থা।

অতিশীঘ্রই এই রাস্তার সংস্কার চাই।

30/03/2025

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

ঈদ মোবারাক🫂🌙

10/03/2025
অদ্য ১৩ জানুয়ারি ২০২৫ তারিখ সীতাকুন্ড উপজেলার সীতাকুণ্ড বাজারে  নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মন...
13/01/2025

অদ্য ১৩ জানুয়ারি ২০২৫ তারিখ সীতাকুন্ড উপজেলার সীতাকুণ্ড বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড, চট্টগ্রাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে. এম. রফিকুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সীতাকুন্ড মডেল থানার পুলিশ এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, সীতাকুণ্ড। উক্ত অভিযানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায়, অননুমোদিত রং ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৫, ৪৮ ধারা মতে ০৫টি প্রতিষ্ঠানকে এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার আইন ২০০৫ এর ৪ ধারা মতে ০১টি প্রতিষ্ঠানকে, মোট ০৬টি প্রতিষ্ঠানকে যথাক্রমে- মোঃ জাফর, সীতাকুণ্ড, চট্টগ্রামকে ৫০০০/- (পাঁচ হাজার টাকা); মোঃ বেলাল হোসেন, (প্রীতি স্টোর), সীতাকুণ্ড, চট্টগ্রামকে ২০০০/- (দুই হাজার টাকা); মোঃ নিজাম, সীতাকুণ্ড, চট্টগ্রামকে ১০০০/- (এক হাজার টাকা);কামরুল হাসান, সীতাকুণ্ড, চট্টগ্রামকে ১০০০/- (এক হাজার টাকা); মাজিদুল ইসলাম, সীতাকুণ্ড, চট্টগ্রামকে ৩০০/-(তিনশত) টাকা; মোঃ শাহাদাত হোসেন (মেসার্স শাহাদাত ফুডস),সীতাকুণ্ড, চট্টগ্রামকে ৫০০০০/-(পঞ্চাশ হাজার টাকা); সর্বমোট ৫৯,৩০০/- (ঊনষাট হাজার তিনশত) টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অদ্য ২৫ নভেম্বর ২০২৪ তারিখ সীতাকুন্ড উপজেলার শুকলাল হাট বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনি...
25/11/2024

অদ্য ২৫ নভেম্বর ২০২৪ তারিখ সীতাকুন্ড উপজেলার শুকলাল হাট বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে এবং বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সীতাকুণ্ড, চট্টগ্রাম এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে. এম. রফিকুল ইসলাম। মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সীতাকুন্ড মডেল থানার পুলিশ এবং স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক, সীতাকুণ্ড। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারা মতে আজমির বেকারিকে ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Well Come New Bangladesh. Thanks to all students From Sitakunda News/ সীতাকুণ্ডের খবর
05/08/2024

Well Come New Bangladesh.
Thanks to all students
From Sitakunda News/ সীতাকুণ্ডের খবর

আলহামদুলিল্লাহ। হাজারো শুকরিয়া।মহান আল্লাহ লাখো শিক্ষার্থীর হাতে বিজয় দিয়েছেন।
05/08/2024

আলহামদুলিল্লাহ। হাজারো শুকরিয়া।
মহান আল্লাহ লাখো শিক্ষার্থীর হাতে বিজয় দিয়েছেন।

Address

Sitakunda

Alerts

Be the first to know and let us send you an email when Sitakunda News/ সীতাকুণ্ডের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sitakunda News/ সীতাকুণ্ডের খবর:

Share