Sitakunda News/ সীতাকুণ্ডের খবর

Sitakunda News/ সীতাকুণ্ডের খবর নতুন সীতাকুণ্ডের সন্ধানে।
Sitakunda facebook News paper

সীতাকুণ্ড উপজেলা বাইপাসে  অ্যাক্সিডেন্ট। হানিফ বাস ও কাভার্ড ভেন।ড্রাইভার খুবই আহত।
30/07/2025

সীতাকুণ্ড উপজেলা বাইপাসে অ্যাক্সিডেন্ট। হানিফ বাস ও কাভার্ড ভেন।ড্রাইভার খুবই আহত।

29/07/2025
আজ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী, সোনাইছড়ি, ও সীতাকুণ্ড পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী  মোবাইল কোর্ট অভিযা...
27/07/2025

আজ সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী, সোনাইছড়ি, ও সীতাকুণ্ড পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, সীতাকুণ্ড জনাব মো: ফখরুল ইসলাম উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন। এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মো: জামাল উদ্দিন (৩২) ও মো: সোহেল (২২) নামীয় দুই ব্যক্তিকে প্রত্যেককে ৩০দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এসময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রামের একটি দল উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন কর্তৃক মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চুরি ও ছি*নতাইকৃত প্রায় ৩৪২ টি ফোনের আইএমইআই ও ফোনের নাম প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।আপনার হারানো মোবাইলটি ...
22/07/2025

চুরি ও ছি*নতাইকৃত প্রায় ৩৪২ টি ফোনের আইএমইআই ও ফোনের নাম প্রকাশ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।আপনার হারানো মোবাইলটি আছে কিনা দেখে নিতে পারেন।যে সমস্ত আইফোন লক করা তা কালার প্রকাশ করা হয়েছে।

সীতাকুণ্ডের সলিমপুরে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাব-৭ এর অভিযানআজ সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট ...
21/07/2025

সীতাকুণ্ডের সলিমপুরে নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানায় র‍্যাব-৭ এর অভিযান

আজ সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফৌজদারহাট আব্দুল্লাহ ঘাটা এলাকায় র‍্যাব-৭ এর একটি বিশেষ দল অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে পরিচালিত একটি নকল বৈদ্যুতিক তার তৈরির কারখানা সনাক্ত করা হয়। কারখানাটি নিম্নমানের ও বিপজ্জনক তার উৎপাদন করে আসছিল, যা জনসুরক্ষার জন্য হুমকিস্বরূপ।

র‍্যাব কারখানাটি সিলগালা করে দিয়েছে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

19/07/2025

সীতাকুণ্ড পৌরসদর ব্যবসায়ী দোকান মালিক সমিতির একাদশ কার্যকরী পরিষদ নির্বাচনে বিজয়ী নেতৃবৃন্দের তালিকা :- ০১.সভাপতি - মো: নাছির উদ্দীন ভূঁইয়া, ০২. সিনিয়র সহ সভাপতি - মো: দেলোয়ার হোসেন,০৩. সহ সভাপতি - মো: নূর মোহাম্মদ, ০৪. সাধারণ সম্পাদক - মো: সাজ্জাদ হোসেন রফিক, ০৫. সহ সাধারণ সম্পাদক - মো: জাহাঙ্গীর আলম,০৬.সাংগঠনিক সম্পাদক- মো: আলা উদ্দীন,০৭ অর্থ সম্পাদক - মো: হেলাল উদ্দীন, ০৮ দপ্তর সম্পাদক - শ্রীধাম চন্দ্র দে (বিনা- প্রতিদ্বন্দ্বীতায়) ,০৯. সহ দপ্তর সম্পাদক - মো: নূর উদ্দীন, ১০.প্রচার সম্পাদক - আনোয়ার হোসেন বাদশা,১১. সমাজ কল্যাণ সম্পাদক - মো: আবু তাহের ১২. ক্রীড়া সম্পাদক - মোহন পাল । (সদস্য ০১). আবির,(সদস্য ০২).মো: জাহাঙ্গীর আলম, (০৩).মো: বাবলু, ( সদস্য ০৪). মো: জসিম উদ্দীন,(সদস্য০৫) মো: আজম।

সব গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ সাত দাবিতে ঢাকায় ‘জাতীয় সমাবেশ’ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতোদিন তারা জ...
19/07/2025

সব গণহত্যার বিচার, পিআর পদ্ধতিতে নির্বাচনসহ সাত দাবিতে ঢাকায় ‘জাতীয় সমাবেশ’ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতোদিন তারা জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, জাতীয় মসজিদের সামনের সড়ক, পুরানা পল্টনের মোড়ে সভা-সমাবেশ করলেও সোহরাওয়ার্দী উদ্যানে এবারই প্রথম সমাবেশ।

সম্প্রতি নতুন একটা অনলাইন ফাঁদ শুরু হয়েছে। -----যার ফলে একটা ছোট ভুলেই আপনার অনেককিছু চলে যেতে পারে। এই অনেককিছুর মধ্যে ...
19/07/2025

সম্প্রতি নতুন একটা অনলাইন ফাঁদ শুরু হয়েছে।

-----

যার ফলে একটা ছোট ভুলেই আপনার অনেককিছু চলে যেতে পারে। এই অনেককিছুর মধ্যে রয়েছে আপনার সম্মান, অর্থ, আপনার অনেক গুরুত্বপূর্ণ তথ্য। চলুন দেখে নেই কীভাবে করে এই কাজ।
সুন্দরী কোন মেয়ের আইডি থেকে আপনাকে মেসেজ দিবে। আপনি সরল মনে সেখানে রিপ্লাই দিলেন। আপনাকে প্রথমেই বলবে "Please Send Me Your WhatsApp Number" আপনি ব্যবসায়ী কিংবা সামান্য পরিচিত ব্যক্তিত্ব হলেও এই স্বাভাবিক রিপ্লাই দিতেই পারেন। এই দেয়াটাই তার প্রাথমিক স্টেপে জয়ী হয়ে গেলো।
এবার
সে আপনাকে মেসেজ দিবে হোয়াটসএপে। সেখানে সে আপনাকে কয়েক প্রকারের আলাপ দিবে। প্রথমে আপনার প্রফেশন, আপনার অবস্থান, আপনার কিছু প্রথমিক তথ্য নিবে। মানে সে বুঝতে চাইবে আপনি আর্থিকভাবে ক্যাপাবল কিনা। যখন সে বুঝবে আপনি ক্যাপাবল তখন সে যাবে ৩য় ধাপে।
এই ধাপে এসে সে আপনাকে বেশ কিছু ছবি শেয়ার করবে। আপনিও একটু ভাল লাগলে সেখানে লাইক দিবেন। কিছু জিজ্ঞেসা করবেন। সে আপনাকে ভিডিও কলে নিবে। সবকিছুই খুলে দেখাবে আপনাকে। আপনি ফেঁসে গেলেন তার চরকিতে... কিন্তু
যারা ২য় ধাপে তার সাথে তাল মিলায়নি তাদেরকে তিনি অফার দিবেন চাকরির জন্য। তাকে অফার দিবে ভালো আয়েস মশলাতে। সেখানে তাকে লিংক দিবেন। সেই লিংকে আপনি ক্লিক দিলেই আপনি চলে গেলেন তার গর্তে। এবার শর্ত মানার পালা... কিন্তু
যারা প্রথমেই তাকে হোয়াটসেপ নাম্বার দেয়নি তাদেরকে কি করবেন? তাদের জন্য রয়েছে নতুন ব্যবস্থা। তাদেরকে সেই মেসেঞ্জারেই অফার করবে কলে আসতে। সেখানে না আসলে তাকে অফার দিবে এমন কিছুর যা আপনি বুঝবেনই না। মজার বিষয় সে আপনাকে তার কৌশলের কাছে ধরতে চাইবেই।
তবে এইসব সিস্টেম পুরোনো হয়েছে। এখানের আয় দিয়ে এখন পোষায়না। তাই সম্প্রতি তারা নতুন পদ্ধতি শুরু করেছে। তারা আগে আপনার সাথে ভিডিও কল করে ভিডিও দিয়ে ব্লাক মেইল করতো। এখন তারা আপনার পুরো হোয়াটসএপের এক্সেস নিয়ে যায়।
আপনাকে প্রথমে হোয়াটসএপ নাম্বার দিতে বলবে। আপনি দিয়ে দিলে তারা অনলাইনে WhatsApp Web ব্যবহার করে আপনাকে বলবে "আপনার কাছে একটা লিংক গেছে সেখানে Ok দিন। আপনি দিয়ে দিলে এবার ২য় ধাপে একটা পিন চেয়ে নিবে। আপনি তাও দিয়ে দিলে আপনার মোবাইলের পুরো এক্সেস চলে যাবে তার হাতে।
সে এবার আপনার ফেইসবুকের পাস চেঞ্জ করে নিবে। সে এবার আপনার মেইলের পাস চেঞ্জ করবে। আপনার ছবি থেকে শুরু করে আপনার সকল তথ্য চলে যাবে তার কাছে। কেননা আপনার জিমেইল থেকে শুরু করে সবকিছুর অধিপত্য নিয়ে যাবে। সব পালটিয়ে আপনার হোয়াটসএপ দিয়ে টাকা চাইবে এবং না পেলে আপনাকে ব্লাক মেইল করা শুরু করবে।
আপনি একটি ছোট্ট ভুলে জীবন হয়ে উঠবে বিষাদময়। শুধু না জানার কারনে, ছোট্ট ভুলে আপনার টাকা, সম্মান সহ অনেক তথ্যই চলে যাবে তাদের কাছে। কেননা এখন ফেবুর আইডিতে প্রায় সবারই হোয়াটএপ এড রয়েছে, এখানে নাম্বার বেকাপ থাকে, এখানে আপনার কার্ড সহ অনেক তথ্যের ব্যাকাপ থাকে। তাই সুন্দরী মেয়ের আইডি দেখামত্রই তথ্য দেয়া ও ভিডিও কলে যাওয়া থেকে বিরত থাকুন।
একটা বিষয় খেয়াল করবেন। এই আইডি বেশীরভাগ নারীদের ছবি ব্যবহৃত। এই নারীদের ছবিও বেশ সুন্দর। অধিকাংশ হিন্দু/সনাতন ধর্মীয় নাম। অধিকাংশের লোকেশন ভা/র/ত। তাদের আইডিতে কোন মেজর কিছুই নাই। খালি কয়েকটা খোলামেলা ছবি আর ভিডিও ছাড়া।
খুব খেয়াল না হইলে দেখাবে রান, নিয়ে যাবে সম্মানের সব ধান... এই ধরনের হ্যাকিং ফেইসবুক, হোয়াটসেপ ও ইমুতেও হতে পারে। তাই আসুন সচেতন হই, নিজে জানি ও অন্যকে জানিয়ে দেই। উঠতি বয়সের তরুনেরা এই ফাঁদে বেশী আটকাচ্ছে আজকাল।
আসুন সচেতন হই অনলাইনে। ভালো লাগলে অনুগ্রহ করে পেইজ টা follow দিয়ে যাবেন।

১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ।
18/07/2025

১৯ জুলাই বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ।

কাল শনিবার আইফোন ও রবিবার এন্ড্রয়েড ফোনগুলো দেখানো হবে।  যাচাই করে নিন আপনার ফোন।স্থান মুনছুরাবাদ পুলিশ লাইন্স, ডিবি পশ্...
18/07/2025

কাল শনিবার আইফোন ও রবিবার এন্ড্রয়েড ফোনগুলো দেখানো হবে। যাচাই করে নিন আপনার ফোন।
স্থান মুনছুরাবাদ পুলিশ লাইন্স, ডিবি পশ্চিম চট্টগ্রাম। মেসেজ টি শে য়ার করতে পারেন

ধর্ম উপদেষ্টা বলেন, সকল মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা। ইমামদের নিয়ম বা বরখাস্ত হতে হবে সরকারের প্রদত্ত নীতিম...
18/07/2025

ধর্ম উপদেষ্টা বলেন, সকল মসজিদের সভাপতি হবেন প্রশাসনের কর্মকর্তারা। ইমামদের নিয়ম বা বরখাস্ত হতে হবে সরকারের প্রদত্ত নীতিমালা অনুযায়ী।

Address

Sitakunda

Alerts

Be the first to know and let us send you an email when Sitakunda News/ সীতাকুণ্ডের খবর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sitakunda News/ সীতাকুণ্ডের খবর:

Share