16/11/2025
"ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে বটতলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা
বাস-ট্রাক সংঘর্ষে শিশুসহ প্রায় ১৩ জন নিহত তার মধ্যে চারজনের লাশ এখনো বটতলা পড়ে আছে বলে জানিয়েছেন।
সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বটতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ প্রায় ১৩ জন নিহত হয়েছেন।
দুর্ঘটনার পরপরই সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে একের পর এক লাশ আসতে শুরু করেছে।
হৃদয়বিদারক দৃশ্য—কারো হাত নেই, কারো পা নেই, স্বজনদের আহাজারিতে হাসপাতালের পুরো পরিবেশ ভারী হয়ে উঠেছে।
গুরুতর আহতদের দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ও হাইওয়ে পুলিশ কাজ করছে.