PinKush

PinKush Find something special and unique every day. Join the party with PinKush Collections of Shoes, Bags

নিজের একদম আপন বোনকে ২ জোড়া জুত্তি গিফট করছিলাম, আশা ছিল নিউজিল্যান্ডের সুন্দর সুন্দর জায়গায় পরে যাবে আর আমারে পিক দি...
30/07/2025

নিজের একদম আপন বোনকে ২ জোড়া জুত্তি গিফট করছিলাম, আশা ছিল নিউজিল্যান্ডের সুন্দর সুন্দর জায়গায় পরে যাবে আর আমারে পিক দিবে। সেই পিক দিয়ে আমি আরো ৫টা অর্ডার বেশি নিতে পারবো.... কিন্তু মিরজাফরগিরি করে দুই বছরে একটা ছবিও দেয় নাই....😩😣 নিজের লোক এমন ই হয়।
এর থেকে আমার কাস্টমার আপুরা খুব সুন্দর সুন্দর ছবি শেয়ার করে মাশাআল্লাহ.....🥰❤️

অনেক অনেক বছর পর সেলাই মেশিন নিয়ে বসে নিজের জন্য একটা পেটিকোট সেলাই করলাম.... কাপড় কাটা কেচিতে জং ধরে গেছে। ঘরে ম্যাচি...
30/07/2025

অনেক অনেক বছর পর সেলাই মেশিন নিয়ে বসে নিজের জন্য একটা পেটিকোট সেলাই করলাম.... কাপড় কাটা কেচিতে জং ধরে গেছে। ঘরে ম্যাচিং সুতা নেই দেখে প্রতিবেশীর থেকে ধার করে নিয়ে আসলাম। কাপড়ে দাগ দেয়ার চকটা পর্যন্ত খুঁজে পেলাম না তাই বোর্ডের চক দিয়ে দাগ দিয়ে কাগজ কাটা কেচি দিয়ে কাপড় কাটলাম। মাপ দেয়ার ফিতাটা কোথায় রেখেছি খুঁজে পাইনি তাই ৬ ইঞ্চি স্কেলে মাপ দিলাম.....😁 কিন্তু ফাইনালি বানাতে তো পেরেছি....
পড়ালেখার জন্য এতো পরিমান ডেটারমিনেশন দেখাতে কেনো পারি নাই সেটা ভাবতেছি.....😩😣

পোস্টে প্রাইস কেন লিখে দেন না এটা একদম অবান্তর কথা....আমি সেই মানুষ যে অলওয়েজ পোস্টে প্রাইজ লিখে দিয়ে ব্যবসা করে গিয়ে...
30/07/2025

পোস্টে প্রাইস কেন লিখে দেন না এটা একদম অবান্তর কথা....আমি সেই মানুষ যে অলওয়েজ পোস্টে প্রাইজ লিখে দিয়ে ব্যবসা করে গিয়েছি। গত দশ বছরে যথেষ্ট পরিমাণে ভালো প্রোডাক্ট এন্ড রিভিউ থাকার পরেও এজন্য আমার পেইজ সেই ভাবে গ্ৰো করেনি।
দিন দিন ফেসবুক এর রুলস কঠিন হয়েছে এবং যখন দেখেছি প্রাইস লিখে দেয়ার কারনে আমার পোস্টে কেউ কমেন্টস করে না, উপর থেকে দেখেই চলে যায়, আমার পোস্টের রিচ আরো কমে গেলো আরো কমে গেলো, এভাবে ব্যবসায়ে বিরাট বড় লস করলাম। ঈদের সময় পর্যন্ত ঘর ভর্তি প্রোডাক্ট কিন্তু কাস্টমার পর্যন্ত সেই ছবি ভিডিও যায় না তখন আমাকে বাধ্য হয়ে দাম বলা বন্ধ করে দিতে হলো....
এই যে উপর থেকে দাম দেখে দেখে হারিয়ে যাওয়া পাবলিক গন কিন্তু আমার কাস্টমার না। যারা কিনবে তারা তো ইনবক্স অবশ্যই করবে। এই যে লোক গুলোর বিরক্তি নিয়ে যে কথাটা টাইপ করে পাঠালো এরা কি জানে এক পিস প্রোডাক্ট সেল করতে আমরা ১০০জনের কমেন্টসে রিপ্লাই দি? কিনবেনা জেনেও ডেইলি হাজার জনের ইনবক্সে রিপ্লাই করে যাই?
ফেসবুক তো আমাদেরকে সবথেকে বড় বিপদে ফেলেছে। উনারা তো সারাদিনে ৫টা পেইজে হয়তো নক দেয়। আমরা সেখানে ওনার মতো হাজার জনের সাথে ডিল করে প্রকৃত ১/২ জন আপুকে পাই....প্রাইস লিখে দিতে পারলে ২০০/৩০০জন কাস্টমার আপু নক করে অর্ডার দিতেন, তাদের সাথেই কথা বললে হয়ে যেতো। এতো মডারেটর ও তখন লাগতো না। টাকাও বেচে যেত।

এজন্য আমার মনে হয় চিন্তা ভাবনা না করে দুম করে একটা কথা বলে ফেলার অভ্যাস থেকে বাঙালি আকাইম্মা লোক জনের বের হয়ে আসা উচিৎ।

যারা টন্ট করেন, ট্রোল করেন, আজেবাজে কথা বলেন তাদের শুধু একটা কথাই বলতে চাই যার ব্যবসা তাকে তার মতো করে করতে দেন, সেই ভালো জানেন তার জন্য কোনটা বেস্ট, হুদাই ফাও পেচাল পেড়ে কি লাভ বলুন?

(আজকের পোস্টটা কোন একজনের জন্য লেখা না, এ সমস্ত লোক যাদের মনে এই কথা গুলো কুরকুর করে, কখনো প্রকাশ্যে বলে কখনো বলে না তাদের জন্য লিখেছি। আসুন সবাই ফ্যাক্ট বুঝে চিন্তা করা শিখি এবং অন্যকে নিয়ে বেশি কথা বলা পরিহার করি)

কালার গুলো দেখে নিন সবাই....এটা কিন্তু কালো সাদা এবং বাদামী রঙের ভেতরে করা হয়েছে। আলহামদুলিল্লাহ এটা আপনারা সবাই এতো পছ...
29/07/2025

কালার গুলো দেখে নিন সবাই....এটা কিন্তু কালো সাদা এবং বাদামী রঙের ভেতরে করা হয়েছে।

আলহামদুলিল্লাহ এটা আপনারা সবাই এতো পছন্দ করেছেন....❤️ আর কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন প্লিজ। আজকে রাত ১২ টা পর্যন্ত অর্ডার নিবো। ইমপোর্টেড আইটেম গুলো যেহেতু আসতে সময় লাগে তাই অর্ডার এর সাথে সাথে আমরা কিনে ফেলি। নিতে হলে এখনই জানাবেন প্লিজ.....

এই স্লিপার টার অর্ডার নিচ্ছি.... যাদের হাঁটাহাঁটি করলে পায়ের পাতা ব্যাথা করে তারা এই নরম স্লিপার গুলো নিতে পারেন। খুব আরামদায়ক এবং একটু ভিন্ন দেখতে।

আমাদের দেশে এমন অনেক কাস্টমার আছে যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুঁজে থাকেন। পায়ের যত্ন নিয়ে ভাবেন। আমরা তাদের জন্য এই গুলো আপলোড করি।

ডেলিভারি টাইম ২৫-৩৫ দিন।

With Blink's By Hema – I'm on a streak! I've made it onto their weekly engagement list 4 weeks in a row. 🎉আপনারা কিন্তু ...
29/07/2025

With Blink's By Hema – I'm on a streak! I've made it onto their weekly engagement list 4 weeks in a row. 🎉

আপনারা কিন্তু আমাদের এই পেইজের আপকামিং কনটেস্ট এ পার্টিসিপেট করতে পারেন....😍
সামনে প্রচুর পরিমাণে গিফটের ব্যবস্থা করা হচ্ছে.....🥰

আলহামদুলিল্লাহ এটা আপনারা সবাই এতো পছন্দ করেছেন....❤️ আর কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন প্লিজ। আজকে রাত ১২ টা পর্যন্ত অর্ড...
29/07/2025

আলহামদুলিল্লাহ এটা আপনারা সবাই এতো পছন্দ করেছেন....❤️ আর কেউ নিতে চাইলে যোগাযোগ করবেন প্লিজ। আজকে রাত ১২ টা পর্যন্ত অর্ডার নিবো। ইমপোর্টেড আইটেম গুলো যেহেতু আসতে সময় লাগে তাই অর্ডার এর সাথে সাথে আমরা কিনে ফেলি। নিতে হলে এখনই জানাবেন প্লিজ.....

এই স্লিপার টার অর্ডার নিচ্ছি.... যাদের হাঁটাহাঁটি করলে পায়ের পাতা ব্যাথা করে তারা এই নরম স্লিপার গুলো নিতে পারেন। খুব আরামদায়ক এবং একটু ভিন্ন দেখতে।

আমাদের দেশে এমন অনেক কাস্টমার আছে যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুঁজে থাকেন। পায়ের যত্ন নিয়ে ভাবেন। আমরা তাদের জন্য এই গুলো আপলোড করি।

ডেলিভারি টাইম ২৫-৩৫ দিন।

এই স্লিপার টার অর্ডার নিচ্ছি.... যাদের হাঁটাহাঁটি করলে পায়ের পাতা ব্যাথা করে তারা এই নরম স্লিপার গুলো নিতে পারেন। খুব আ...
28/07/2025

এই স্লিপার টার অর্ডার নিচ্ছি.... যাদের হাঁটাহাঁটি করলে পায়ের পাতা ব্যাথা করে তারা এই নরম স্লিপার গুলো নিতে পারেন। খুব আরামদায়ক এবং একটু ভিন্ন দেখতে।

আমাদের দেশে এমন অনেক কাস্টমার আছে যারা ভালো কোয়ালিটির প্রোডাক্ট খুঁজে থাকেন। পায়ের যত্ন নিয়ে ভাবেন। আমরা তাদের জন্য এই গুলো আপলোড করি।

ডেলিভারি টাইম ২৫-৩৫ দিন।

কি ভয়ংকর পরিস্থিতি... আল্লাহ
28/07/2025

কি ভয়ংকর পরিস্থিতি... আল্লাহ

খুলনায় ইভটিজিংয়ের শিকার

আজ বিকেল পাঁচটার সময়।আমি টিউশনের জন্য ডাকবাংলার দিক যাচ্ছিলাম। ফুলমার্কেট পর্যন্ত যখন আসছি, এক বখাটে ছেলে অটোতে উঠে। আমার পাশের সিটে বসা অবস্থায় বিভিন্ন ধরনের কথা বলা শুরু করেছে। কোন ইউনিভার্সিটিতে পড়ি, কোন ইয়ারে পড়ি ইত্যাদি।

একপর্যায়ে আমি কোন প্রশ্নের উত্তর না দিলে বলা শুরু করেছে, "এতো দেমাগ কিসের?" তারপর বলে, "ইউনিভার্সিটির মেয়েদের এমনই দেমাগ হয়।" তবুও কোনো কথার উত্তর আমি করিনি।

ছেলেটা ফুলমার্কেটের একটু সামনে আসলে অটোওয়ালাকে বলে অটো থামাতে। অটোওয়ালা ভেবেছে হয়তো সে নেমে যাবে। সে সময় ছেলেটা আমায় বলে, "অটো থেকে নামো।" তখন আমি মুখ খুলেছি। বল্লাম, "এটা কেমন অসভ্যতা।" এটা বলে অটোওয়ালা মামাকে বলি অটো আগাইতে। তখন ছেলেটা অটোর সামনে এসে বলে, "অটো চালাবেন না।" তখন অটোওয়ালা মামা আশেপাশের ফুলমার্কেটের লোকজনকে ডাক দিলে ছেলেটা সিরিশনগর রোডের দিকে দৌড় দিয়ে পালিয়ে যায়।

এই হলো খুলনার বর্তমান অবস্থা। বিকেল পাঁচটা। দিনদুপুরে হয়রানির স্বীকার। মেয়েদের আসলে নিরাপত্তা কোথায়? এটার কি কোনো নির্দিষ্ট ঠিকানা নেই? এখনো অব্দি আমার গাঁয়ের পশম খাড়া হয়ে যাচ্ছে বিকেলের কথা ভাবলে।

লেখা: অর্পিতা শীল ইভা, ডিভেলপমেন্ট স্ট্যাডিজ '২১ ব্যাচ, খুলনা বিশ্ববিদ্যালয়

কিউট না? 😍
27/07/2025

কিউট না? 😍

26/07/2025
কোরিয়ান, চাইনিজ, জাপানিদের ভেতরে crocs পরতে দেখা যায় প্রচুর। ছেলে বুড়ো বাচ্চা সবাই বয়স অনুযায়ী এই ধরনের নরম তুলতুলে...
25/07/2025

কোরিয়ান, চাইনিজ, জাপানিদের ভেতরে crocs পরতে দেখা যায় প্রচুর। ছেলে বুড়ো বাচ্চা সবাই বয়স অনুযায়ী এই ধরনের নরম তুলতুলে crocs পরেন। ইদানিং আমাদের দেশে এই crocs খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। আমার ধারনা নরম এবং ওয়াশেবল এই দুই কারনে এর জনপ্রিয়তা এতো বেশি।

সত্যি কথা বললে তো পাবলিক আমাকে মারবে কিন্তু আমার এই জিনিস দেখতে কেমন অদ্ভুত লাগে....😁 ছোট ছোট পা এ বিশাল সাইজের এক বস্তু.... কিন্তু ইহা যে কি পরিমান সফ্ট। একবার ব্যবহার করে আরাম পেয়ে গেলে আর কোন দিন অন্য স্লিপার পরতে ইচ্ছে হবে না এটাও সত্যি....😍

আপনারা কারা কারা ব্যবহার করেছেন? কেমন লাগে দেখতে? আর ব্যবহার করতে?

চাইনিজ এই স্লিপার গুলো আপনাদের কাছে কেমন লাগে? সত্যি বলতে আমার কাছে প্রথম প্রথম খুব একটা ভালো লাগতো না, কিন্তু হাতে নিয়...
25/07/2025

চাইনিজ এই স্লিপার গুলো আপনাদের কাছে কেমন লাগে? সত্যি বলতে আমার কাছে প্রথম প্রথম খুব একটা ভালো লাগতো না, কিন্তু হাতে নিয়ে সামনে থেকে যখন দেখেছি তখন থেকে খুবই ভালো লাগলো। এগুলো পায়ের যত্নে এতো ভালো কল্পনা করা যায় না। অনেক সফ্ট আর ওয়াশেবল।
Pre order নিবো?
মতামত দিন....

Address

2/2
Sonadanga
9100

Telephone

+8801689368046

Website

Alerts

Be the first to know and let us send you an email when PinKush posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share