28/07/2025
কি ভয়ংকর পরিস্থিতি... আল্লাহ
খুলনায় ইভটিজিংয়ের শিকার
আজ বিকেল পাঁচটার সময়।আমি টিউশনের জন্য ডাকবাংলার দিক যাচ্ছিলাম। ফুলমার্কেট পর্যন্ত যখন আসছি, এক বখাটে ছেলে অটোতে উঠে। আমার পাশের সিটে বসা অবস্থায় বিভিন্ন ধরনের কথা বলা শুরু করেছে। কোন ইউনিভার্সিটিতে পড়ি, কোন ইয়ারে পড়ি ইত্যাদি।
একপর্যায়ে আমি কোন প্রশ্নের উত্তর না দিলে বলা শুরু করেছে, "এতো দেমাগ কিসের?" তারপর বলে, "ইউনিভার্সিটির মেয়েদের এমনই দেমাগ হয়।" তবুও কোনো কথার উত্তর আমি করিনি।
ছেলেটা ফুলমার্কেটের একটু সামনে আসলে অটোওয়ালাকে বলে অটো থামাতে। অটোওয়ালা ভেবেছে হয়তো সে নেমে যাবে। সে সময় ছেলেটা আমায় বলে, "অটো থেকে নামো।" তখন আমি মুখ খুলেছি। বল্লাম, "এটা কেমন অসভ্যতা।" এটা বলে অটোওয়ালা মামাকে বলি অটো আগাইতে। তখন ছেলেটা অটোর সামনে এসে বলে, "অটো চালাবেন না।" তখন অটোওয়ালা মামা আশেপাশের ফুলমার্কেটের লোকজনকে ডাক দিলে ছেলেটা সিরিশনগর রোডের দিকে দৌড় দিয়ে পালিয়ে যায়।
এই হলো খুলনার বর্তমান অবস্থা। বিকেল পাঁচটা। দিনদুপুরে হয়রানির স্বীকার। মেয়েদের আসলে নিরাপত্তা কোথায়? এটার কি কোনো নির্দিষ্ট ঠিকানা নেই? এখনো অব্দি আমার গাঁয়ের পশম খাড়া হয়ে যাচ্ছে বিকেলের কথা ভাবলে।
লেখা: অর্পিতা শীল ইভা, ডিভেলপমেন্ট স্ট্যাডিজ '২১ ব্যাচ, খুলনা বিশ্ববিদ্যালয়