07/06/2025
আজ ঈদের দিন, কিন্তু জুবায়ের হোসেন রকিব আমাদের মাঝে নেই।
আজকের এই আনন্দের দিনে খুব করে মনে পড়ছে প্রিয় মুখ জুবায়ের হোসেন রকিবকে। যদি তিনি আজ থাকতেন, হয়তো ঈদের পাঞ্জাবি পরে এলাকার পরিচিতি জনদের সাথে হাসিমাখা ছবি তুলতেন। বন্ধুদের সঙ্গে মিশতেন, খুশি ভাগ করে নিতেন।
উনি ছিলেন এমন একজন মানুষ, যিনি খুব সহজেই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারতেন। তার ভদ্রতা, নম্রতা আর বিনয়ী আচরণে মুগ্ধ হতেন সকলেই। তিনি সমাজে সবার সঙ্গে মিশে থাকতে ভালোবাসতেন ছোট, বড়, যুবক, বৃদ্ধ, পরিচিত, অপরিচিত সবাইকে আপন করে নিতেন।
আজকের দিনে তার অনুপস্থিতি যেন আরও বেশি অনুভব করছি। এমন মানুষ খুব কমই আসে, যিনি স্বল্প সময়ে এতো মানুষের ভালোবাসা অর্জন করে নিতে পারেন।
জুবায়ের হোসেন রকিব হয়তো এখন আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি, আচরণ ও ভালোবাসা আমাদের মনে গেঁথে আছে চিরদিনের মতো।
আমরা দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।
ঈদ মোবারক রকিব ভাই, ওপারে ভালো থাকবেন।