Sujapur Sporting Club

Sujapur Sporting Club Welcome to the official page of Sujapur Sporting Club. ( Sonagazi, Feni, Bangladesh).

14/06/2025

Tahsive Bhuiyan's amazing bowling display in the tournament❤️⚾..

ফেনী ক্রিকেট লিগ ২০২৫ এর ফাইনাল ম্যাচে সোনাগাজী উপজেলা ক্রিকেট দলকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স দাগনভূঞা উপজেলা ক্রিক...
14/06/2025

ফেনী ক্রিকেট লিগ ২০২৫ এর ফাইনাল ম্যাচে সোনাগাজী উপজেলা ক্রিকেট দলকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স দাগনভূঞা উপজেলা ক্রিকেট দল।

হার জিত খেলারই অংশ তবুও সোনাগাজী উপজেলা ক্রিকেট দলের খেলোয়াড়রা যেভাবে লড়েছে, তা প্রশংসনীয়। তাদের মনোবল, দলীয় সংহতি ও খেলার প্রতি ভালোবাসা নিঃসন্দেহে ভবিষ্যতে আরও বড় সাফল্য এনে দেবে।

পরবর্তীর জন্য রইলো অশেষ শুভকামনা ও ভালোবাসা। সামনে দেখা হবে নতুন উদ্দীপনা নিয়ে, আরও শক্তিশালীভাবে।

ফেনী ক্রিকেট লিগ ২০২৫দ্বিতীয় সেমিফাইনাল: ফেনী সদর উপজেলা বনাম সোনাগাজী উপজেলা স্থান: আলি আজম স্কুল মাঠ, মুন্সিরহাট, ফুলগ...
14/06/2025

ফেনী ক্রিকেট লিগ ২০২৫
দ্বিতীয় সেমিফাইনাল: ফেনী সদর উপজেলা বনাম সোনাগাজী উপজেলা
স্থান: আলি আজম স্কুল মাঠ, মুন্সিরহাট, ফুলগাজী
সময়: আজ সকাল ১১:৩০ মিনিটে

ক্রিকেট উন্মাদনায় গর্জে উঠুক মাঠ। এই প্রতিযোগিতামূলক ম্যাচে কে যাবে ফাইনালে?
জানতে হলে আপনাকেও থাকতে হবে মাঠে বন্ধুদের সাথে নিয়ে চলে আসুন, উপভোগ করুন রুদ্ধশ্বাস ক্রিকেট যুদ্ধ। আপনাদের সবাইকে খেলা দেখার আমন্ত্রণ রইলো মাঠে।

একসময় এই দেশের প্রতিটি পাড়ায়-মহল্লায়, মাঠে-ঘাটে ছিল শুধু ফুটবলের জয়জয়কার। দেশের মানুষ ফুটবলকে ভালোবেসেছিল নিজের জীবনের ...
10/06/2025

একসময় এই দেশের প্রতিটি পাড়ায়-মহল্লায়, মাঠে-ঘাটে ছিল শুধু ফুটবলের জয়জয়কার। দেশের মানুষ ফুটবলকে ভালোবেসেছিল নিজের জীবনের অংশ হিসেবে। সময়ের সঙ্গে ক্রিকেট সেই জায়গা দখল করে নেয়, ফুটবল হারিয়ে যেতে থাকে স্মৃতির পাতায়।

কিন্তু আবারও বদলেছে সময়। ফুটবল ফিরে এসেছে নতুন রূপে, নতুন আবেগে। রাত জেগে খেলা দেখা, প্রিয় দলের জন্য গলা ফাটানো সব যেন আবার ফিরেছে। ফুটবলের এই ফিরে আসা শুধু খেলাধুলার নয়, এটা আবেগ, সংস্কৃতি আর মানুষের প্রাণে ছুঁয়ে যাওয়া এক জাগরণ।

আজ মহারণ 🇧🇩 vs 🇸🇬আজ ১০ জুন, মাঠে নামছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর। পুরো দেশের চোখ এখন জাতীয় দলের দিকে। এই ম্যাচ শুধু একটা খ...
10/06/2025

আজ মহারণ 🇧🇩 vs 🇸🇬
আজ ১০ জুন, মাঠে নামছে বাংলাদেশ বনাম সিঙ্গাপুর। পুরো দেশের চোখ এখন জাতীয় দলের দিকে।
এই ম্যাচ শুধু একটা খেলা নয়, এটা আত্মবিশ্বাসের, সম্মানের ও ঘুরে দাঁড়ানোর প্রতীক।
চলো বাংলাদেশ, দেখিয়ে দাও।

মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন উইন্ডিজের নিকোলাস পুরান। দিন দিন ফ্র্যাঞ্চাইজি লিগের মোহ ও আর্থ...
10/06/2025

মাত্র ২৯ বছর বয়সেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন উইন্ডিজের নিকোলাস পুরান। দিন দিন ফ্র্যাঞ্চাইজি লিগের মোহ ও আর্থিক আকর্ষণ ক্রিকেটারদের জাতীয় দলের প্রতিনিধিত্বে আগ্রহ কমিয়ে দিচ্ছে। দেশের হয়ে খেলার যে আবেগ একসময় প্রধান ছিল, এখন তা যেন দ্বিতীয় সারিতে পড়ে যাচ্ছে।

দক্ষিণ আফ্রিকার হেনরি ক্লাসেন ৩৩-তে, আর এবার পুরান ২৯ বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চ থেকে সরে দাঁড়ালেন। এই প্রবণতা ক্রিকেট দুনিয়ায় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুঁড়ে দিচ্ছে জাতীয় দলের চেয়ে কি এখন লিগের অর্থ ও স্বাধীনতাই বড়?

ইতিহাস গড়ল পর্তুগাল 🇵🇹রোনালদোর দল পেনাল্টিতে হারাল স্পেনকে, দ্বিতীয়বারের মতো জিতল নেশনস লিগ শিরোপা।রোনালদোর গোল আর আবেগ ...
09/06/2025

ইতিহাস গড়ল পর্তুগাল 🇵🇹
রোনালদোর দল পেনাল্টিতে হারাল স্পেনকে, দ্বিতীয়বারের মতো জিতল নেশনস লিগ শিরোপা।
রোনালদোর গোল আর আবেগ সব মিলিয়ে ছিল এক স্মরণীয় রাত।

বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তিনি অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে আবার বোর্ডে ফিরিয়...
09/06/2025

বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, তিনি অভিজ্ঞ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতকে আবার বোর্ডে ফিরিয়ে আনতে চান। সৈকত ছিলেন আইসিসির এলিট প্যানেলে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি আম্পায়ার। তবে জাতীয় দলের ক্রিকেটার তাওহীদ হৃদয়ের সঙ্গে একটি বিরোধের জেরে তিনি বিসিবি থেকে দূরে সরে যান। যদিও তার পদত্যাগ আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়নি, এরপর তিনি আর দায়িত্বে ফিরে আসেননি। সভাপতি বুলবুল মনে করেন, সৈকতের অভিজ্ঞতা দেশের ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই তাকে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে।

আজ ঈদের দিন, কিন্তু জুবায়ের হোসেন রকিব আমাদের মাঝে নেই।আজকের এই আনন্দের দিনে খুব করে মনে পড়ছে প্রিয় মুখ জুবায়ের হোসেন...
07/06/2025

আজ ঈদের দিন, কিন্তু জুবায়ের হোসেন রকিব আমাদের মাঝে নেই।

আজকের এই আনন্দের দিনে খুব করে মনে পড়ছে প্রিয় মুখ জুবায়ের হোসেন রকিবকে। যদি তিনি আজ থাকতেন, হয়তো ঈদের পাঞ্জাবি পরে এলাকার পরিচিতি জনদের সাথে হাসিমাখা ছবি তুলতেন। বন্ধুদের সঙ্গে মিশতেন, খুশি ভাগ করে নিতেন।

উনি ছিলেন এমন একজন মানুষ, যিনি খুব সহজেই মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারতেন। তার ভদ্রতা, নম্রতা আর বিনয়ী আচরণে মুগ্ধ হতেন সকলেই। তিনি সমাজে সবার সঙ্গে মিশে থাকতে ভালোবাসতেন ছোট, বড়, যুবক, বৃদ্ধ, পরিচিত, অপরিচিত সবাইকে আপন করে নিতেন।

আজকের দিনে তার অনুপস্থিতি যেন আরও বেশি অনুভব করছি। এমন মানুষ খুব কমই আসে, যিনি স্বল্প সময়ে এতো মানুষের ভালোবাসা অর্জন করে নিতে পারেন।

জুবায়ের হোসেন রকিব হয়তো এখন আমাদের মাঝে নেই, কিন্তু তার স্মৃতি, আচরণ ও ভালোবাসা আমাদের মনে গেঁথে আছে চিরদিনের মতো।

আমরা দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমিন।

ঈদ মোবারক রকিব ভাই, ওপারে ভালো থাকবেন।

সুজাপুর স্পোর্টিং ক্লাব এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ।ত্যাগের এই মহান দিনে আমাদের ...
07/06/2025

সুজাপুর স্পোর্টিং ক্লাব এর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ।
ত্যাগের এই মহান দিনে আমাদের প্রার্থনা হোক মানবতার জন্য, সৌহার্দ্যের জন্য।

কুরবানির গরু, ছাগল, মহিষ জবাইয়ের পরবর্তী সময়ে করণীয় হচ্ছে রক্ত ও বর্জ্য পরিষ্কার রাখা এবং নিজেদের বাড়ি, রাস্তা ও পরিবেশ বজায় রাখা। বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে সবার স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখুন। প্রতিবেশীদের প্রতি সম্মান ও সহমর্মিতা বজায় রাখুন।

পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ, আসুন আমরা সবাই সচেতন হই। ঈদ হোক আনন্দ ও দায়িত্বশীলতায় ভরা।

সুজাপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন।পরিবেশ রক্ষা এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে, আমরা সুজা...
05/06/2025

সুজাপুর স্পোর্টিং ক্লাবের উদ্যোগে গাছ লাগানো কর্মসূচি বাস্তবায়ন।

পরিবেশ রক্ষা এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয়ে, আমরা সুজাপুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে গাছ লাগানো কার্যক্রম পরিচালনা করেছি। এই ছোট্ট কর্মকান্ডের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি, একটি সবুজ ও সুস্থ সমাজ গঠনে সবাইকে আরও সচেতন ও সম্পৃক্ত করা সম্ভব।

আসুন, আমরা সবাই মিলে গড়ে তুলি পরিবেশবান্ধব একটি সুন্দর ভবিষ্যৎ।

বি:দ্র: ছবিটি ২০২১ সালের।

#গাছলাগানপরিবেশবাঁচান

উত্তেজনাপূর্ণ ম্যাচে পর্তুগাল তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ২-১ গোলে পরাজিত করেছে শক্তিশালী জার্মানিকে । মাঠে ছিল টানটান...
05/06/2025

উত্তেজনাপূর্ণ ম্যাচে পর্তুগাল তাদের দুর্দান্ত পারফরম্যান্সে ২-১ গোলে পরাজিত করেছে শক্তিশালী জার্মানিকে । মাঠে ছিল টানটান উত্তেজনা, দারুণ কৌশল, আর চোখধাঁধানো গোল।

পর্তুগালের আক্রমণভাগ ছিল ধারালো, আর রক্ষণভাগও ছিল দুর্ভেদ্য। জার্মানি শেষ মুহূর্ত পর্যন্ত লড়লেও পর্তুগালের দৃঢ় প্রতিরোধ ভাঙতে পারেনি।

এই জয় যেন পর্তুগালের আত্মবিশ্বাস আরও এক ধাপ বাড়িয়ে দিলো।

Address

Sonagazi
3930

Alerts

Be the first to know and let us send you an email when Sujapur Sporting Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sujapur Sporting Club:

Share