07/11/2025
কেমনে কি হিসাব তো মিলেনা,😢
৫ জনের একটা পরিবারের শুধুমাত্র (ডাল আলু ভর্তা ভাত ডিম) দিয়ে খাবারের হিসাব ☹️
ডাল>আলু ভর্তা>ভাত>সাথে একটা ডিম = ৫০ টাকা
তিন বেলা = ৫০×৩=১৫০ টাকা
১ মাস = ১৫০×৩০ = ৪৫০০ টাকা
৫ জনের মাসিক খরচ= ৪৫০০×৩০ = ২২৫০০ টাকা
*** এই খাবার খেয়ে কি জীবন বাঁচানো সম্ভব***
আমিষ, শর্করা জাতীয় খাবার প্রয়োজন সেগুলা হিসেব করলে কি অবস্থা হবে ভাবা যায়....!!
বাকি আরো যা যা থাকছে..
* বাড়ি ভাড়া
* ওষুধ খরচ
* মোবাইল /wifi বিল
* যাতায়াত খরচ
* পড়ালেখার খরচ
* কাপড় চোপড় এর খরচ
* ঘরের আসবাব পত্র
* কসমেটিক্স এবং প্রসাধনী খরচ
* টিফিন খরচ
* ব্যক্তিগত খরচ
* অন্যান্য আরো অনেক খরচ আছে এই মুহূর্তে মনে নাই...
তাহলে বেতন পাই কত টাকা....?? বাকি টাকা কিভাবে কি... মনের অজান্তে আবার ঋণ হয়ে যাচ্ছে না তো,
তারপর ও একটা দল মনে করে টাকার পাহাড় বানাচ্ছি... বস্তাভর্তি টাকা সরকার বাসায় দিয়ে যাচ্ছে...