SU. ARMAN

SU. ARMAN Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from SU. ARMAN, Digital creator, Sonagazi.

❤️🥰❤️
03/07/2025

❤️🥰❤️

❤️💝❤️
25/06/2025

❤️💝❤️

"বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর" (আল্লাহ তোমার জন্য এই বিয়েতে বরকত দিন, তোমার উপর বরকত ...
25/06/2025

"বারাকাল্লাহু লাকা ওয়া বারাকা আলাইকা ওয়া জামাআ বাইনাকুমা ফি খাইর" (আল্লাহ তোমার জন্য এই বিয়েতে বরকত দিন, তোমার উপর বরকত বর্ষণ করুন এবং তোমাদের উভয়কে কল্যাণের সঙ্গে মিলিত রাখুন)।

"আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খয়রাহা ওয়া খয়রা মা জ্বাবালতাহা আলাইহি ওয়া আউজুবিকা মিন শাররিহা ওয়া শাররি মা জ্বাবালতাহা আলাইহি" (হে আল্লাহ, আমি তোমার কাছে তার মঙ্গল চাই এবং তার সেই কল্যাণময় স্বভাব প্রার্থনা করি, যার উপর তুমি তাকে সৃষ্টি করেছ, আর আমি তার মন্দ থেকে এবং তার সেই মন্দ স্বভাব থেকে তোমার কাছে আশ্রয় চাই, যার উপর তুমি তাকে সৃষ্টি করেছ)। [৪]

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ (হে মানুষ ও জিন্ন!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?
23/06/2025

فَبِاَیِّ اٰلَآءِ رَبِّکُمَا تُکَذِّبٰنِ
(হে মানুষ ও জিন্ন!) তোমরা তোমাদের প্রতিপালকের কোন কোন নি‘আমতকে অস্বীকার করবে?

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি,মুহতারাম Jahidul Islam ভাই ❤️‍🩹আজকের ঈদ প্রীতি সমাবেশে।
12/06/2025

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি,

মুহতারাম Jahidul Islam ভাই ❤️‍🩹

আজকের ঈদ প্রীতি সমাবেশে।

🌙✨ ঈদ মোবারক ✨🌙ত্যাগ,আনন্দ, ভালোবাসা আর শান্তিতে ভরে উঠুক সবার জীবন।এই পবিত্র দিনে মহান আল্লাহ তাআলা আমাদের সব দোয়া কবুল...
07/06/2025

🌙✨ ঈদ মোবারক ✨🌙
ত্যাগ,আনন্দ, ভালোবাসা আর শান্তিতে ভরে উঠুক সবার জীবন।
এই পবিত্র দিনে মহান আল্লাহ তাআলা আমাদের সব দোয়া কবুল করুক এবং পরিবারকে রাখুক সুস্থ, নিরাপদ ও সুখী।

ঈদ মোবারক! 💫

ঈদ মোবারক💝
07/06/2025

ঈদ মোবারক💝

আমি কোথায়?উত্তর: বাংলাদেশে।বাংলাদেশ কোথায়?উত্তর: এশিয়াতে।এশিয়া কোথায়?উত্তর: পৃথিবীতে, যার ব্যাস প্রায় ১২,৭৪২ কিলোমি...
01/06/2025

আমি কোথায়?
উত্তর: বাংলাদেশে।

বাংলাদেশ কোথায়?
উত্তর: এশিয়াতে।

এশিয়া কোথায়?
উত্তর: পৃথিবীতে, যার ব্যাস প্রায় ১২,৭৪২ কিলোমিটার (৭,৯২৬ মাইল)।

পৃথিবী কোথায়?
উত্তর: ৪.৬ বিলিয়ন বছর পুরনো সৌরজগতের তৃতীয় গ্রহ।

সৌরজগত কোথায়?
উত্তর: এটি অবস্থিত মিল্কিওয়ে (Milky Way) গ্যালাক্সির এক প্রান্তে, 'Orion Arm' নামক অঞ্চলে। মিল্কিওয়ে গ্যালাক্সিতে আনুমানিক ১০০ থেকে ৪০০ বিলিয়ন তারা রয়েছে।

মিল্কিওয়ে গ্যালাক্সি কোথায়?
উত্তর: এটি "লোকাল গ্রুপ" নামে পরিচিত একটি গ্যালাক্সি গুচ্ছে (galaxy group) অবস্থিত, যেখানে আরও ৫০টির মতো গ্যালাক্সি আছে।

লোকাল গ্রুপ কোথায়?
উত্তর: এটি অবস্থিত "ভিরগো সুপারক্লাস্টার"-এর একটি অংশ হিসেবে, যা হাজার হাজার গ্যালাক্সির সমন্বয়ে গঠিত।

ভিরগো সুপারক্লাস্টার কোথায়?
উত্তর: এটি "লেনিয়া কিয়া সুপারক্লাস্টার" (Laniakea Supercluster)-এর একটি শাখা, যার ব্যাস প্রায় ৫২০ মিলিয়ন আলোকবর্ষ!

তাহলে এই সুবিশাল গ্যালাক্সি, ক্লাস্টার, সুপারক্লাস্টার—সবই কি মহাবিশ্ব?
উত্তর: মোটেই না। এগুলো মহাবিশ্বের খুবই ক্ষুদ্র একটি অংশ। আধুনিক বিজ্ঞান বলছে, আমরা পুরো মহাবিশ্বের মাত্র ৪-৫% বুঝতে পেরেছি। (আপাতত তাদের কথা ধরে নিলাম) তাহলে বাকি ৯৫% হলো ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি—যা এখনো রহস্যের অন্ধকারে আচ্ছন্ন।

ভাবুন তো!
আমি, একটি মানুষ, একটি দেশ, একটি মহাদেশ, একটি গ্রহ, একটি তারামণ্ডল, একটি গ্যালাক্সি, একটি ক্লাস্টার, একটি সুপারক্লাস্টার... এভাবে একের পর এক মহাবিশ্বের স্তরের মধ্যে এক বিন্দু!

এই অসীম বিস্তারের মাঝে আমার অস্তিত্ব কতটুকু ক্ষুদ্র, আর সেই ক্ষুদ্র আমি যদি চিন্তা করি কে এই সব কিছুর স্রষ্টা—তবে বলা চলে:

> “যিনি এই অনন্ত মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তিনি কতই না মহান!” 🌌✨
Collected

আসুন সেই মহান রব আল্লাহ সুবহানাহু ওয়াতা'আলাকে মানি, তাঁর বড়ত্ব মহত্ব শ্রেষ্ঠত্ব প্রশংসা ঘোষণা করি..
الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد.

21/05/2025

ফার্ম এর কাজ চলমান

ইনকিলাব ইনকিলাব আল জিহাদ আল জিহাদ✊
14/04/2025

ইনকিলাব ইনকিলাব আল জিহাদ আল জিহাদ✊

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।বাংলাদেশের মতো রাষ্ট্রে বিচার চেয়ে লাভ নাই।আছিয়া মারা গেলো,ধর্ষকের বিচার হলো..???
14/03/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বাংলাদেশের মতো রাষ্ট্রে বিচার চেয়ে লাভ নাই।
আছিয়া মারা গেলো,
ধর্ষকের বিচার হলো..???

কথা পরিষ্কারআমার প্রথম এবং শেষ স্লোগান,লিল্লাহি তাকবীর!আল্লাহু আকবার❤️
11/12/2024

কথা পরিষ্কার
আমার প্রথম এবং শেষ স্লোগান,
লিল্লাহি তাকবীর!
আল্লাহু আকবার❤️

Address

Sonagazi

Alerts

Be the first to know and let us send you an email when SU. ARMAN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share