
17/06/2025
এই খেলা দেখে আমি আমেরিকান ফুটবল দেখার মন উঠে গেছে, এই আর্জেন্টিনার ফকিন্নি মার্কা ক্লাব, এঁরা প্রথমে হুটহাট দুইটা গোল করে ৫৫ মিনিট থেকে প্রায় ৮০ মিনিট পযন্ত ফকিন্নির মত ঝামেলা শুরু করছে।
একপ্রকার রেফারি, মাঠের দর্শক সবার বিরুদ্ধে Benfica খেলছে , এই ফকিন্নির দল একটা ফাউল হলেই রেফারির কাছে কার্ডের জন্য সবাই ঝাপিয়ে পড়ে, আর রেফারি তাঁদের এবং তাঁদের দর্শকদের ভয়ংকর আওয়াজের উপর নির্ভর করে ২ মিনিট পর কার্ড দেয় !!
Benfica বলে প্রথম ২০ মিনিট ভালো ভাবে কন্ট্রোল করতে পেরেছে, তাঁরপর থেকে বল কন্ট্রোল করতে পারে নাই।
কিন্তু শেষমেশ তাদের দেশেরই প্লেয়ার Otamandi ৮৩' মিনিটে গোল করে এদের ফাতরামি কিছুটা কমিয়ে দেয়।
আমেরিকান ফুটবলের সাথে আফ্রিকান ফুটবল ১৯,২০
ইউরোপের সাথে যায় না।
ইউরোপের ফুটবল সুন্দর কিন্তু খেলার বাহিরের কৌশল তাঁরা ইউজ করে না।