Play Zone

Play Zone Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Play Zone, Video Creator, Sonagazi.

এই খেলা দেখে আমি আমেরিকান ফুটবল দেখার মন উঠে গেছে, এই আর্জেন্টিনার ফকিন্নি মার্কা ক্লাব, এঁরা প্রথমে হুটহাট দুইটা গোল কর...
17/06/2025

এই খেলা দেখে আমি আমেরিকান ফুটবল দেখার মন উঠে গেছে, এই আর্জেন্টিনার ফকিন্নি মার্কা ক্লাব, এঁরা প্রথমে হুটহাট দুইটা গোল করে ৫৫ মিনিট থেকে প্রায় ৮০ মিনিট পযন্ত ফকিন্নির মত ঝামেলা শুরু করছে।

একপ্রকার রেফারি, মাঠের দর্শক সবার বিরুদ্ধে Benfica খেলছে , এই ফকিন্নির দল একটা ফাউল হলেই রেফারির কাছে কার্ডের জন্য সবাই ঝাপিয়ে পড়ে, আর রেফারি তাঁদের এবং তাঁদের দর্শকদের ভয়ংকর আওয়াজের উপর নির্ভর করে ২ মিনিট পর কার্ড দেয় !!

Benfica বলে প্রথম ২০ মিনিট ভালো ভাবে কন্ট্রোল করতে পেরেছে, তাঁরপর থেকে বল কন্ট্রোল করতে পারে নাই।

কিন্তু শেষমেশ তাদের দেশেরই প্লেয়ার Otamandi ৮৩' মিনিটে গোল করে এদের ফাতরামি কিছুটা কমিয়ে দেয়।

আমেরিকান ফুটবলের সাথে আফ্রিকান ফুটবল ১৯,২০
ইউরোপের সাথে যায় না।

ইউরোপের ফুটবল সুন্দর কিন্তু খেলার বাহিরের কৌশল তাঁরা ইউজ করে না।

12/02/2025


04/01/2025

সিনিয়র vs জুনিয়র
ম্যাচ


Send a message to learn more

কোনটা নেওয়া ভালো হবে? Messi (1) vs  Argentina team
13/07/2024

কোনটা নেওয়া ভালো হবে?

Messi (1) vs Argentina team

কে তাঁরা!? অনেকেই কথা বলছে, তাঁদের নিয়ে।১/বলেন তো বড় টুর্নামেন্টে কোন দুই জন নিয়েছে semi final২/বড়রা প্রধান হওয়া দরকার, ...
26/06/2024

কে তাঁরা!?
অনেকেই কথা বলছে, তাঁদের নিয়ে।

১/বলেন তো বড় টুর্নামেন্টে কোন দুই জন নিয়েছে
semi final

২/বড়রা প্রধান হওয়া দরকার, কারণ না হয় নিজেরা অলস হবেন এবং ছোটদের শাসন করতে পারবেন না।

১/উত্তর :- ২০১৭ সালে প্রথমবারের মত Champions Trophy তে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৩-৪ এর পরে এই দুইজনই ম্যাচ জিতিয়েছে, এবং সে গ্রুপে ছিলো eng,aus,nz,ban.
এক ম্যাচ জিতে sami final খেলছিলো ভারতের বিপক্ষে।

২/ দলের কোনো টার্গেট নেই, মন মানসিকতা শুধু লজ্জা জনক ভাবে না হারার টার্গেট

আমি শান্তকে দোষ দিবো না, কারণ সে ক্যাপ্টেন্সি খুঁজে নেয় নাই, বিসিবি দিয়েছে।

সাকিব আল হাসান তিনি নতুন দল বানানোর দায়িত্ব নেয় নাই।
কারণ ওনার টার্গেট ছিলো এমপি হওয়ার।
বিসিবিতে ক্ষমতা প্রয়োগ করতে হলে এমপি হওয়া লাগবে আগে। কিন্তু এমপি হয়েছে,, মনে হয় না বোডের দায়িত্ব নিতে চাইবে।

মাহমুদউল্লাহ রিয়াদ ভাই তিনি কাম ব্যাক করেছে, ওনার হিটিং দেখে সবাই খুশি হয়েছে, তিনি নিজের মত করে খেলছিলো।

কিন্তু তিনিও কোচিং প্যানেলের কথা শুনে ব্যাটিং করেছে।
আমি মোটেও আশা করিনি।

দুই সিনিয়র কিন্তু আপনারা দেশের জন্য দল তৈরি করেন নাই।
সাকিব ভায়ের দায়িত্ব নেওয়া দরকার ছিলো।

ওই বাংলাদেশের প্রথম ক্রিকেটাররা কি আবারো নতুন দল তৈরি করতে পারবে, এখন সব পাল্টেছে।
তাঁরা ও বিভ্রান্ত কাকে দিবে দায়িত্ব,, সাকিব ভাই যদি এগিয়ে আসতো, এবং দলের সাথে পুরোপুরি একটিভ থাকতো।
তাহলে বিভ্রান্ত হতো না।

২০১২-২০১৯ পযন্ত বাংলাদেশের প্রত্যেক প্লেয়ারই জিতার জন্য পাগল ছিলো

এবং কঠিন লড়াই করে হার না হয় জয় আসতো।

এখানে সবচেয়ে বড় অবদান রেখেছিল সেই সময় মাশরাফি বিন মুর্তজা।

আশা করি হয় ২০২৫ Champions Trophy খেলে সুন্দর ভাবে বিদায় নিবেন ।

না হয় দায়িত্ব নিবেন।

কিন্তু কোচদের পাল্টাতে হবে,, বিশেষ করে হাতুর সিংকে

দুই দলেই একই অবস্থা 🇧🇩🤡🇧🇷
25/06/2024

দুই দলেই একই অবস্থা 🇧🇩🤡🇧🇷










01/07/2023

Brazil🇧🇷 vs Germany 2014 football match

26/04/2023

Football game play 🥰 4 goal in the match ⚽⚽🇧🇩🇧🇩

Address

Sonagazi

Alerts

Be the first to know and let us send you an email when Play Zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category