15/11/2025
ডাঃ ইউনুস সাহেবের কাছে জনগণের পাঁচটা দাবি। নির্বাচনের আগে আপনি থাকা কালীন সময়ে এই সব সমস্যার সংস্কার করার পর নির্বাচনে হাত দিবেন।
১। একজন রোগীর ভিজিট ৩০০ টাকা করবেন। ঐ ডাক্তার যদি দিনে গড়ে ৪০ জন রোগী দেখেন তাহলে দাঁড়ায় ১২০০০ টাকা। ঐ হিসেবে মাসে ৩,৬০,০০০ টাকা হলে বছরে কত টাকা দাঁড়াবে।এই টাকা গুলো সরকারী বেতন ছাড়া আসে। এম বি বিএস হচ্ছে দেশের জন্য মারাত্মক করনার মত । এরা হচ্ছে রক্তচোষা।এটা বন্ধ করুন।
২।নগদ বা বিকাশ খরচ হাজারে ৩ টাকা করে দিবেন।
৩।রবি, এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন এবং টেলিটক সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতি ৪ মিনিট ১ টাকা অর্থাৎ ১ টাকায় ৪ মিনিট করে দিবেন।
আমার টাকায় এমবি কিনে মাস শেষে ব্যবহার যা হয়েছে বাকি টুকু আমি কেন ব্যবহার করতে পারব না।এটা বন্ধ করুন।
৪। বিদ্যুৎ বিল - (ক) আমার টাকায় মিটার কিনে আমাকে মিটার ভাড়া দিতে হয়। (খ) সার্ভিস তাঁর আমার টাকায় কিনে সার্ভিস চার্জ দিতে হয়। (গ) আমার জায়গায় খুঁটি বসিয়ে আমাকে বিদ্যুৎ অফিস থেকে কোন প্রকার ভাড়া দেয় না।
৫। প্রত্যেক এম পি, মন্ত্রী, চেয়ারম্যান এবং মেম্বার গণ যাতে কোন প্রকার অর্থাৎ জমি দখল থেকে শুরু করে সকল প্রকার অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে। তাহলে দেশের নিপিড়িত ও নির্যাতিত মানুষ একটু শান্তির ঠিকানা খুঁজে পাবে।