সোনাহার নিউজ । Sonahar News

সোনাহার নিউজ । Sonahar News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সোনাহার নিউজ । Sonahar News, Media/News Company, Sonahar.

স্বতন্ত্র প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ...
21/12/2025

স্বতন্ত্র প্রার্থী হিসেবে পঞ্চগড়-২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ৬নং সোনাহার মল্লিকাদহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান "রহিমুল ইসলাম বুলবুল"

পঞ্চগড় জেলার মহাসড়কের পাশের বালু অপসারণের কাজ চলছে। সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে মহাসড়ক থেকে বালু অপসারণ করা হচ...
14/12/2025

পঞ্চগড় জেলার মহাসড়কের পাশের বালু অপসারণের কাজ চলছে। সড়ক বিভাগ ও ফায়ার সার্ভিসের গাড়ি দিয়ে মহাসড়ক থেকে বালু অপসারণ করা হচ্ছে। মহাসড়কের উপরে বালু পাথর যারা রেখেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে । ইতোমধ্যে শহরের ধূলাবালি অপসারণের কার্যক্রম চলছে। শহরে প্রতিদিন তিনবার পানি ছিটানো হচ্ছে।

আগামীকাল স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে শহরের প্রধান সড়কে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযানে নামবো। পৌরসভার প্রায় একশ পরিচ্ছন্নতা কর্মী আর দুইশ স্বেচ্ছাসেবকদের সাথে নিয়ে আগামীকাল সকাল ৮ টায় শহরের প্রধান সড়কে নেমে যাবো।

পঞ্চগড়ের যারা নিজেদের শহর পরিস্কার পরিচ্ছন্নতার অভিযানে অংশ নিতে চান তারা আগামীকাল ১৫ ডিসেম্বর সোমবার সকাল ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চলে আসুন। পর্যাপ্ত ঝাড়ু, মাস্ক, গ্লোভস, হেড কভার কেনা হয়েছে। আপনার অংশগ্রহণ আমাদের উৎসাহ বাড়িয়ে দেবে।

আসুন সবাই মিলে পঞ্চগড়ে ইতিহাস গড়ি। নিজের শহর নিজেরা পরিস্কার করি। পরিস্কার পরিচ্ছন্ন রাখি।

27/11/2025

আজকের ভূমিকম্পের বিস্তারিত!

ভূমিকম্পের সময় : বিকাল ৪ টা ১৫ মিনিট ২০ সেকেন্ড
ভূমিকম্পটির মাত্রা : ৩.৬, (রিখটার স্কেল)
উৎপত্তি স্থল: ঘোড়াশাল, নরসিংদী
গভীরতা: ১০ কিলোমিটার

প্রভাবিত অঞ্চল: ঢাকা ও ময়মনসিংহ বিভাগ এবং ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর ও হবিগঞ্জ অঞ্চল।
ক্ষয়ক্ষতি : ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

সতর্ক থাকুন, নিরাপদ ধাকুন।

ভেরিফাইড সোর্স: EMSC & BMD

ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশের সময় সকাল ১০টা ৩৮মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।শুক্রবার ...
21/11/2025

ঢাকাসহ বাংলাদেশের অন্যান্য স্থানে ৫.২ মাত্রার ভূমিকম্প, বাংলাদেশের সময় সকাল ১০টা ৩৮মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

শুক্রবার (২১ নভেম্বর) সকালে ১০টা ৩৯ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটি বাংলাদেশ ও ভারত দুই দেশেই অনুভূত হয়েছে। ভূমিকম্প সংঘটিত হওয়ার পর থেকে চারদিকে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির বলেন রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭। এটির উৎপত্তিস্থল ঢাকা থেকে ১৩ কিলোমিটার দূরে নরসিংদীর মাধবদীতে।

রাজধানীর বাসিন্দারা বলেন, হঠাৎ করে আমি খাট থেকে পড়ে গেছি। আমার টেবিলের বই সব পড়ে গেছে, দৌড়ে নিচে চলে গেলাম। বাসার পাশের সবাই নিচে নেমে এসেছেন। মানুষ খুবই উদ্বিগ্ন।

🚫 নগদ 🚫গুগল প্লে স্টোরের এর terms এর বাইরে গিয়ে নগদ তথ্য চুরি করতেছে?কথাটা কিছু হলেও সত্য যে, আজকে থেকে গুগল নগদ app কে ...
14/11/2025

🚫 নগদ 🚫

গুগল প্লে স্টোরের এর terms এর বাইরে গিয়ে নগদ তথ্য চুরি করতেছে?

কথাটা কিছু হলেও সত্য যে, আজকে থেকে গুগল নগদ app কে harmful বলে দেখাচ্ছে। কারণ এটি গুগল প্লে স্টোরের নীতি ভঙ্গ করেছে। এটি ক্যামেরা ও গ্যালারির অ্যাক্সেস চাচ্ছে যা খুবই অপ্রয়োজনীয় ও সন্দেহজনক। এছাড়াও এটি কল রেকোর্ডিং, অডিও এর উপর আড়ি পাতিয়েছে বলে গুগলের Play Protect জানায় 💔

বৃষ্টি বন্ধ হলেও দেশের অধিকাংশ স্থানের আকাশ মেঘলা রয়েছে। আজকে দেশের অধিকাংশ স্থানেই বৃষ্টির সম্ভাবনা কম। তবে রংপুর, রাজশ...
02/11/2025

বৃষ্টি বন্ধ হলেও দেশের অধিকাংশ স্থানের আকাশ মেঘলা রয়েছে। আজকে দেশের অধিকাংশ স্থানেই বৃষ্টির সম্ভাবনা কম।
তবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দুএক জায়গায় গুড়িগুড়ি বৃষ্টি হতেপারে বিকালের মধ্যে।

এছাড়া চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে আগামীকাল সকাল ৭ টার মধ্যে।

01/11/2025

অর্থসংকটে থাকা মানুষ যতই যোগ্য হোক,
এই সমাজ তাকে গুরুত্ব দেয় না।
কারণ এখানে টাকাই পরিচয়,
আর অভাব মানেই অযোগ্যতা।

22/10/2025

অতিরিক্ত ম*দ্যপানে কক্সবাজারে আবাসিক হোটেলে পর্যটকের মৃ*ত্যু

11/06/2025

ব্রেকিং নিউজ
এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৩ জুলাইয়ের মধ্যে!

11/06/2025

~ব্রেকিং~
করোনার প্রকোপ : সভা-সমাবেশ এড়িয়ে চলার অনুরোধ, এইচএসসি নিয়ে সিদ্ধান্ত আসছে

11/06/2025

বিশ্বে ই'স'লাম ধর্মের অনুসারী সবচেয়ে দ্রুত বাড়ছে। গত ১ দশকের জনসংখ্যা বৃদ্ধি নিয়ে গবেষণার ফল। (পিউ রিসার্চ)

Address

Sonahar

Website

Alerts

Be the first to know and let us send you an email when সোনাহার নিউজ । Sonahar News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share