06/07/2025
প্রিয় দেবীগঞ্জ উপজেলাবাসী, আসসালামু আলাইকুম।
তথ্য প্রযুক্তির এই যুগে অপরাধীরা প্রতারণার নিত্য নতুন কৌশল অবলম্বন করতেছে। উদাহরণস্বরুপ, আজ ল্যাপটপ দেওয়ার নাম করে দেবীগঞ্জের কয়েকজনকে ফোন দিয়ে ইউএনও পরিচয়ে একদল প্রতারক প্রতারণার চেষ্টা করেছে।
উপজেলা নির্বাহী অফিসার, দেবীগঞ্জের ০১৭০৮৩৯৭৭০৮ ব্যতিত অন্য কোন সরকারি নন্বর নেই এবং এই আইডি ব্যতিত অন্য কোন অফিসিয়াল ফেসবুক আইডি নেই।
নিজে সতর্ক তাকুন, অন্যকেও সচেতন করুন। আপনার সচেতনতাই পারে এসকল প্রতারকদের ব্যার্থ করে দিতে।
[বি:দ্র: মোবাইলে ট্রু কলার থাকলে খুব সহজেই এসকল প্রতারকদের ডিটেক্ট করা যায়]
ধন্যবাদ সকলকে।
সূত্র: ইউএনও দেবীগঞ্জ পঞ্চগড়