21/10/2025
আজকে অনেক গুলো পেজে একটা লেখা দেখলাম - পণ্যের দাম জিজ্ঞেস করে হাওয়া হয়ে যাওয়া কাস্টমার এর নামে মামলা করা যায় না?
আমি এই লেখার প্রতিবাদ জানাচ্ছি। একজন কাস্টমার দাম জিজ্ঞেস করার মানে এই না যে তাকে সেই পণ্য কিনতেই হবে! প্রোডাক্ট এর গায়ে দাম লেখার পর ও অনেক কাস্টমার দাম জিজ্ঞেস করতেই পারেন, তিনি ১০ টা ছবি দিয়ে ১০ টা প্রশ্ন করতেই পারেন, কাস্টমার এসব করবে এটাই স্বাভাবিক।
এটাতে যদি আপনারা বিরক্ত বোধ করেন, তাহলে ব্যবসা আপনার জন্য না। আবার এটা নিয়ে আপনারা যদি পোস্ট ও করেন, তাহলে তহ সরাসরি কাস্টমার কে ছোট করতেসেন, কাস্টমার ছোট করে ব্যবসা বড় করা সম্ভব?
অন্তত দাম জিজ্ঞেস করার জন্য কাস্টমার কে নিয়ে এভাবে পোস্ট করাটা অনুচিত। দাম জিজ্ঞেস করলেই যে পণ্য কিনতেই হবে, এসব মন মানসিকতা থাকলে ব্যবসা না করার ভালো!